টুকরো খবর |
বিহারে খাদ্যে ভর্তুকি দ্বিগুণ করবে কেন্দ্র
নিজস্ব সংবাদদাতা • পটনা |
বিহারে খাদ্যে ভর্তুকির পরিমাণ দ্বিগুণ করার কথা জানালেন কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী জয়রাম রমেশ। আজ পটনায় এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “ওই ভর্তুকি বাড়িয়ে ১১ হাজার ৫০০ কোটি টাকা করা হবে।” মন্ত্রী জানান, জাতীয় খাদ্য সুরক্ষা বিলের মাধ্যমে বিহারে খাদ্যশস্যের কেন্দ্রীয় বরাদ্দ দ্বিগুণ করে ৫৬ লক্ষ টন করা হবে। রাজ্যের রেশন ব্যবস্থার বেহাল দশার কথা উল্লেখ করে জয়রাম বলেন, “অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্রের চেয়ে জনসংখ্যা বেশি হলেও এখানে রেশন দোকানের সংখ্যা তাদের তুলনায় কম।” জমি অধিগ্রহণের আইনের বিষয়ে গ্রামোন্নয়নমন্ত্রী বলেন, “জমির মালিকই শুধু নন, অধিগ্হীত জমির উপর নির্ভরশীল ভূমিহীন কৃষক এবং ক্ষেত মজুররাও ক্ষতিপূরণ পাবেন।” |
পৃথক দুর্ঘটনায় মৃত ৫ অসমে
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
২৪ ঘণ্টায় রাজ্যের বিভিন্ন জায়গায় পৃথক দুর্ঘটনায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। গত রাতে প্রথম ঘটনাটি ঘটে কামরূপের মির্জায়। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুর জেরে একটি ট্রাকে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। পুলিশ জানায়, মৃতের নাম ধনেশ্বর দাস। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ সকালে শিবসাগরের বিক্রমপুর এলাকার চারিয়ালিতে ট্রাকের সঙ্গে যাত্রীবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষে দু’জনের মৃত্যু হয়। নগাঁও জেলার রহায় গাড়ির ধাক্কায় বছর পাঁচেকের একটি শিশু ঘটনাস্থলেই মারা যায়। ঢেকিয়াজুলির বেহরুখুন্দা এলাকায় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়ানো ক্ষীরেশ্বরী দাসকে ধাক্কা মারে। তাঁর মৃত্যু হয়েছে। ওই ঘটনায় তিনজন জখম হয়ে হাসপাতালে ভর্তি। |
তরুণীর বিরুদ্ধে খুনের অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • নাগপুর |
অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ারকে খুনের অভিযোগ উঠল বছর কুড়ির এক তরুণীর বিরুদ্ধে। গড়ছিরৌলির ঘটনা। পুলিশ জানিয়েছে, ৫৮ বছরের ওই ব্যক্তির সঙ্গে বেশ কয়েক দিন ধরেই পরিচয় ছিল ওই তরুণীর। তাঁর অভিযোগ, সম্প্রতি নানা ভাবেই তাঁকে উত্যক্ত করতে শুরু করেছিলেন ওই ব্যক্তি। বুধবার রাতে তাঁর বাড়িতে গিয়ে তাঁকে ছুরি মেরে হত্যা করেন অভিযুক্ত তরুণী। শনিবার গ্রেফতার হন তিনি। |
মেয়াদ বাড়তে পারে
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
দেশে পর্যটকদের সংখ্যা বাড়াতে ৪০টি দেশের পৌঁছনোর পরে ভিসা দেওয়ার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে ভারত। এই ৪০টি দেশের তালিকায় রয়েছে, ব্রিটেন, কানাডা, ব্রাজিল, অস্ট্রেলিয়া এবং আমেরিকার নামও। সোমবার এই নিয়ে যোজনা কমিশন ও কেন্দ্রীয় মন্ত্রিগোষ্ঠীর মধ্যে বৈঠক হবে। |
শাস্ত্রী পার্কে বিমান দুর্ঘটনা
|
|
ছবি: এএফপি |
তখন বেলা সওয়া এগারোটা। হঠাৎই গোঁ গোঁ আওয়াজ করতে করতে নেমে এল বিমানটা। দিল্লির শাস্ত্রী পার্কে রবিবার এমন ঘটনায় হতভম্ব হয়ে গিয়েছিলেন এলাকার বাসিন্দারা। দুই আসনের বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় এই জরুরি অবতরণ বলে ভারতীয় বিমান বাহিনীর তরফে জানানো হয়েছে। বিমানটিতে শুধু চালক ছিলেন। এই ঘটনায় কেউ আহত হননি। তবে এ ভাবে ঘন জনবসতিপূর্ণ এলাকায় বিমানের অবতরণে ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। |
কেরনে অভিযান চলছেই
|
জম্মু-কাশ্মীরের কেরন সেক্টরে জঙ্গি দমন অভিযান প্রায় শেষ হয়ে এসেছে বলে শনিবার দাবি করেছিল সেনাবাহিনী। কিন্তু, রবিবারও ওই সেক্টরের শালবাতো গ্রামে সংঘর্ষ চলছে। এই নিয়ে কেরন সেক্টরে সংঘর্ষ ১৩ দিনে পড়ল। নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী মনমোহন সিংহের সঙ্গে বৈঠকে নিয়ন্ত্রণরেখায় শান্তি বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। কিন্তু, বৈঠকের ঠিক আগেই জম্মু-কাশ্মীরে হামলা শুরু করে পাক মদতপুষ্ট জঙ্গিরা। গোয়েন্দাদের ধারণা, ভারত-পাক শান্তি প্রক্রিয়াকে বানচাল করতেই এই পদক্ষেপ করেছে বিভিন্ন জঙ্গি সংগঠন ও পাক সেনা। পাক সেনার বর্ডার অ্যাকশন টিমের সাহায্যে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে প্রায় ৩০-৪০ জন জঙ্গি কেরন সেক্টরের শালবাতো গ্রামে ঢুকে পড়ে বলে জানিয়েছে সেনা। জঙ্গি অনুপ্রবেশের কথা অবশ্য রবিবার অস্বীকার করেছে পাকিস্তান। |
|