রাজ্যে সচিব স্তরে কিছু রদবদল করা হয়েছে। সতীশ তিওয়ারির জায়গায় নতুন স্বাস্থ্যসচিব হচ্ছেন মলয় দে। তিওয়ারি তথ্যপ্রযুক্তি দফতরের সচিব-পদে যোগ দিচ্ছেন। মলয়বাবু দীর্ঘ দিন বিদ্যুৎসচিব ছিলেন। তাঁর জায়গায় নতুন বিদ্যুৎসচিব হচ্ছেন গোপালকৃষ্ণ। সোমবার এই বদলি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। তিওয়ারি বিশেষ প্রশিক্ষণ নিতে বিদেশে যাওয়ায় মলয়বাবু ক’সপ্তাহ ধরেই স্বাস্থ্যসচিবের অতিরিক্ত দায়িত্ব পালন করছিলেন। আজ, মঙ্গলবার থেকে তিনি পাকাপাকি ভাবেই স্বাস্থ্যসচিবের দায়িত্ব নিচ্ছেন।
|
পুজোর সময় কাঁচা শাক-সব্জি, মাছ, মাংসের দাম যাতে না বাড়ে তার জন্য টাস্ক ফোর্সকে নির্দেশ দিল সরকার। সোমবার রাজ্যের কৃষি বিপণনমন্ত্রী অরূপ রায় জানান, কলকাতার বিভিন্ন বাজারে হঠাৎ অভিযান চালাবেন টাস্ক ফোর্সের সদস্যরা। পুজোর আগে থেকেই বিভিন্ন বাজার ঘুরে নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে তাঁদের। কোনও ব্যবসায়ী অসাধু উপায়ে জিনিসের দাম বাড়ালে, টাস্ক ফোর্স তাঁকে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেবে। |