দু’বছর ধরে মুখ্যমন্ত্রী ফাইল আটকে রাখায় ৮টি যৌথ সংস্থার বিভিন্ন আবাসন প্রকল্প আটকে বলে অভিযোগ করলেন প্রাক্তন আবাসন মন্ত্রী গৌতম দেব। শনিবার আলিমুদ্দিনে তিনি বলেন, “হাতে জমি থাকা সত্ত্বেও এই প্রকল্পগুলি মুখ্যমন্ত্রী আটকে রাখায় রাজ্য সরকারের মোট রাজস্ব ক্ষতি হয়েছে প্রায় ৪৫৭ কোটি টাকা। ৮-১০ হাজার গবির-মধ্যবিত্ত পরিবার নিজস্ব ফ্ল্যাট থেকে বঞ্চিত হয়েছে।” প্রাক্তন মন্ত্রীর আরও অভিযোগ, প্রকল্পগুলি আটকে থাকায় যৌথ সংস্থাগুলি থেকে দেড় হাজার কর্মী কাজ হারিয়েছেন।
হাউজিং বোর্ডের সঙ্গে যৌথ মালিকানায় যে সব সংস্থার আবাসন প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আটকে রেখেছেন বলে গৌতমবাবু অভিযোগ তুলেছেন, তার মধ্যে রয়েছে চন্দন বসুর গ্রিন ফিল্ড সংস্থা। রয়েছে পিয়ারলেস, ডিসিএল অম্বুজা, শ্রাচীর মতো সংস্থাও। গৌতমবাবু বলেন, “তৃণমূলের প্রাক্তন আবাসনমন্ত্রী শ্যামাপদ মুখোপাধ্যায় বা বর্তমান মন্ত্রী অরূপ বিশ্বাসের কিছু করণীয় নেই।”
বাম আমলে আবাসন কেলেঙ্কারি নিয়ে গৌতমবাবুর বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ। তিনি জানান, হেনস্থা করতেই এই মামলা। কোর্টে এর জবাব দেবেন। কিন্তু জমি থাকা সত্ত্বেও কেন আবাসন প্রকল্পগুলিকে আটকে রাখা হয়েছে, তার জবাব মুখ্যমন্ত্রীকে দিতে হবে বলে। অরূপবাবু পুজোয় ব্যস্ত থাকায় তাঁর বক্তব্য জানা যায়নি।
তিনি আবাসনমন্ত্রী থাকাকালীন যৌথ মালিকানা ভিত্তিতে আবাসন প্রকল্প শুরু করেছিলেন জানিয়ে গৌতমবাবু বলেন, “এর জন্য হাউজিং বোর্ড লগ্নি করেছিল ৫ কোটি ৩৯ লক্ষ টাকা। ডিভিডেন্ট হিসেবে পেয়েছে ১৩ কোটি। আজ হাউজিং বোর্ড ২৫৭ কোটি টাকার সম্পত্তির মালিক।”
|
সারদার চেক বিলি
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
সারদা কাণ্ডে ক্ষতিগ্রস্তদের হাতে চেক তুলে দিচ্ছেন শিল্পমন্ত্রী
পার্থ চট্টোপাধ্যায়। শনিবার সুমন বল্লভের তোলা ছবি। |
মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোরে সারদার ক্ষতিগ্রস্ত এজেন্টদের চেক বিলি করার পরই জেলায় জেলায় শুরু হয়েছে চেক বিলি অনুষ্ঠান। শনিবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের নিউ ইণ্ডিয়া মাঠে সারদার ১০০০ জন এজেন্টকে সারদার চেক বিলি করা হয়। উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, বিধানসভার আহ্বায়ক বিমান বসু প্রমুখ। বাঁকুড়ার রবীন্দ্রভবনেও এ দিন ছিল চেক বিলি অনুষ্ঠান। জেলা সভাপতি অরূপ চক্রবর্তী, জেলাশাসক বিজয় ভারতীর উপস্থিতিতে ৯৫৫ জনের হাতে চেক তুলে দেওয়া হয়। সিউড়ির ডিআরডিসি হলেও মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিংহ, জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরীর উপস্থিতিতে চেক তুলে দেওয়া হয় ৫০০ জন এজেন্টের হাতে। |