ছয় কিশোরের হাতে ফুটবল
নিজস্ব সংবাদদাতা • শেওড়াফুলি |
শেওড়াফুলির যৌনপল্লির মহিলা এবং শিশুদের নতুন জামাকাপড় দিল হুগলি জেলা পুলিশ। শনিবার সন্ধ্যায় ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সুনীল চৌধুরী, শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বৈদ্যবাটির পুরপ্রধান অজয়প্রতাপ সিংহ-সহ অন্য অতিথিরা। আইএফএ পরিচালিত অনূর্ধ্ব ১৩ নার্সারি লিগে চ্যাম্পিয়ন দুর্বার টিমের সদস্য শেওড়াফুলির ছয় কিশোরের হাতে ফুটবল এবং ট্র্যাকস্যুট তুলে দেন মোহনবাগানের স্টপার কিংশুক দেবনাথ এবং জুনিয়র দলের কোচ তেজ বাহাদুর। এই উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে লোকগীতি শোনান শ্রীরামপুর থানার আইসি তথাগত পাণ্ডে। অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন শেওড়াফুলি ফাঁড়ির ইন-চার্জ বর্ণালী গঙ্গোপাধ্যায়। এ দিনই, দুর্বারের শিক্ষাকেন্দ্রের জন্য একটি কম্পিউটার দেন সাংসদ।
|
দোকানে লুঠ, দুষ্কৃতী গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ |
আরামবাগের সরাইঘাটায় কাপড়ের দোকানে লুঠপাটের ঘটনায় এক দম্পতি-সহ তিন জনকে গ্রেফতার করল পুলিশ। কিছু লুঠের মালও উদ্ধার হয়েছে। গত মাসের ১৭ তারিখ ওই দোকানের দুই কর্মীকে বেঁধে রেখে লুঠপাট চালায় দুষ্কৃতীরা। ধৃতদের নাম টুলু দফাদার, রবি দাস ও তাঁর স্ত্রী বৃহস্পতি। টুলুর বাড়ি বর্ধমানে পাতুলিতে। শুক্রবার গ্রেফতার করা হয় তাকে। সে হুব্বা শ্যামল নামে এক কুখ্যাত দুষ্কৃতীর দলে কাজ করত বলে পুলিশ জেনেছে। তাকে জেরা করে শনিবার গ্রেফতার হন ভদ্রেশ্বরের মালিয়াপাড়ার রবি দাস ওরফে শেখ রবি ও তাঁর স্ত্রী।
|
সাংস্কৃতিক অনুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা • শ্রীরামপুর |
শারদোৎসব উপলক্ষে গত শুক্রবার রবীন্দ্রভবনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল শ্রীরামপুরের দি ড্রিমল্যান্ড ড্যান্স অ্যাকাডেমি। |