টুকরো খবর |
পরিকাঠামো ছাড়াই চালু মিড-ডে মিল
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
দীর্ঘ প্রতীক্ষার পরে পরিকাঠামোর অভাব নিয়েই মিড-ডে মিল চালু হল বিদ্যালয়ে। মঙ্গলবার খড়্গপুরের সিলভার জুবিলি হাইস্কুলে এর উদ্বোধন করেন মহকুমাশাসক আর বিমলা। ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিতিকন্ঠ দে, পরিচালন সমিতির সম্পাদক বিবেকানন্দ দাস চৌধুরী। এ দিন পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত মিড-ডে মিল আওতাভুক্ত পড়ুয়াদের ৭৯৬জনের মধ্যে উপস্থিত ছিল ৪৪০জন পড়ুয়া। স্কুলের সাইকেল স্ট্যান্ডেই এ দিন রান্নার বন্দোবস্ত করে মিড-ডে মিল চালু করা হল। তিন বছর আগে নির্দেশিকা পেলেও মিড-ডে মিলের জন্য পৃথক ভবন না থাকায় ওই প্রকল্প চালু কার যায়নি ওই বিদ্যালয়ে। গত সেপ্টেম্বরে মহকুমাশাসক বৈঠক ডেকে ওই স্কুলের সঙ্গেই ১৯টি স্কুলকে মিড-ডে মিল চালু করার নির্দেশ দেন। তবে অধিকাংশ স্কুলেই পরিকাঠামোগত নানা সমস্যায় আটকে রয়েছে এই প্রকল্প। প্রধান শিক্ষক শিতিকন্ঠ দে বলনে, “আমরা পুজোর আগে মিড-ডে মিল চালু করব বলেছিলাম। তাই পরিকাঠামোগত সমস্যা নিয়েই মিল চালু করতে হল। আসলে ওই প্রকল্প চালু না করলে পৃথক ভবনের জন্য টাকাও পাওয়া যাবে না। তাই এ বার আবেদন করব।” মহকুমাশাসক আর বিমলা জানান, একটা স্কুলে মিড-ডে মিল চালু করা গেল। পুজোর পরেই মিড-ডে মিল প্রকল্পঅন্য স্কুলগুলিতেও চালু হবে।
|
রেলের ফুটবলে চ্যাম্পিয়ন খড়্গপুর
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
রেলের ইন্টার ডিভিশন স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হল খড়্গপুরের রেলওয়ে হাইস্কুল (বালক)। এ বার এই ফুটবলের আসর বসে খড়্গপুরে। খেলা চলে সেরসা স্টেডিয়ামে। রেলের খড়্গপুর ডিভিশনের অন্তর্গত ৯টি স্কুলের দল যোগ দেয়। চ্যাম্পিয়নশিপের খেলা শুরু হয় ৫ অক্টোবর। মঙ্গলবার ছিল ফাইনাল। মুখোমুখি হয় চক্রধরপুরের একটি স্কুল ও রেলওয়ে হাইস্কুল (বালক)। নির্ধারিত সময়ে ফল ছিল ১-১। টাইব্রেকারে ৪-২ গোলে জয়ী হয় রেলওয়ে হাইস্কুল। পুরস্কার বিতরণী সভায় উপস্থিত ছিলেন খড়্গপুরের ডিআরএম গৌতম বন্দ্যোপাধ্যায়।
|
প্রার্থী ঘোষণা শুরু
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
আগামী মাসে মেদিনীপুর পৌরসভা নির্বাচন। মঙ্গলবার থেকেই শুরু হল পুরভোটের প্রার্থী ঘোষণা। এ দিন নতুন ১৬ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী হিসেবে এলাকারই বিদায়ী কাউন্সিলর কৃষ্ণা ঘোষের নাম ঘোষিত হয়েছে। কৃষ্ণাদেবীর স্বামী সুভাষময় ঘোষ মেদিনীপুরের প্রাক্তন উপপুরপ্রধান। এ দিন বিকেলে ওই ওয়ার্ডে এক কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে দরিদ্রদের বস্ত্র বিতরণ করা হয়। এই কর্মসূচি থেকেই কৃষ্ণাদেবীর নাম প্রার্থী হিসেবে ঘোষিত হয়।
|
স্কুলের অনুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
শহরের অলিগঞ্জ ঋষি রাজনারায়ণ বালিকা বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হল মঙ্গলবার। ছিলেন বিধায়ক তথা পরিষদীয় সচিব রাধাকান্ত মাইতি, সহ-সভাধিপতি সমায় মাণ্ডি, স্কুল পরিচালন সমিতির সম্পাদক সুব্রত সরকার, সভাপতি প্রতাপ চট্টোপাধ্যায়। মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের কৃতীদেরও পুরস্কৃত করা হয়। |
|