টুকরো খবর
দলসিং পাড়া খুলতে আর্জি
ডুয়ার্সের বন্ধ দলসিংপাড়া চা বাগান খুলতে শ্রম দফতরের দ্বারস্থ হলেন শ্রমিকরা। সোমবার সকালে বাগানের বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা এবং শ্রমিকেরা আলিপুরদুয়ারে সহকারি শ্রম আধিকারিকের সঙ্গে দেখা করে পুজোর আগে বাগান খোলার দাবি জানান। বোনাস সংক্রান্ত দাবির জেরে ২৬ সেপ্টেম্বর থেকে বাগানটি বন্ধ রয়েছে। পুজোর আগে মজুরিও না হওয়ায় বিপাকে পড়েন বাগান শ্রমিকেরা। এ বছর পুজোয় ১৫.৫ শতাংশ হারে সাত মাসের বোনাস দেওয়ার কথা বলে কর্তৃপক্ষ। গত ২০১২ সালে বাগান এক মাসের জন্য বন্ধ থাকায় ওই বছরের ১১ মাসের বোনাস দাবি করা হয়। কিন্তু কর্তৃপক্ষ জানায় ৪ মাস বাগানে ১০০ দিনের কাজ হওয়ায় তাঁরা ৪ মাসের বোনাস দিতে পারবেন না। এর পরে ১১ মাসের বোনাসের দাবি তুলে ২৩ সেপ্টেম্বর থেকে শ্রমিকরা তিনদিন বাগানে কাজ বন্ধ রাখেন। গত ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় কর্তৃপক্ষ বাগান ছেড়ে চলে যান। ৩ অক্টোবর ত্রিপাক্ষিক বৈঠক ডাকলেও মালিক পক্ষ যোগ দেয়নি। আলিপুরদুয়ার সহকারি শ্রম আধিকারিক সুমন্ত শেখর রায় বলেন, “শ্রমিকেরা বাগান খোলার দাবি জানিয়েছেন। আজ, যুগ্ম শ্রম আধিকারিকের দফতরে বৈঠক ডাকা হয়েছে।”

জামিন মেলেনি
এসজেডিএ- আর্থিক দুর্নীতি মামলায় ধৃত বাস্তুকার মৃগাঙ্কমৌলি সরকার ও সপ্তর্ষি পালের জামিন খারিজ করল আদালত। সোমবার অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে ওই আবেদন খারিজ হয়। ৪ নভেম্বর পর্যন্ত জেল হাজতের নির্দেশ দেওয়া হয়েছে। ই-টেন্ডার প্রক্রিয়া কাজে লাগিয়ে নথি তৈরি করে বরাত দেওয়া নিয়ে আর্থিক দুর্নীতির অভিযোগে ২টি মামলা হয়েছে ওই বাস্তুকারদের বিরুদ্ধে। সরকারি আইনজীবী সুদীপ বাসুনিয়া বলেন, “ধৃতদের বিরুদ্ধে ক্লোজড সার্কিট ক্যামেরা বসানোর প্রকল্পেও দুর্নীতির মামলা রয়েছে।” অন্য দিকে মহানন্দা অ্যাকশন প্ল্যানে নিকাশি প্রকল্পে ও শ্মশানে বৈদ্যুতিক চুল্লি বসানোর কাজে আর্থিক দুর্নীতির মামলায় ধৃত ঠিকাদার সংস্থার শঙ্কর পালের জামিনের আর্জি করা হয়েছে দার্জিলিং জেলা আদালতে। মামলার ‘কেস ডায়েরি’ দার্জিলিং আদালতে পাঠানো হয়েছে। ওই মামলাতেই ধৃত কলকাতার একটি ঠিকাদার সংস্থার কর্ণধার অজিত বন্দ্যোপাধ্যায় ও তাঁর ছেলে দেবব্রত বন্দ্যোপাধ্যায়ের হয়ে আইনজীবীরা অতিরিক্ত জেলা দায়রা আদালতে জামিনের আবেদন করেন।

বোনাস হয়নি
রাজ্য সরকারের চা উন্নয়ন নিগমের ডুয়ার্সের হিলা চা বাগানে এখনও বোনাস পাননি শ্রমিকরা। দ্রুত বোনাসের দাবিতে সোমবার শ্রমিকরা প্রশাসনের দ্বারস্থ হন। প্রায় দুই ঘণ্টা গেট মিটিং করেন শ্রমিকেরা। তাঁরা জানান, গত বছর ২০ শতাংশ হারে বাগানে বোনাস মিলেছে। পাশাপাশি, বোনাস না মেলায় এবার বাগানে পুজো করা নিয়েও প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। এদিন নাগরাকাটা থানা এবং বিডিওর দফতরেও স্মারকলিপি দেন শ্রমিকরা। এনইউপিডব্লুউ-র চা শ্রমিক সংগঠনের সদস্যারা নাগরাকাটা থানায় বিক্ষোভও দেখান। মালবাজারের সহকারী শ্রম আধিকারিকের দফতরে বাগানের তৃণমূল কংগ্রেস সমর্থিত তরাই ডুয়ার্স প্রোগ্রেসিভ প্ল্যান্টেশন ওয়ার্কার্স ইউনিয়নের তরফে স্মারকলিপি দেওয়া হয়। সহকারী শ্রম আধিকারিক শ্যামল রায়চৌধুরী বাগান কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন। ম্যানেজার আশিস রুদ্র জানান, বোনাস নিয়ে কলকাতায় আলোচনা চলছে।

২১শে নির্বাচন
২১ অক্টোবর শিলিগুড়ি পুরসভার চেয়ারম্যান নির্বাচন হবে। সোমবার সরকারের তরফে পুর কর্তৃপক্ষকে এই ব্যাপারে চিঠি পাঠিয়ে দিয়ে তা জানিয়ে দেওয়া হয়েছে। সেই মতো এ দিনই কাউন্সিলরদের পুরসভার তরফে চিঠি পাঠানো হয়। নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য প্রিসাইডিং অফিসার করা হয় তৃণমূল কাউন্সিলর জয়দীপ নন্দীকে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, আগামী ১০ অক্টোবরের মধ্যে মনোনয়ন পত্র জমা করতে হবে। সম্প্রতি নান্টু পাল চেয়ারম্যান এবং কাউন্সিলর পদ থেকে ইস্তফা দেওয়ায় ওই পদটি ফাঁকা হয়। ডেপুটি মেয়র সবিতাদেবী অগ্রবাল আপাতত চেয়ারপার্সনের দায়িত্ব সামালাচ্ছেন।

চাঁদা আদায়, ধৃত ১৩
জোর করে চাঁদা আদায়ের চেষ্টার অভিযোগে সোমবার জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিশ ১৩ জনকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, শহরের অসমমোড়, পাতকাটা এবং কালিয়াগঞ্জ এলাকা থেকে ১৩ জনকে ধরা হয়। এদিন সকালে কালিয়াগঞ্জ এলাকায় জলপাইগুড়ি থেকে রংধামালি রুটের সমস্ত অটো রিকশা চালকের কাছে ৫০১ টাকা করে চাঁদা দাবি করা হয় বলে অভিযোগ। ঘটনার প্রতিবাদে অটো চালানো বন্ধ করে দেন চালকেরা। পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে ছয়জনকে গ্রেফতার করে। অন্য দুই এলাকায় খবর পেয়ে পুলিশ গিয়ে বাকিদের ধরে।

শিশু উদ্ধার
অভিভাবকহীন এক ছয় বছরের শিশুকে পুলিশের হাতে তুলে দিলেন এক বাসের কর্মী। রবিবার জয়গাঁ-ফালাকাটা রুটে বাস থেকে শিশুটিকে উদ্ধার করেন বাসের কন্ডাক্টর বাবলু রায়। তিনি শিশুটিকে নিয়ে ফালাকাটা থানায় যান। সেখান থেকে তাঁকে হাঁসিমারা ফাঁড়িতে যেতে বলা হয়। রাতে বাড়িতেই শিশুটিকে রেখে সোমবার সকালে তিনি হাঁসিমারা ফাঁড়িতে যান। ফালাকাটা থানার এহেন ভূমিকা নিয়ে বাসকর্মী ও বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাকে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে জলপাইগুড়ি চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হেফাজতে পাঠানো হয়েছে।

বাসের ধাক্কায় মৃত ছাত্র
বাসের ধাক্কায় মৃত্যু হল ছাত্রের। সোমবার বিকালে দুর্ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের মেটেলি থানার ইনডং গ্রাম পঞ্চায়েত দফতরের সামনে রাজ্য সড়কে। মৃত প্রেমজিত্‌ তাঁতি (১৯) মেটেলি রাষ্ট্র ভাষা হিন্দি বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল। তার বাড়ি মেটেলির জুরন্তী চা বাগানের ফ্যাক্টারি লাইনে। দুপুর তিনটা নাগাদ স্কুল ছুটির পর প্রেমজিত্‌ সাইকেলে বাড়ি ফিরছিল। সেই সময় সাংসিং থেকে শিলিগুড়িগামী একটি বাস তাকে ধাক্কা মারে। মালবাজার মহকুমা হাসপাতালের চিকিত্‌সকেরা মৃত বলে ঘোষণা করেন।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.