অন্ডালে ধস
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
আবারও ধস নামল শিল্পাঞ্চলে। সোমবার সকাল ১০টা নাগাদ দু’নম্বর জাতীয় সড়ক থেকে ঢিল ছোড়া দূরে একটি কুয়োর ভিতরে প্রায় ১০ ফুট বসে গিয়েছে। ঘটনাস্থল অন্ডালের ভাদুর গ্রামের বাউরি পাড়া। গৃহকর্তা বিল্বমঙ্গল বাউরি জানান, সকালে হঠাৎ কুয়োর ভিতরে জোরে আওয়াজ হয়। তাঁরা ভিতরে তাকিয়ে দেখেন, দক্ষিণ দিকে কংক্রিট দেওয়ালের নীচে বেশ কিছুটা বসে গিয়েছে। অন্ডাল পঞ্চায়েত সমিতির সভাপতি কালোবরণ মণ্ডল এবং ইসিএলের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। ক’দিন আগেই অন্ডালে ধসে বাড়ির ক্ষতি হয়েছিল। কালোবরণবাবু জানান, সমিতির পক্ষ থেকে মাটি ভরাটের কাজ শুরু করা হয়েছে। ইসিএলের বক্তব্য, কোনও কারনে ওই কুয়োর মাটি আলগা হয়ে যাওয়ায় এমন ঘটনা ঘটেছে বলে তাদের ধারণা। |
পুরনো খবর: জামুড়িয়ায় ধস |
এখনও জলে ডুবে দুর্গাপুর
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
দু’দিন পেরিয়ে গেলেও জলমগ্ন শহরের বেশ কিছু জায়গা। সোমবারও দুর্গাপুরের সুকান্তনগর, নঈম নগর, অর্জুনপুর, নতুনপল্লি প্রভৃতি এলাকা জল জমে রয়েছে। বাসিন্দারা জানিয়েছেন, রবিবার দুপুরের দিকে জল নেমে গিয়েছিল। কিন্তু বিকাল থেকে ফের বৃষ্টি শুরু হওয়ায় নতুন করে জল জমে যায়। মেয়র অপূর্ব মুখোপাধ্যায় জানান, রবিবার পুরসভায় সমস্ত মেয়র পারিষদদের নিয়ে বিশেষ একটি বৈঠক হয়। পরিস্থিতির উপরে নজর রাখছেন সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর, বোরো চেয়ারম্যানেরা। তিনি আরও জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ সম্পূর্ণ হয়নি। তালিকা তৈরি হয়ে গেলে সহযোগিতা চেয়ে পাঠানো হবে প্রশাসনের কাছে। |
টাকা ফেরত না দেওয়ায় ক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
গ্রাহকদের আমানতের টাকা ফেরত দেওয়া বন্ধ করে দিয়েছে সংস্থা, এই অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন একটি বেসরকারি লগ্নি সংস্থার শ’খানের এজেন্ট ও আমানতকারী। সোমবার দুর্গাপুরের সিটি সেন্টারে একটি শপিং মলের সামনে তাঁরা বিক্ষোভ দেখান। অভিযোগ, বর্ধমান সনমার্গ নামে ওই সংস্থা ফেব্রুয়ারি থেকে আমানতের টাকা ফেরত দেওয়া বন্ধ করে দিয়েছে। ফলে বিপাকে পড়েছেন গ্রাহকেরা। বিড়ম্বনায় পড়তে হচ্ছে এজেন্টদেরও। পরে অবশ্য পুলিশ এসে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। তবে কোনও লিখিত অভিযোগ হয়নি। |