টুকরো খবর |
দুর্ঘটনা এড়াতে সেতু পরিষ্কার আমজনতার
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
বীরেন্দ্র সেতুতে চলছে সাফাই।—নিজস্ব চিত্র।
|
সেতু পরিষ্কারে মাথা ব্যথা নেই পূর্ত দফতরের। হেলদোল নেই প্রশাসনেরও। অগত্যা সেতু পরিষ্কারে নামলেন স্থানীয় মানুষরাই। আর তা করতে গিয়ে দেখলেন সেতুর মাঝে বড় বড় গর্ত। তাও সারাই করলেন নিজেরাই। কাঁসাই নদীর উপর থাকা বীরেন্দ্র সেতুটি এ ভাবেই সাফাই করলেন মাতকাতপুরের মানুষ। উদ্যোক্তা মাতকাতাপুর যুবক সংঘ। ক্লাবের সভাপতি অরিন্দম মুখোপাধ্যায়ের কথায়, “পুজোর সময় দুর্ঘটনা না ঘটে সে জন্যই এই উদ্যোগ।” শনিবারই মাতকাতাপুরে গিয়েছিলেন মেদিনীপুর-খড়্গপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান মৃগেন মাইতি। তিনি মাতকাতাপুরে একটি যাত্রী প্রতীক্ষালয় করার ঘোষণা করেন। তখনই স্থানীয় মানুষ সেতু সংস্কারের দাবি জানান। মৃগেনবাবু বলেন, “ওই ব্যাপারে পদক্ষেপ করা হবে। তবে স্থানীয় ক্লাবের ওই উদ্যোগ প্রশংসনীয়।”
|
এস-পির কাছে আবেদন সিভিক পুলিশের
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতিতে ভরসা রেখে কাজের দাবিতে জেলা পুলিশ সুপারের কাছে আবেদন জানাতে চলেছেন সিভিক পুলিশের কর্মপ্রার্থীরা। রবিবার খড়্গপুর টাউন হলে সাংবাদিক বৈঠকে একথা জানান ‘সিভিক পুলিশ সংগ্রাম কমিটি’র সম্পাদক হিঙ্কু দাস ও সভাপতি অনিল দাস। ২২ সেপ্টেম্বর থেকে কাজ না পাওয়া সিভিক পুলিশের সফল প্রার্থীরা ১০৩ জনের কমিটি গড়ে আন্দোলন শুরু করেন। বস্তুত, চলতি বছরের মার্চ-এপ্রিলে ‘পশ্চিমবঙ্গ সিভিক পুলিশ স্বেচ্ছাসেবক বাহিনী’র পরীক্ষায় ইন্টারভিউয়ে সফল হয়েও কাজ না পেয়ে আন্দোলন শুরু করে ওই সংগঠন। অনিলবাবু বলেন, “মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতিতে আমরা ভরসা রাখছি। তাই আগামী ১৫ নভেম্বর পর্যন্ত কোনও আন্দোলনে না গিয়ে শান্তিপূর্ণভাবে এসপি-র কাছে স্বতন্ত্রভাবে প্রতিটি সফল কর্মপ্রার্থী আবেদন জানাবে।”
|
শিক্ষক সম্মেলন
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির ব্লক সম্মেলন শনিবার অনুষ্ঠিত হল কেশিয়াড়িতে। এ দিন ব্লকের ‘রবীন্দ্র ভবনে’ ওই সম্মেলনের উদ্বোধন করেন ব্লক তৃণমূল সভাপতি জগদীশ দাস। সম্মেলনে যোগ দিয়েছিলেন দু’টি চক্রের প্রায় তিনশো শিক্ষক প্রতিনিধি। মূলত প্রাথমিক শিক্ষকদের বাড়ির কাছে বদলি চালু করা, নির্বাচন ও অন্য সরকারি কাজের ভারে পড়ুয়াদের পঠনপাঠনে ব্যহত হওয়া নিয়ে আলোচনা হয়। অন্য দিকে, পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সদর গ্রামীণ চক্রের প্রথম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল। রবিবার সদর ব্লকের গুড়গুড়িপাল হাইস্কুলে এই সম্মেলন হয়। সভাপতি হয়েছেন প্রদ্যোৎকুমার মাইতি। সাধারণ সম্পাদক হয়েছেন লক্ষ্মণচন্দ্র ওঝা।
|
বেআইনি বাজির সরঞ্জাম-সহ ধৃত
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
বেআইনি বাজি কারখানায় তিন বস্তা বাজির সরঞ্জাম নিয়ে যাওয়ার পথে গ্রেফতার হলেন এক ব্যক্তি। শনিবার সকালে নারায়ণগড়ের মকরামপুরে ৬০ নম্বর জাতীয় সড়ক থেকে তাঁকে গ্রেফতার করা হয়। ধৃত মাধব গিরির বাড়ি ওই ব্লকের কোতাইগড়ে। এ দিন তিনি নিজের সাইকেলে তিন বস্তা বাজির মশলা ও সরঞ্জাম নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। মাধবাবুর নিষিদ্ধ বাজি তৈরির কারখানা রয়েছে বলে পুলিশের কাছে আগেই অভিযোগ করেছিলেন স্থানীয় বাসিন্দারা। এ দিন তাঁকে মেদিনীপুর আদালতে তোলা হলে তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ হয়।
|
পার্ক উদ্বোধন
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
মেদিনীপুর শহরের কামারপাড়া প্রাথমিক বিদ্যালয়ে পার্ক তৈরির জন্য বিধায়ক তহবিল থেকে থেকে ২ লক্ষ টাকা দিয়েছিলেন মেদিনীপুরের বিধায়ক মৃগেন মাইতি। রবিবার সেই পার্কের আনুষ্ঠানিক উদ্বোধনও করলেন তিনি। কামারপাড়াতেই আরও একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এদিনের অনুষ্ঠানে বিধায়ককে হাতের কাছে পেয়ে স্কুলের পক্ষ থেকে অর্থ সাহায্যের আবেদন জানানো হয়। মৃগেনবাবু বলেন, “স্কুলের উন্নয়নে ওখানেও বিধায়ক তহবিল থেকে আমি ২ লক্ষ টাকা দেব বলে জানিয়েছি।”
|
ফুটবল টুর্নামেন্ট
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
শালবনি ব্লকের ভীমপুর পঞ্চায়েতের আমজোড় এবিকে তরুণ সঙ্ঘ ক্লাবের উদ্যোগে দু’দিন ব্যাপী ফুটবল প্রতিযোগিতা হল। ১৬টি দল যোগ দেয়। রবিবার ফাইনালে জেতে শ্রীদাম একাদশ। পুরস্কার বিতরণী সভায় ছিলেন বিধায়ক শ্রীকান্ত মাহাতো।
|
রজত জয়ন্তী
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
আদিবাসী ক্লাবের রজতজয়ন্তী বর্ষ পালন হল কেশিয়াড়িতে। রবিবার নছিপুরের বিরসা মুন্ডা ক্লাবের ওই অনুষ্ঠানে যোগ দেন তণমূল বিধায়ক সুকুমার হাঁসদা। অনুষ্ঠানের পর বস্ত্র বিতরণ ও রক্তদান শিবিরও আয়োজিত হয়। |
|