উৎসব সবার! তাই উৎসবে সবাই মিলে আনন্দ করার পরম্পরা অটুট রাখার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে এই দিনগুলোয় অশান্তির মেঘ ঠেকিয়ে রাখতেও সতর্ক করেছেন তিনি। সম্প্রীতির পরিবেশ নষ্ট করার কোনও প্ররোচনার ফাঁদে পা না-দিয়ে সাবধান থাকতে বলেন মুখ্যমন্ত্রী।
রবিবার, দ্বিতীয়ার বিকেলে পুজো উদ্বোধনের ফাঁকে এ কথা বলেন তিনি। মমতার কথায়, “দুভার্গ্যজনক কোনও ঘটনা ঘটলে, সেটা নিয়ে অযথা খোঁচাখুঁচি করবেন না। বিষয়টা নিজেরাই দ্রুত মিটিয়ে ফেলুন, সমাধানের পথ খুঁজুন। সবাইকে বলছি, মিলেমিশে থাকা আমাদের ঐতিহ্য।” |
এ দিন বিকেলে পুজো উদ্বোধনের সময়ে হাসিখুশি মেজাজেই ছিলেন মমতা। প্রায় খেয়ালখুশিতে ঘুরে-ঘুরে ঠাকুর দেখার আমেজেই নিয়ে সন্ধ্যা পর্যন্ত মণ্ডপে মণ্ডপে ঘেরেন। কয়েকটি মণ্ডপে তিনি যে যাবেন, তা আগেই ঠিক ছিল। তার বাইরেও আরও কয়েকটি মণ্ডপে এ দিন মুখ্যমন্ত্রী হাজির হয়েছেন। এরই ফাঁকে পুজোর সময়ে শান্তি বজায় রাখতে আম-নাগরিকের কী করণীয় তা-ও স্মরণ করিয়ে দেন মুখ্যমন্ত্রী। কারা কখন অশান্তি বাধায় তা বুঝিয়ে মমতা বলেন, “যখন ভিড় হয়, পকেটমারেরা সুযোগে খোঁজে। ঠিক তেমনই উৎসবের দিনে কিছু দুষ্টু লোক গোলমাল বাধায়। তারা হিন্দুও নয়, মুসলিমও নয়! তাদের একটাই পরিচয়, তারা হল দুষ্টু লোক। পরিস্থিতির সুযোগ নিয়ে তারা পরিবেশ উত্তপ্ত করে, পরিবেশ নষ্ট হয়। ” |
|
|
হিন্দুস্থান পার্কে। |
ছোটাছুটির ফাঁকে তৃপ্তির এক ভাঁড় চা। |
|
কী ভাবে নানা খবর ছড়িয়ে শান্তি নষ্ট করা হয়, তা-ও বিশদে ব্যাখ্যা করেন মুখ্যমন্ত্রী। তখন কী করা উচিত তা বুঝিয়ে দিয়েছেন। মমতা বলেন “কেউ হয়তো খবর দিল, কোথায় একটা পুতুল ভেঙেছে। এ সবে একদম উত্তেজিত হবেন না। দরকার হলে আমি ব্যক্তিগত ভাবে টাকা দিয়ে দেব, নতুন কিনে নেবেন। কিন্তু এ সব নিয়ে অশান্তি বাধাবেন না। দেখবেন যেন, গোলমাল না-ছড়ায়।” তাঁর কথায়, “কিছু লোক চক্রান্ত করেই থাকে, পরিবেশ বিষিয়ে দিতে চায়। সাবধান থাকবেন। মনে রাখবেন, উৎসব সবার। সবাই মিলে আনন্দ করব। এটাই আমাদের ঐতিহ্য।”
এ দিন বিকেলে প্রথমে আদি বালিগঞ্জের পুজোয় গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তার পরে বোসপুকুর শীতলামন্দিরের মণ্ডপে পুজোর শান্তি অটুট রাখতে তাঁর বার্তা পৌঁছে দেন। বোসপুকুর তালবাগান, বাবুবাগান, হিন্দুস্থান পার্ক, শিবমন্দির, মুদিয়ালি ও ত্রিধারার মণ্ডপেও এ দিন পুজো উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। বৃষ্টিবিহীন, পরিষ্কার আবহাওয়ায় মমতা নিজেও ছিলেন উৎসবের মেজাজে। বৃষ্টি হচ্ছে না বলে স্বস্তি প্রকাশ করেন তিনি। |
ছবি: রাজীব বসু, সুদীপ্ত ভৌমিক এবং দেবাশিস ভট্টাচার্য। |