টুকরো খবর
ত্রিফলা আলো এবার ডোমকলে
উত্‌সবের আগে আঁধার ঘুচতে চলেছে ডোমকল মহাকুমার একাংশে। দুর্গাপুজো ঈদুজ্জোহার আগেই আজিমগঞ্জ-গোলা পঞ্চায়েতের উদ্যোগে ডোমকলের পুরানো বিডিও মোড় থেকে ব্রিজ মোড় অবধি রাজ্য সড়ক বরাবর ৬০টি ত্রিফলা বাতি বসেছে। পুজোর পরপরই ডোমকল পঞ্চায়েতের উদ্যোগে কলাবাড়িয়া মোড় থেকে পুরনো বিডিও মোড় ও জিত্‌পুর পঞ্চায়েতের উদ্যোগে ব্রিজ মোড় থেকে রঘুনাথপুর মোড় পর্যন্ত ত্রিফলা বাতি লাগানো হবে। আজিমগঞ্জ-গোলা পঞ্চায়েতের প্রধান কংগ্রেসের আলম খান বলেন, ‘‘ডোমকলবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে। এরফলে মহকুমা সদর এলাকার সৌন্দর্য বাড়বে।” ডোমকলে ত্রিফলা বাতি বসানো শুরু হওয়ায় খুশি এলাকার ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ। ডোমকলের ব্যবসায়ী সমিতির সভাপতি পার্বতীশঙ্কর নন্দী বলেন, “এতদিন সমিতির পক্ষ থেকে বিক্ষিপ্তভাবে বাতি লাগানো হত। কিন্তু তা সংরক্ষণ করা কঠিন ছিল। ত্রিফলে বাতি লাগানো হলে আমরা স্বস্তি পাব। সুন্দর হবে শহর।”

ধর্ষণে অভিযুক্তদের ধরার দাবি
নাবালিকা ধর্ষণে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখাল এলাকার বাসিন্দারা। রবিবার দোগাছি এলাকার কয়েকশো বাসিন্দা মিছিল করে থানারপাড়া থানার সামনে বিক্ষোভ দেখায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ২০ সেপ্টেম্বর ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল স্থানীয় আজিত শেখ ও আবুল কাশেম মণ্ডল নামে দুই ব্যক্তির নামে। স্থানীয়দের দাবি, ঘটনার পর থেকে এতদিন কেটে গেলেও পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি। যদিও তেহট্টের এসডিপিও সুনীল সিকদার বলেন, “ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক। তাদের খোঁজে তল্লাশি চলছে।”

জুয়া রুখতে অভিযান নবদ্বীপে
দুর্গা পুজোর আগে নবদ্বীপ এবং সংলগ্ন এলাকায় মদ, জুয়া ও সাট্টার বাড়বাড়ন্ত রুখতে সরকারিভাবে সভা ডেকে অভিযান শুরু করলেন নবদ্বীপের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী পুণ্ডরীকাক্ষ সাহা। শনিবার বিকেলে নবদ্বীপের অ্যাথলেটিক ক্লাবের মাঠে কয়েক হাজার দলীয় কর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে নদিয়ার জেলাশাসক পি বি সালিম এবং পুলিশ সুপার সব্যসাচীরমণ মিশ্রকে পাশে নিয়ে সভা করেন মন্ত্রী। ছিলেন নবদ্বীপের বিডিও, আই সি এবং পুরপ্রধান। সভায় পুণ্ডরীকাক্ষবাবু নবদ্বীপের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ও সামাজিক অবক্ষয় রুখতে কড়া হাতে ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করেন।

উদ্ধার কিশোরী
মুম্বইয়ের এক যৌনপল্লি সংলগ্ন হোটেল থেকে এক কিশোরীকে উদ্ধার করল সুতি থানার পুলিশ। ১৭ সেপ্টেম্বর থেকে সুতি এলাকার ওই কিশোরী নিখোঁজ ছিল। তার জবানবন্দি অনুযায়ী শুক্রবার রাতেই মুম্বইয়ের শক্তিপুর থেকে রফিক সেখ নামে এক যুবককেও গ্রেফতার করা হয়। ধৃত বহরমপুর রাধারঘাটের বাসিন্দা। মুর্শিদাবাদের পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “১৩ সেপ্টেম্বর মামার বাড়ি যাওয়ার পথে কাটোয়া স্টেশনে ওই কিশোরীর সঙ্গে রফিকের পরিচয় হয়। ওই যুবক বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই কিশোরীকে কলকাতা ও পরে মুম্বই নিয়ে যায়।”

দুর্ঘটনায় মৃত্যু
পণ্য বোঝাই দু’টি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দু’জনের। মৃত দেবাশিস ঘোষ(৩২) ও ফারুখ শেখ (২৮) যথাক্রমে বেথুয়াডহরি ও মধ্যমগ্রামের বাসিন্দা। রবিবার দুপুরে কৃষ্ণনগরের পালপাড়ার কাছে ওই দুর্ঘটনায় তিন জন জখম হন। তাঁদের শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করানো হলে সেখানেই দু’জন মারা যান।

বাজ পড়ে মৃত্যু
বাজ পড়ে রবিবার গদাধর মণ্ডল (৪৫) ও স্বপন বক্সী (৫৪) নামে দু’জনের মৃত্যু হল। তাঁদের বাড়ি কৃষ্ণপুর ও কুঠিরপাড়া এলাকায়।

কিশোরীকে খুনে গ্রেফতার যুবক
অন্যত্র বিয়ের কথা চলছিল কিশোরীর। তা মেনে নিতে পারেনি স্থানীয় যুবক। সেই আক্রোশেই ধানখেতে একা পেয়ে মেয়েটিকে সে খুন করে বলে অনুমান পুলিশের। গত ১৫ সেপ্টেম্বর বছর ষোলোর ওই কিশোরীর অর্ধনগ্ন ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় জাঙ্গিপাড়ার মহেশপুর-মজিরখাঁ গ্রামের কাছে ধানখেতের পাশে একটি জলা থেকে। মেয়েকে ধর্ষণ করে খুনের অভিযোগ করেন বাবা। খোকন দাস নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.