স্ত্রীকে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার |
নিজস্ব সংবাদদাতা • পাণ্ডুয়া |
সাংসারিক অশান্তির জেরে ভরদুপুরে ভরা রাস্তায় স্ত্রীকে পেটে ছুরি মেরে খুনের চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। রবিবার পাণ্ডুয়া স্টেশন রোডের ওই ঘটনায় ধৃতের নাম প্রহ্লাদ টুডু। তাঁর স্ত্রী শিবানীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর খানেক আগে মগরার চাঁপারুই এলাকার বাসিন্দা প্রহ্লাদের সঙ্গে পাণ্ডুয়ার দে’পাড়ার বাসিন্দা শিবানীর বিয়ে হয়। বিয়ের কিছু দিন পর থেকেই সাংসারিক কারণে দু’জনের অশান্তি শুরু হয়। তার জেরে মাস খানেক আগে শিবানী বাপেরবাড়ি চলে যান। প্রহ্লাদ অনেক বার তাঁকে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও শিবানী যাননি।
রবিবার দুপুরে শিবানী স্টেশন রোডের একটি জুতোর দোকানের সামনে দাঁড়িয়েছিলেন। প্রহ্লাদ সেখানে এসে তাঁর হাত ধরে টানতে থাকেন। শিবানী চিৎকার করায় প্রহ্লাদ আচমকা ছুরি বের করে তাঁর স্ত্রীর পেটে চালিয়ে দেন বলে অভিযোগ। আচমকা এই ঘটনায় স্থানীয় লোকজন চমকে ওঠেন। সেই সুযোগে প্রহ্লাদ পালানোর চেষ্টা করলেও স্থানীয় লোকজন এবং ব্যবসায়ীরা ধাওয়া করে তাঁকে ধরে ফেলেন। ঘটনাস্থলে পুলিশ আসে। গ্রেফতার করা হয় প্রহ্লাদকে। শিবানীকে প্রথমে পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে স্থানান্তরিত করানো হয়।
শিবানীর অভিযোগ, “নানা কারণে স্বামী প্রায়ই আমাকে বাপেরবাড়ি থেকে টাকা আনতে বলত। না পারলে নির্যাতন চালাত। সে জন্যই বাপের বাড়ি চলে যাই। রবিবার রাস্তা থেকে আমাকে টেনে স্টেশনের দিকে নিয়ে যেতে চাইছিল। প্রতিবাদ করায় আমাকে খুনের চেষ্টা করল।”
|