ক্ষুদ্র চা-চাষিদের কারখানা গড়তে সাহায্য দেবে পর্ষদ |
ক্ষুদ্র চা চাষিরা যাতে নিজেরাই চা প্রক্রিয়াকরণ করে বাজারে বিক্রি করতে পারেন সে জন্য উদ্যোগী হল চা পর্ষদ। শনিবার পর্ষদের বোর্ড মিটিংয়ে ক্ষুদ্র চা চাষিদের মাধ্যমে ক্ষুদ্র ও অতিক্ষুদ্র চা কারখানা গড়ার ক্ষেত্রে সম্মত হয়েছে চা পর্ষদ। এই কারখানা গড়তে গিয়ে চা প্রক্রিয়াকরণের যন্ত্র কেনার ক্ষেত্রে ক্ষুদ্র চা চাষিদের ৪০ শতাংশ ভর্তুকি দানেরও সিদ্ধান্ত হয়েছে বলে জানা গিয়েছে। চা চাষিদের কেন্দ্রীয় সংগঠন কনফেডারেশন অফ ইন্ডিয়ান স্মল টি গ্রোয়ার্স অ্যাসোসিয়েশন (সিস্টা)-র প্রেসিডেন্ট বিজয় চক্রবর্তী বলেন, “পর্ষদের এই রায়কে আমরা স্বাগত জানাই। সারা দেশের প্রায় দুই লক্ষাধিক চা চাষি এতে উপকৃত হবেন।” তিনি জানান, তাঁরা সংগঠনের তরফে চা পর্ষদকে নজরদারির অনুরোধ করেছেন যাতে কোনও বড় সংস্থা নয়, কেবল ক্ষুদ্র চা চাষিরাই বাজারের চাহিদা অনুযায়ী চা প্রস্তুত করে সরবরাহ করতে পারেন। চা পর্ষদের অধীন ক্ষুদ্র চা চাষি উন্নয়ন পর্ষদের মুখ্য উপদেষ্টা জি বোরাইয়া বলেন, “ক্ষুদ্র চা চাষিরা যাতে সঠিক দাম পান এবং নিজেদের উৎপাদন করা চা পাতা থেকে নিজেরাই বাজারের জন্য চা প্রস্তুত ও বিপণন করতে পারেন সে জন্যই এই উদ্যোগ।”
|
পুরসভার জলের পাইপ থেকে অবৈধ ভাবে সংযোগ নিয়ে কোচবিহারের একাংশ বাড়ি এবং হোটেলে জল নেওয়া হচ্ছে বলে অভিযোগ। পুজোর পরে ওই ‘জল চুরি’ রুখতে অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। এদিন শনিবার পুরসভার চেয়ারম্যান বীরেন কুণ্ডু বলেন, “শহরের বিভিন্ন ওয়ার্ডে পানীয় জল সরবরাহের মূল পাইপ লাইন কেটে অবৈধ ভাবে অন্তত পাঁচশোরও বেশি সংযোগ নেওয়া হয়েছে বলে অভিযোগ পেয়েছি। শহরে একাধিকবার প্রচার চালিয়েও কোনও লাভ হচ্ছে না। ফলে বিভিন্ন এলাকায় জলের চাপ কম হচ্ছে। পুজোর পর অবৈধ সংযোগ কাটতে অভিযান হবে।” পুরসভা সূত্রে জানা গিয়েছে, শহরের ২০ টি ওয়ার্ডে পানীয় জল সরবরাহের জন্য ২৩ টি পাম্প হাউস রয়েছে। ক্রমাগত জলের চাপ বেড়ে যাওয়ায় পাম্প হাউসগুলি বিকল হতে শুরু করেছে বলে পুরকর্তৃপক্ষ জানিয়েছে।
|
চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি নিগমে |
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বাড়ল। নিগম সূত্রে জানা গিয়েছে সংস্থায় চুক্তিভিত্তিক চালক এবং কন্ডাক্টর মিলিয়ে ২৬৪ জন কর্মী রয়েছেন। এতদিন চালকরা প্রতিমাসে ৫ হাজার টাকা এবং কন্ডাক্টরদের মাসে ৪ হাজার টাকা বেতন দেওয়া হত। সম্প্রতি সংস্থার পরিচালন বোর্ডের বৈঠকে ২ হাজার টাকা করে বেতন বাড়ানোর সিদ্ধান্ত হয়। শনিবার আনুষ্ঠানিকভাবে নিগমের রিক্রিয়েশন হলঘরে ওই কর্মীদের ১২ জনকে বর্ধিত বেতনের চেক তুলে দেন সংস্থার কর্তারা। নিগমের চেয়ারম্যান তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব বলেন, “আগের বোর্ড মিটিংয়েই ওই বিষয়ে প্রস্তাব নেওয়া হয়েছিল।”
|
এক বধূর ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের ডাঙ্গিপাড়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতার নাম মমতাদেবী শাহ (২৬)। এদিন সকালে সিলিগুড়ি থানার পুলিশ বধূর ঘর থেকে দেহ উদ্ধার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এরপর থেকেই পলাতক মৃতার স্বামী অমর শাহ সহ অন্যান্যরা। জানা গিয়েছে, মৃতার বাপের বাড়ি বিহারের পূর্ণিয়ায়। তাঁর বাড়িতে খবর পাঠানো হয়েছে। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে। মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাটি খুন না আত্মহত্যা তা পুলিশ দেখছে।
|
সারদা গোষ্ঠীতে আমানতকারী ১৮০২ জনকে শনিবার ক্ষতিপূরণের টাকা তুলে দিল দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন। এদিন বালুরঘাট হাইস্কুল, হাইস্কুল মাঠ এবং বালুরঘাট রবীন্দ্রভবন তিন জায়গায় শিবির করে ক্ষতিগ্রস্তদের হাতে চেক তুলে দেন স্থানীয় তৃণমূল বিধায়ক তথা মন্ত্রী শঙ্কর চক্রবর্তী, আইন পরিষদীয় সচিব বিপ্লব মিত্র এবং জেলাশাসক তাপস চৌধুরী। জেলাশাসক বলেন, “প্রথম দফায় সর্বোচ্চ ১০ হাজার টাকা লগ্নিকারী ক্ষতিগ্রস্তদের মধ্যে টাকা বিলি করা হয়েছে।”
|
তুষার চিতাবাঘ আসছে পাহাড়ে |
পোল্যান্ডের লর্ডস চিড়িয়াখানা থেকে দার্জিলিঙে আসছে একজোড়া তুষার চিতাবাঘ। উদার্জিলিঙের পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্কে নতুন অতিথির থাকার ব্যবস্থা করা হয়েছে। চিতা দুটির বয়স ১২ থেকে ১৮ এর মধ্যে বলে চিড়িয়াখানা সূত্রে জানানো হয়েছে। পদ্মজা নাইডু পার্কে তুষার চিতাবাঘের সংখ্যা দাঁড়াবে ১১। |