ট্রেন থেকে নামার সময়ে টাকার ব্যাগ নিতে ভুলে গিয়েছিলেন আমোদপুরের চাল ব্যবসায়ী রাজেন্দ্রনাথ দত্ত। তাও এক বা দশ হাজার টাকা নয়। ১ লক্ষ ৮০০ টাকা। যখন মনে পড়ল তখন ট্রেন চলে গিয়েছে। শনিবার রাতে বৃষ্টির দিনে আমোদপুর স্টেশনে বসে ওই ব্যাগ ফিরে পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলেন তিনি। ঘণ্টা খানেকের মধ্যে রেল পুলিশের রামপুরহাট ফাঁড়ি ইনচার্জের সহায়তায় টাকা ভর্তি ব্যাগ ফিরে পান রাজেন্দ্রবাবু। তিনি বলেন, “আরও দু’টি ব্যাগ ছিল। বৃষ্টির মধ্যে তাড়াহুড়ো করে নামতে গিয়েই টাকার ব্যাগটাই নিতে ভুলে গিয়েছিলাম। ট্রেন ৫ মিনিট দাঁড়িয়ে থাকলেও মনে পড়েনি। যখন মনে পড়ল, তখন ট্রেনটি সাঁইথিয়া স্টেশন ছেড়ে রামপুরহাটের দিকে রওনা দিয়েছে। সাঁইথিয়া রেল পুলিশের সঙ্গে যোগাযোগ করে উঠতে পারেনি। এর পর রামপুরহাটে রেল পুলিশ ও বন্ধুদের সঙ্গে যোগাযোগ করি।” রেল পুলিশের রামপুরহাট ফাঁড়ি ইনচার্জ বিকাশ মুখোপাধ্যায় জানান, খবর পেয়েই সঙ্গে সঙ্গে তল্লাশি চালিয়ে ব্যাগটি উদ্ধার করে ওই ব্যবসায়ীর হাতে তুলে দেওয়া হয়েছে।
|
দুঃস্থদের উপহার
নিজস্ব সংবাদদাতা • দুবরাজপুর |
পঞ্চায়েত নির্বাচনে জেতার পর বিজয় মিছিল করে টাকা নষ্ট করেননি তৃণমূলের দুবরাজপুর বালিজুড়ি পঞ্চায়েতের মঙ্গলপুর বুথ কমিটির সদস্যরা। রবিবার বিকেলে একটি অনুষ্ঠানের মাধ্যমে তাঁরা ওই টাকায় এলাকার কিছু দুঃস্থ মানুষদের পুজোর উপহার দেন। বালিজুড়ি পঞ্চায়েতের প্রধান শিবঠাকুর মণ্ডল বলেন, “ভাল উদ্যোগ। যা করার ওঁরাই করেছেন। আমরা পাশে থেকেছি।” |