দিল্লির ধর্না কর্মসূচি পিছোল তৃণমূল
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
কেন্দ্রের ‘আর্থিক বঞ্চনা’র বিরুদ্ধে দলীয় সাংসদদের পুজোয় আগেই দিল্লি গিয়ে ধর্নায় বসার কর্মসূচি আপাতত পিছিয়ে দিল তৃণমূল। শনিবার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায় জানান, দলের ওই কর্মসূচি আপাপতত পিছিয়ে দেওয়া হচ্ছে। এ দিন কৃষ্ণনগরে দলের এক কার্যালয় উদ্বোধন করে প্রাক্তন রেলমন্ত্রী জানান, পুজো নয়, দীপাবলির আগে দিল্লিতে ধর্নায় বসবেন সাংসদেরা। তিনি বলেন, “আসলে পুজোর সময়ে সাংসদদের জনসংযোগের ব্যস্ততা থাকে। তা ছাড়া দিল্লিতে যাদের কাছে ডেপুটেশন দেওয়া হবে তাঁরা এই সময় দিল্লিতেই থাকেন না। তাই সময়টা দীপাবলির আগে ভাবা হয়েছে।” এ দিন মুকুলবাবুর অভিযোগ, “বারবার বলা সত্ত্বেও দেশের অর্থ কমিশন কোনও রকম সাহায্য করছে না। রাজনৈতিক চক্রান্ত চলছে। কেন্দ্রের একের পর এক জনবিরোধী নীতি আর অন্য দিকে বিজেপি’র ক্রমান্বয়ে সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দেওয়া অব্যাহত। তাই আমরা একলা চলার সিদ্ধান্ত নিয়েছি। আর তাতে মানুষ আমাদের সমর্থন করছে।” ২২ নভেম্বর কৃষ্ণনগরে পুর-ভোট। তার আগে এ দিন, কংগ্রেস থেকে দু’জন আর সমাজবাদী পার্টির এক কাউন্সিলর তৃণমূলে যোগ দেন।
|
মাদক উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
মাদক ও আগ্নেয়াস্ত্র-সহ দুই যুবককে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার রাতে মুর্শিদাবাদের বড়ঞার কয়থা ও তারাপুর ব্রিজ লাগোয়া এলাকা থেকে ধরা হয়। শনিবার কান্দি আদালত ধৃতদের তিন দিন পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।
|
পুলিশ পরিচয়ে লুঠ
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
পুলিশ পরিচয় দিয়ে দু’টি বাড়িতে লুঠপাট চালালো দুষ্কৃতীরা। শুক্রবার নদিয়ার কৃষ্ণগঞ্জের মাজদিয়া মৃগিমারীপাড়ার ঘটনা। পুলিশের অনুমান দুষ্কৃতীরা দুই পরিবারের ঘনিষ্ঠ। |