প্রশাসনের তালা খুলতে ‘মুক্তিপণ’ দেবেন না ওবামা
সংবাদ সংস্থা • ওয়াশিংটন |
পাঁচ দিন পেরিয়েও তালা খুলল না মার্কিন প্রশাসনের। এ জন্য ফের বিরোধী রিপাবলিকানদের দিকে আঙুল তুলে বিরক্ত প্রেসিডেন্ট বারাক ওবামা স্পষ্ট জানিয়েছেন, “স্বাস্থ্য পরিষেবা নিয়ে যে আইন তৈরি হয়ে গিয়েছে, তা পেছাতে বলে দেশের গণতন্ত্র ও অর্থনীতিকে পণবন্দী করে রেখেছে বিরোধীরা। বাজেট পাশ করানো তাদের কাজ। তাই তার জন্য কোনও মুক্তিপণ দেব না।” এ দিনও রিপাবলিকানদের কাছে বাজেট পাশ করানোর আবেদন করেন ওবামা। কিন্তু বরফ গলেনি। তবে সরকার ও বিরোধী পক্ষ অন্তত এ বিষয়ে একমত হয়েছে যে, বাজেট পাশ হলে বেতন পাবেন আপাতত বাধ্যতামূলক ছুটিতে যাওয়া কর্মীরা। এ দিকে, বিশ্বায়নের জমানায় এই মার্কিন সমস্যা ভারত-সহ বিশ্বের প্রায় সব দেশের আর্থিক ভাবে ঘুরে দাঁড়ানোর পথে বাধা তৈরি করবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। মার্কিন প্রশাসনের অচলাবস্থা ভবিষ্যতে আর্থিক সঙ্কট ডেকে আনতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ওবামাও।
|
বাজারে টুইটারের শেয়ার আসার মুখে প্রচারের আলোয় ভারতীয় বংশোদ্ভূত
সংবাদ সংস্থা • সানফ্রান্সিসকো |
প্রেম বৎসের পর এ বার সোহেল রিজভি। তথ্যপ্রযুক্তির বিশ্বে ফের উঠে এল এক ভারতীয় বংশোদ্ভূতের নাম। প্রেম বৎস শিরোনামে এসেছিলেন তাঁর সংস্থা ব্ল্যাকবেরি কেনার প্রস্তাব দেওয়ার পর। আর রিজভির নাম উঠে এল টুইটারের সূত্রে। ঠিক যখন প্রথম বার বাজারে শেয়ার ছাড়তে চলেছে তারা। কিছু দিনের মধ্যেই বাজারে শেয়ার ছাড়বে টুইটার। অনেকেই মনে করছেন, সেই সূত্রে বিপুল মুনাফা করবেন ৪৭ বছর বয়সী রিজভি। নিজের সংস্থা এবং তার লগ্নিকারীদের জন্য গত দু’বছর ধরে নিঃশব্দে টুইটারের ১৫ শতাংশেরও বেশি শেয়ার কিনেছেন তিনি। শুধু তাঁর সংস্থার হাতেই রয়েছে অন্তত ৫%। শেয়ার বাজারে এলে যা থেকে বিপুল মুনাফা হবে বলে অনেকের ধারণা। কিন্তু এটুকুই। আজকের নেট দুনিয়াতেও এর বেশি কিছু রিজভি সম্পর্কে জানা শক্ত। ছবি নেই। নামমাত্র তথ্য উইকিপিডিয়াতেও। কিন্তু প্রচারের আলো এখন এ হেন ‘মুখচোরা’ রিজভির উপরেই।
|
এনএসইএলে তছরুপে অভিযুক্ত জিজ্ঞেস শাহ-সহ তিন কর্তার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিস জারি করল নিয়ন্ত্রক এফএমসি। তছরুপের পরও কেন তাঁদের এমসিএক্স চালাতে দেওয়া হবে, জানতে চেয়েই নোটিস। |