মেদিনীপুর ফিল্ম সোসাইটির সুবর্ণজয়ন্তী বর্ষ উদ্যাপন শুরু হতে চলেছে পুজোর পরেই। ২৬ অক্টোবর থেকে একগুচ্ছ কর্মসূচিও নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সেমিনার, চলচ্চিত্র উৎসব প্রভৃতি। সব মিলিয়ে তিনটি ভাগে চলচ্চিত্র উৎসব হবে। শুরুতে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। তারপর শিশু চলচ্চিত্র উৎসব এবং দুই বাংলা চলচ্চিত্র উৎসব। ইতিমধ্যে সুবর্ণজয়ন্তী বর্ষ উদ্যাপনের প্রস্তুতিও শুরু হয়েছে। মেদিনীপুর ফিল্ম সোসাইটির প্রকাশনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সিদ্ধার্থ সাঁতরা বলেন, “২৬ অক্টোবর থেকে সুবর্ণজয়ন্তী বর্ষ উদ্যাপন শুরু হবে। ওই দিন উদ্বোধনী অনুষ্ঠান রয়েছে। তারপর বছরভর নানা কর্মসূচি হবে।”
আজ থেকে ৫০ বছর আগে, ১৯৬৩ সালে মেদিনীপুর ফিল্ম সোসাইটি গড়ে ওঠে। সোসাইটির কর্মকর্তাদের দাবি, সেই সময় কলকাতার বাইরে মেদিনীপুরের মতো মফস্সল শহরে এমন সংস্থা ছিল না। ঠিক কবে সোসাইটি প্রতিষ্ঠিত হয়, তা এখনও অজানা। তবে জানা গিয়েছে, ওই বছরের অগস্টে তৎকালীন জেলাশাসক শিবপ্রসাদ সমাদ্দারের বাংলোতেই সোসাইটির উদ্যোগে প্রথম সিনেমা দেখানো হয়। তখন সোসাইটির নিজস্ব ভবন ছিল না। এখন অবশ্য নিজস্ব ভবন রয়েছে। পদাধিকার হিসেবে সোসাইটির সভাপতি হন জেলাশাসকই।
সংস্থার উদ্যোগে মাঝেমধ্যেই নানা কর্মসূচি হয়। চলতি বছরের গোড়ায় যেমন বাংলাদেশ চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়েছে। ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজ অফ ইন্ডিয়ান (পূর্বাঞ্চল)-এর সহযোগিতায় ওই উৎসবের আয়োজন করা হয়েছিল। যেখানে বাংলাদেশের বাছাই করা পাঁচটি চলচ্চিত্র দেখানো হয়। মেদিনীপুর ফিল্ম সোসাইটির উদ্যোগে প্রতি বছরই শহরে চলচ্চিত্র উৎসব হয়। তবে শুধুমাত্র বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে উৎসব এই প্রথম।
সোসাইটি সূত্রে খবর, সুবর্ণজয়ন্তী বর্ষ উদ্যাপন উপলক্ষে কিছু কর্মসূচি ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে। ২৬ অক্টোবর উদ্বোধনী অনুষ্ঠান হবে। অনুষ্ঠানে কয়েকজন অভিনেতা- অভিনেত্রী এবং চিত্র পরিচালককে হাজির করানোর চেষ্টা চলছে। ওই দিনই এক সেমিনার হবে। যেখানে ফিল্ম সোসাইটির মুভমেন্ট নিয়ে আলোচনা হওয়ার কথা। ২৭ থেকে ৩০ অক্টোবর, এই চারদিন ধরে চলবে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। যেখানে ইরান, তুরস্কর মতো দেশের সিনেমা দেখানো হবে। সিদ্ধার্থবাবুর কথায়, “বিদেশের কিছু ভাল ছবিই আমরা দেখানোর চেষ্টা করছি। যেগুলো প্রশংসিত।” আগামী বছরের গোড়ায় অনুষ্ঠিত হবে শিশু চলচ্চিত্র উৎসব। জুলাই মাসে অনুষ্ঠিত হবে এ পার বাংলা-ও পার বাংলা চলচ্চিত্র উৎসব। যেখানে দুই বাংলার কিছু ভাল সিনেমা দেখানো হবে। এই সময়ের মধ্যে সোসাইটিকে নিয়ে একটি তথ্যচিত্র তৈরি করারও কথা রয়েছে। |