টুকরো খবর
মিলখাকে ব্যাটন লুইসের
মিলখা সিংহের জীবন নিয়ে তৈরি ছবি ‘ভাগ মিলখা ভাগ’ দেখে রীতিমতো অভিভূত কিংবদন্তি কার্ল লুইস। এই ছবিতে মিলখা সিংহের জীবন-সংগ্রাম দেখার পর কার্ল লুইস তাঁকে কুর্নিশ করে একটি ব্যাটন পাঠিয়েছেন। সেই ব্যাটনে লেখা রয়েছে, “একাধিক অলিম্পকে সোনা জয়ী কার্ল লুইসের তরফ থেকে একটি উপহার কিংবদন্তি মিলখা সিংহকে।” আমেরিকার প্রাক্তন তারকা স্প্রিন্টারের কাছে থেকে এই সম্মান পেয়ে উচ্ছ্বসিত মিলখা সিংহ-ও। তিনি বলেন, “একজন ভারতীয় বন্ধুকে সঙ্গে নিয়ে আমেরিকায় বসে কার্ল লুইস আমাকে নিয়ে তৈরি সিনেমা দেখার পর ফোন করেছিলেন। তিনি হিন্দি বোঝেন না বলে সেই বন্ধুটি ইংরেজিতে অনুবাদ করে দিয়েছেন। লুইস ফোনে জানিয়েছেন, এক জন গ্রামের ছেলে খালি পায়ে অনুশীলন করে বিশ্ব রেকর্ড করেছেন, এই ছবি না দেখলে নাকি তিনি ভাবতে পারতেন না। লুইস স্যালুট করেছেন আমাকে।” আপ্লুত উড়ন্ত শিখ ব্যাটনটি সযত্নে সাজিয়ে রেখেছেন ড্রইং রুমে তাঁর অসংখ্য মেডেলগুলির সঙ্গে। উপহারটি পাঠিয়ে মিলখাকে মোবাইল ফোন করে লুইস বলেন, “স্যর, খালি পায়ে আপনাকে দৌড়াতে দেখে অবাক হয়ে গিয়েছি। আমরা সব রকম বৈজ্ঞানিক সাহায্য নিয়ে দৌড়ে যা করতে পেরেছি, তা আপনি খালি পায়ে দৌড়ে করেছেন। তাই আপনাকে সেলাম।”

মেসিদের চ্যালেঞ্জ রিবেরির
‘আমিও ব্যালন ডি’অর জেতার ক্ষমতা রাখি।” ফিফা বর্ষসেরা ফুটবলার হওয়ার দৌড়ে থাকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তালিকায় থাকা আর এক দাবিদার ফ্র্যাঙ্ক রিবেরি। বায়ার্ন মিউনিখের অন্যতম অস্ত্র রিবেরি ইউরোপীয় প্রচারমাধ্যমকে বলেন, “মেসি ও রোনাল্ডোর তুলনায় মাঠে আমি অনেক বেশি পরিশ্রম করি। কেন আমি বর্ষসেরা হতে পারব না?” শুধুমাত্র পরিশ্রমের কথা বলেই থেমে থাকেননি রিবেরি। সঙ্গে ফরাসি তারকা আরও যোগ করেন, “মেসি-রোনাল্ডোর থেকে আমি অনেক বেশি রক্ষণাত্মক। ওরা কোনও সময় রক্ষণে নামে না।” গত মরসুমে জুপ হেইনকেসের বায়ার্ন মিউনিখের ত্রিমুকুট জয়ের পিছনে অন্যতম অস্ত্র ছিলেন রিবেরি। এমনকী এই মরসুমেও গুয়ার্দিওলার অধীনেও নিজের অবিশ্বাস্য ফর্ম ধরে রেখেছেন। বলেন, “বর্ষসেরা ফুটবলার হওয়ার দৌড়ে আছি বলে জিততে চাই। নিজের উপর পুরো আত্মবিশ্বাস আছে। আমি এখন খুব ভাল ফর্মে আছি।” রিবেরি যে ভাল মতোই ফিফার বর্ষসেরা ফুটবলার হওয়ার দৌড়ে আছেন, তা এর আগে বোঝা গিয়েছিল মিশেল প্লাতিনির কথাতেও। উয়েফা প্রেসিডেন্ট প্লাতিনি বলেছিলেন, “অগস্টে রিবেরি ইউরোপসেরা হয়েছে। বিশ্বসেরা হওয়ার ক্ষেত্রেও ও অন্যতম ফেভারিট।”

ইউনাইটেডের চতুর্থ বিদেশি সিরিয়ার হাসান
আর্থিক টানাটানির মধ্যেও চতুর্থ বিদেশি আনছে ইউনাইটেড স্পোর্টস। দুই শুভানুধ্যায়ীর সাহায্যে আসছেন সিরিয়ার সেন্ট্রাল ডিফেন্ডার হাসান আল মুস্তাফা। রবিবার বেঙ্গালুরুতে দলের সঙ্গে যোগ দিচ্ছেন তিনি। শনিবার অনুশীলনে নাকের হাড়ে চিড় ধরল অনুপম সরকারের। তিনি অনিশ্চিত হয়ে পড়ায় জানবাজারের বরুণ ওঁরাও- কে লিয়েনে সই করিয়ে শনিবারই বেঙ্গালুরু পাঠিয়ে দেওয়া হয়েছে। এ দিকে লালকমলের গোড়ালির হাড়ে চিড় ধরেছে। প্লাস্টার করতে হবে। এক মাসের আগে ফেরার সম্ভাবনা নেই।

এভারেস্টজয়ীদের সংবর্ধনা

ছবি: দেবাশিস রায়
রাধানাথ শিকদারের জন্মের দ্বিশতবর্ষ উপলক্ষে এভারেস্টজয়ী প্রত্যেক বাঙালিকে সংবর্ধনা জানাল রাজ্য সরকার। শনিবার টাউন হলে প্রত্যেকের হাতে মানপত্র, মেডেল, ব্লেজার এবং এক লক্ষ টাকার চেক তুলে দেন রাজ্যের দুই মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ও অরূপ বিশ্বাস। এই অনুষ্ঠানের উদ্যোক্তা ছিল রাজ্য যুবকল্যাণ দফতরের অধীন ‘ওয়েস্ট বেঙ্গল মাউন্টেনিয়ারিং অ্যান্ড অ্যাডভেঞ্চার স্পোর্টস ফাউন্ডেশন’। পর্বতারোহীদের উৎসাহ বাড়াতে যুবকল্যাণ বিভাগের পক্ষ থেকে তিন কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানান অরূপবাবু। এ দিন সংবর্ধনা পেলেন বসন্ত সিংহরায়, দেবাশিস বিশ্বাস, রাজীব ভট্টাচার্য, দীপঙ্কর ঘোষ, দেবদাস নন্দী, ছন্দা গায়েন, উজ্জ্বল রায় এবং টুসি দাস। এ ছাড়া, ছন্দা গায়েনের নেতৃত্বে মনিরাং শৃঙ্গ অভিযানে অংশগ্রহণকারী আরও দশ মহিলা পর্বতারোহীকে সংবর্ধনা দেওয়া হয়।

পবর্তাভিযান
হিমাচল প্রদেশের হনুমান টিব্বা শৃঙ্গ অভিযান করে ফিরে এল হরিদেবপুরের হৈমবন্ত অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন। ঈশানজিৎ দত্তের নেতৃত্বে ১০ জনের একটি দল অভিযানে যোগ দেয়। শৃঙ্গে ওঠে সৌরভ বন্দ্যোপাধ্যায় ও শুভঙ্কর সাহা।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.