টুকরো খবর
পরিকাঠামো ছাড়াই চালু মিড-ডে মিল
দীর্ঘ প্রতীক্ষার পরে পরিকাঠামোর অভাব নিয়েই মিড-ডে মিল চালু হল বিদ্যালয়ে। মঙ্গলবার খড়্গপুরের সিলভার জুবিলি হাইস্কুলে এর উদ্বোধন করেন মহকুমাশাসক আর বিমলা। ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিতিকন্ঠ দে, পরিচালন সমিতির সম্পাদক বিবেকানন্দ দাস চৌধুরী। এ দিন পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত মিড-ডে মিল আওতাভুক্ত পড়ুয়াদের ৭৯৬জনের মধ্যে উপস্থিত ছিল ৪৪০জন পড়ুয়া। স্কুলের সাইকেল স্ট্যান্ডেই এ দিন রান্নার বন্দোবস্ত করে মিড-ডে মিল চালু করা হল। তিন বছর আগে নির্দেশিকা পেলেও মিড-ডে মিলের জন্য পৃথক ভবন না থাকায় ওই প্রকল্প চালু কার যায়নি ওই বিদ্যালয়ে। গত সেপ্টেম্বরে মহকুমাশাসক বৈঠক ডেকে ওই স্কুলের সঙ্গেই ১৯টি স্কুলকে মিড-ডে মিল চালু করার নির্দেশ দেন। তবে অধিকাংশ স্কুলেই পরিকাঠামোগত নানা সমস্যায় আটকে রয়েছে এই প্রকল্প। প্রধান শিক্ষক শিতিকন্ঠ দে বলনে, “আমরা পুজোর আগে মিড-ডে মিল চালু করব বলেছিলাম। তাই পরিকাঠামোগত সমস্যা নিয়েই মিল চালু করতে হল। আসলে ওই প্রকল্প চালু না করলে পৃথক ভবনের জন্য টাকাও পাওয়া যাবে না। তাই এ বার আবেদন করব।” মহকুমাশাসক আর বিমলা জানান, একটা স্কুলে মিড-ডে মিল চালু করা গেল। পুজোর পরেই মিড-ডে মিল প্রকল্পঅন্য স্কুলগুলিতেও চালু হবে।

রেলের ফুটবলে চ্যাম্পিয়ন খড়্গপুর
রেলের ইন্টার ডিভিশন স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হল খড়্গপুরের রেলওয়ে হাইস্কুল (বালক)। এ বার এই ফুটবলের আসর বসে খড়্গপুরে। খেলা চলে সেরসা স্টেডিয়ামে। রেলের খড়্গপুর ডিভিশনের অন্তর্গত ৯টি স্কুলের দল যোগ দেয়। চ্যাম্পিয়নশিপের খেলা শুরু হয় ৫ অক্টোবর। মঙ্গলবার ছিল ফাইনাল। মুখোমুখি হয় চক্রধরপুরের একটি স্কুল ও রেলওয়ে হাইস্কুল (বালক)। নির্ধারিত সময়ে ফল ছিল ১-১। টাইব্রেকারে ৪-২ গোলে জয়ী হয় রেলওয়ে হাইস্কুল। পুরস্কার বিতরণী সভায় উপস্থিত ছিলেন খড়্গপুরের ডিআরএম গৌতম বন্দ্যোপাধ্যায়।

প্রার্থী ঘোষণা শুরু
আগামী মাসে মেদিনীপুর পৌরসভা নির্বাচন। মঙ্গলবার থেকেই শুরু হল পুরভোটের প্রার্থী ঘোষণা। এ দিন নতুন ১৬ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী হিসেবে এলাকারই বিদায়ী কাউন্সিলর কৃষ্ণা ঘোষের নাম ঘোষিত হয়েছে। কৃষ্ণাদেবীর স্বামী সুভাষময় ঘোষ মেদিনীপুরের প্রাক্তন উপপুরপ্রধান। এ দিন বিকেলে ওই ওয়ার্ডে এক কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে দরিদ্রদের বস্ত্র বিতরণ করা হয়। এই কর্মসূচি থেকেই কৃষ্ণাদেবীর নাম প্রার্থী হিসেবে ঘোষিত হয়।

স্কুলের অনুষ্ঠান
শহরের অলিগঞ্জ ঋষি রাজনারায়ণ বালিকা বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হল মঙ্গলবার। ছিলেন বিধায়ক তথা পরিষদীয় সচিব রাধাকান্ত মাইতি, সহ-সভাধিপতি সমায় মাণ্ডি, স্কুল পরিচালন সমিতির সম্পাদক সুব্রত সরকার, সভাপতি প্রতাপ চট্টোপাধ্যায়। মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের কৃতীদেরও পুরস্কৃত করা হয়।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.