মেহতাবরা খেলবেন ফিলিপিন্সের সঙ্গে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
উইম কোভারম্যান্সের দলের বিরুদ্ধে ফিফা অনুমোদিত আন্তর্জাতিক প্রদর্শনী ম্যাচে খেলবে ফিলিপিন্স। ১৫ নভেম্বর খেলা। তবে সুনীল-নবি-মেহতাবরা কোথায় ম্যাচ খেলবেন তা এখনও ঠিক হয়নি। ফেডারেশন সূত্রের খবর, চেন্নাইতে ম্যাচ করার চেষ্টা চলছে। সে ক্ষেত্রে জাতীয় শিবিরও হবে ওখানেই। সাফ কাপের ফাইনালে হারের পর ফিফা রাঙ্কিং নেমে গিয়েছে ভারতের। র্যাঙ্কিংয়ে এই মুহূর্তে ভারতের থেকে ১৪ ধাপ এগিয়ে রয়েছে ফিলিপিন্স। তবে মাঠের লড়াইয়ে এগিয়ে রয়েছে ভারতই। চার বারের মধ্যে দু’ বার জিতেছে মেন ইন ব্লু। ফিলিপিন্স জয় পেয়েছে একবার। একবার ড্র হয়েছে।
|
ডাবলসে গ্র্যান্ড স্ল্যাম চান সানিয়া |
মেয়েদের পেশাদার ট্যুরে ১৯টা ডাবলস খেতাব। তার মধ্যে এ বছরই পাঁচটা। মিক্সড ডাবলসে মহেশ ভূপতির সঙ্গে দু’টো গ্র্যান্ড স্ল্যাম। ২০০৯ অস্ট্রেলীয় ওপেন, ২০১২ ফরাসি ওপেন। কিন্তু পরের মাসে ২৭ বছরে পা দিতে চলা সানিয়া মির্জা জানাচ্ছেন, টেনিসে তাঁর চূড়ান্ত লক্ষ্য মেয়েদের ডাবলসে আরও একটা গ্র্যান্ড স্ল্যাম জেতা। এ মরসুমে নিজের শেষ টুর্নামেন্টে ডাবলস চ্যাম্পিয়ন হয়ে বেজিং থেকে হায়দরাবাদের বাড়ি ফিরে সানিয়া বলেছেন, “আর সেই লক্ষ্যে ডিসেম্বর থেকেই আমার সঙ্গী কারা ব্ল্যাককে নিয়ে কাজ শুরু করে দেব। ও দু’সপ্তাহের জন্য হায়দরাবাদে আসবে। আমরা একসঙ্গে পরের মরসুমের জন্য ট্রেনিং করব। কারাকে নিয়ে পরের বছর পুরো মরসুম আমার ডাবলস সার্কিটে খেলার কারণ ও শুধু ডাবলসই খেলে। আমার অনেক অন্য পার্টনারের মতো সিঙ্গলস খেলার বাড়তি চাপ নেই ওর উপর। তা ছাড়া কারা বোধহয় দশটা গ্র্যান্ড স্ল্যাম ডাবলস জিতেছে। আমাকে নিয়ে খেলেও হয়তো গ্র্যান্ড স্ল্যাম জিতবে।”
|
চোট থেকে ফিরে নাদালের মরসুম শেষ হতে চলেছে এক নম্বরের সিংহাসনে। এক বছরে সর্বাধিক (ছ’টা) এক হাজার পয়েন্টের মাস্টার্স খেতাব জয়ের রেকর্ডের হাতছানিতে। অন্য দিকে, মারিয়া শারাপোভার ২০১৩ মরসুম আজ আচমকা শেষ হয়ে গেল। কাঁধের পুরনো চোটের ধাক্কায় টেনিসের গ্ল্যামার গার্ল বছরের শেষ ওয়ার্ল্ড ট্যুর ফাইনালস থেকে নাম তুলে নেওয়ায়।
|
ইস্তানবুলে তারকাখচিত টুর্নামেন্টে না খেলার খবর জানিয়ে শারাপোভা এ দিন বলেছেন, “এ বছরের ডব্লিউটিএ চ্যাম্পিয়নশিপে খেলতে না পারায় আমি প্রচণ্ড হতাশ। গত বার এই টুর্নামেন্টের রানার আপ ছিলাম। অথচ এ বছর জুন মাসে ফরাসি ওপেন ফাইনাল খেলার পর থেকে কাঁধের যন্ত্রণায় আমি পেশাদার ট্যুরে মাত্র তিনটে ম্যাচ খেলতে পেরেছি।” একই চোটের কারণে যুক্তরাষ্ট্র ওপেন থেকেও নাম তুলে নেওয়া শারাপোভা শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন দু’মাস আগে সিনসিনাটি ওপেনে।
|
মাইকেল নবসের জায়গায় এ বার সন্দীপ সিংহদের জাতীয় হকি দলের কোচ হচ্ছেন অস্ট্রেলিয়ার অলিম্পিয়ান টেরি ওয়ালশ। চলতি মাসের মাঝামাঝি দায়িত্ব নিতে চলেছেন তিনি। ১-১০ নভেম্বর জাপানে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাচ্ছে ভারত। শোনা যাচ্ছে, ২০১৬ রিও অলিম্পিক পর্যন্ত ওয়ালশের সঙ্গে চুক্তি করছে হকি ইন্ডিয়া। মন্ট্রিয়ল ও সিডনি অলিম্পিকে খেলা ওয়ালশের কোচিং স্টাফে থাকবেন মহারাজ কৌশিক ও সন্দীপ সাঙ্গওয়ান। কোচ হিসেবে জার্মানি এবং নিজের দেশ অস্ট্রেলিয়ার দায়িত্বে ছিলেন ওয়ালশ। লন্ডন অলিম্পিকে ভারত ১২ নম্বরে শেষ করার পরে শারীরিক কারণে কোচিংয়ের দায়িত্ব থেকে সরে দাঁড়ান নবস। টিমের পারফরম্যান্স ডিরেক্টর রোল্যান্ট অল্টম্যান অস্থায়ী কোচ হিসেবে ছিলেন।
|
মহেন্দ্র সিংহ ধোনিদের দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে ধোঁয়াশা কাটতে পারে চলতি মাসেই। ভারতীয় বোর্ড সরকারি ভাবে দক্ষিণ আফ্রিকা বোর্ডের প্রেসিডেন্ট ক্রিস নেনজানিকে এই সিরিজ নিয়ে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছে। “সিএসএ প্রেসিডেন্টকে ভারতে বৈঠকে আসতে আমন্ত্রণ জানিয়েছি। দিন এখনও ঠিক হয়নি। তবে বৈঠক হতে পারে মুম্বই বা চেন্নাইয়ে,” জানিয়েছেন ভারতীয় বোর্ড সচিব সঞ্জয় পটেল।
|
ভারত-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম ম্যাচেই বৃষ্টির সঙ্গে লড়তে হতে পারে দুই দলকে। বৃহস্পতিবার সিরিজের একমাত্র টি-টোয়েন্টির দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ দিন বিকেলেও তুমুল বৃষ্টি হয়েছে রাজকোটে। স্থানীয় আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী আটচল্লিশ ঘণ্টা বৃষ্টির সম্ভাবনা আছে। যদিও সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠের নিকাশী ব্যবস্থা ভাল হওয়ায় বৃষ্টি নিয়ে খুব একটা চিন্তিত নয়। তারা জানাচ্ছে, গত সপ্তাহে তিন দিন প্রবল বৃষ্টি হলেও আউটফিল্ড আর উইকেটে তার কোনও প্রভাব পড়েনি।
|
ফের বিতর্কে অস্ট্রেলিয়া ক্রিকেটের ‘ব্যাড বয়’ ডেভিড ওয়ার্নার। ঘরোয়া একটি ম্যাচে অনুপস্থিত থাকায় ক্রিকেট সাউথ ওয়েলস এক ম্যাচ সাসপেন্ড করেছে অজি ক্রিকেটারকে। বিতর্কিত অজি তারকা ম্যাচে থাকতে পারেননি ঘোড়দৌড় দেখতে ব্যস্ত থাকায়। নর্দার্ন ডিস্ট্রিক্টের বিরুদ্ধে র্যান্ডউইক পিটারস্যামের হয়ে দু’দিনের ম্যাচে নামার কথা ছিল ওয়ার্নারের। কিন্তু দ্বিতীয় দিন তাঁকে আর পাওয়া যায়নি। রয়্যাল র্যান্ডউইক রেসকোর্সে গোটা দিন কাটানোয়। |