মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক সোমনাথ দাসকে মারধর করার অভিযোগে এক রোগীর বাড়ির পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের অবশ্য শুক্রবার মুর্শিদাবাদ সিজেএম আদালতে হাজির করানো হলে বিচারক তাঁদের জামিনে মুক্তি দেন। বহরমপুর থানার আইসি মোহায়মেনুল হক বলেন, “চিকিৎসককে হেনস্থার অভিযোগে রোগীর পরিবারের ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে।” পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে মোটরবাইক দুর্ঘটনায় গুরুতর জখম গুধিয়া এলাকার বাসিন্দা সুনীল রায়কে মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সংশ্লিষ্ট চিকিৎসক এ কে বেরা বলেন, “রোগীর হাঁটুর হাড় ভেঙে গিয়েছিল। অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে ড্রেসিং করে পায়ে প্লাস্টার করা হয়। পরে রোগীকে ওয়ার্ডে দেওয়ার সময়ে রোগীর শারীরিক অবস্থা ভাল ছিল। চিকিৎসারও কোনও ত্রুটি হয়নি।” যদিও সুনীলবাবুর পরিজনদের অভিযোগ, রাত সাড়ে ১০টা নাগাদ রোগী অবস্থার অবনতি হওয়া সত্ত্বেও চিকিৎসককে পাওয়া যায়নি। এই সময়ে জরুরি বিভাগের দায়িত্বে ছিলেন জুনিয়র-ডাক্তার সোমনাথ দাস। তিনি সেই সময়ে খেতে গিয়েছিলেন। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার তথা সহ-অধ্যক্ষ মণিময় বন্দ্যোপাধ্যায় বলেন, “রোগীর পরিবারের লোকজনের দাবি মেনে ওয়ার্ড মাস্টার ওই জুনিয়র চিকিৎসককে ফোনে ডেকে পাঠান। খবর পেয়ে ওই চিকিৎসক দ্রুত হাসপাতালে পৌঁছান। তিনি মোটরবাইকে চড়ে হাসপাতালে পৌঁছাতেই রোগীর বাড়ির লোকজন তাঁর জামার কলার ধরে তাঁকে হেনস্থা করেন।”
|
দরিদ্র চাষিদের জন্য স্বাস্থ্যবিমা প্রকল্প চালু করতে চলেছে দুর্গাপুরের দ্য মিশন হাসপাতাল। শুক্রবার বর্ধমানের দুর্গাপুজো সমন্বয় কমিটি ও মিশন হাসপাতালের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত একটি স্বাস্থ্যপরীক্ষা শিবিরে এ কথা জানিয়েছেন হাসপাতালের চেয়ারম্যান সত্যজিৎ বসু। তিনি বলেন, “বর্ধমানে বহু চাষি ঠিক মতো স্বাস্থ্য পরিষেবা পান না। তাঁদের কথা ভেবেই পুজোর পরে আমরা এই স্বাস্থ্যবিমা প্রকল্প চালু করব। মহকুমা ও ব্লক স্তরে চাষিদের সঙ্গে বৈঠক করে তাঁদের প্রকল্পটির বিষয়ে বিশদে বুঝিয়ে বলা হবে। আশা করি, যথেষ্ট সংখ্যক চাষি আমাদের এই প্রকল্পে সামিল হবেন।” এ দিনের স্বাস্থ্যপরীক্ষা শিবিরে তিনশোরও বেশি মানুষের হার্টের নানা পরীক্ষা করা হয়। অসুস্থদের পরবর্তী কালে স্বল্পমূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়ার কথাও জানানো হয়। শিবিরে উপস্থিত ছিলেন বর্ধমানের জেলাশাসক সৌমিত্র মোহন, পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা ও দুর্গাপুজো সমন্বয় কমিটির সদস্যেরা। সত্যজিৎবাবু জানান, জেলা জুড়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা মানুষের কাছে পৌঁছে দিতে তাঁরা প্রচার চালাচ্ছেন। স্বল্পমূল্যে ও বিনামূল্যে ইতিমধ্যেই বহু মানুষের চিকিৎসা, জীবনদায়ী অস্ত্রোপচার করা হয়েছে। হাসপাতালের তরফে সরকারের বিভিন্ন চালু স্বাস্থ্যপ্রকল্পের আওতায় আরও বেশি সংখ্যক মানুষকে পরিষেবা দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে বলেও জানান তিনি।
|
স্বাস্থ্য দফতরের অনুমতি ছাড়াই জঙ্গলমহলের একটি গ্রামে টীকাকরণের কাজ করতে গিয়ে বাসিন্দাদের বাধার সম্মুখীন হলেন একটি স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরা। বলরামপুর থানার কানহা গ্রামে সম্প্রতি নিজেদের স্বেচ্ছাসেবী সংস্থার কর্মী বলে পরিচয় দিয়ে কিছু ব্যক্তি হেপাটাইটিস- বি-র টিকা দিতে গিয়েছিলেন। বাসিন্দাদের দাবি, তাঁরা নাম নথীভূক্ত করতে ১৫ টাকা ও টিকার জন্য আরও ৬০ টাকা চেয়েছিলেন। সন্দেহ হওয়ায় বাসিন্দারা পুলিশে খবর দেন। পুলিশ জানিয়েছে, ওই স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরা টিকা দেওয়ার ব্যাপারে স্বাস্থ্য দফতরের অনুমতির কাগজপত্র দেখাতে পারেননি। তাঁদের ফিরিয়ে দেওয়া হয়। পুরুলিয়ার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক মানবেন্দ্র ঘোষ বলেন, “ওই গ্রামে কোনও স্বেচ্ছাসেবী সংস্থাকে টীকাকরণের অনুমতি দেওয়া হয়েছে বলে আমার জানা নেই।” চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি।
|
বছর আটেকের এক রোগিণীর মৃত্যুর পরে ডেথ সার্টিফিকেট দেওয়া নিয়ে টালবাহানার অভিযোগ উঠেছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে। ডেঙ্গিতে মৃত্যু হওয়ায় মেডিকেল কলেজ কর্তৃপক্ষ শুক্রবার রাতে ডেথ সার্টিফিকেট দিতে চাননি বলে অভিযোগ। সার্টিফিকেট না নিয়ে চলে যান আত্মীয়রা। এলাকার কাউন্সিলর স্বপন চন্দ উদ্যোগী হয়ে তাঁদের সার্টিফিকেট দেয়ার ব্যবস্থা করান। মেডিকেল কলেজ সুপার সব্যসাচী দাস বলেন, “বিষয়টি জানতাম না। ফিরে এলে সার্টিফিকেটের ব্যবস্থা করে দেব।”
|
স্বাস্থ্য পরিষেবার উন্নতিতে হাসপাতালের পাশে দাঁড়াল শাসক দল। শুক্রবার সল্টলেক মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষকে একটি ইসিজি মেশিন দান করল সল্টলেক টাউন তৃণমূল কংগ্রেস। এ ছাড়াও রোগী এবং হাসপাতালের কর্মীদের মধ্যে পোশাক বিতরণ করা হল। এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বিধায়ক সব্যসাচী দত্ত, বিধাননগর পুরসভার চেয়ারপার্সন কৃষ্ণা চক্রবর্তী প্রমুখ। |