কলেজের স্থান নির্বাচন নিয়ে বির্তকের জেরে শুক্রবার ফের পথ অবরোধ হল শামুকতলায়। সিধো কানহো কলেজের স্থায়ী ভবন পুখুরিয়া এলাকাতেই নির্মাণ করার দাবিতে শুক্রবার ভোর সাড়ে ৬টা থেকে শামুকতলার পাইপ লাইন এলাকায় রাজ্য সড়ক অবরোধ শুরু করেন স্থানীয় বাসিন্দারা। এদিন দুপুর সাড়ে ১২টা নাগাদ অবরোধ চলে। এদিন নিয়ে গত ১০ দিনে কলেজের দাবিতে তিনবার অবরোধ হল শামুকতলায়। গত সপ্তাহে পরপর দু’দিন পুখুরিয়া এলাকায় কলেজ নির্মাণের প্রতিবাদে অবরোধ হয়েছিল শামুকতলায়। বাসিন্দা এবং ব্যবসায়ীদের অভিযোগ, কলেজের স্থান নির্বাচন নিয়ে বির্তকের জেরে গত দু’মাস ধরে অবরোধ-বিক্ষোভ চললেও, পুলিশ বা প্রশাসনের তরফে সমস্যা নিরসনের কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এদিন সাপ্তাহিক হাটের দিন আচমকা অবরোধের ফলে আলিপুরদুয়ার সহ বিভিন্ন এলাকার কাপড়, জুতো সহ অনান্য ব্যবসায়ী হাটে পৌঁছোতে পারেননি বলে অভিযোগ। পুজোর আগে এদিনই ছিল হাটের শেষ দিন। ব্যবসায়ীদের মতো দুর্ভোগে পড়তে হয় ক্রেতাদেরও। এদিন প্রায় ছয় ঘণ্টা ধরে অবরোধ চললেও প্রথমে পুলিশ বা প্রশাসন কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ। দুপুর ১২টা নাগাদ আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের বিডিও সজল তামাং ৭ অক্টোবর কলেজের স্থান নির্বাচন বির্তককে কেন্দ্র করে প্রশাসনিক বৈঠকে উপস্থিত থাকার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। যদিও অবরোধ উঠলেও ব্যবসায়ীরা হাটে না গিয়ে বাড়ি ফিরে যান বলে জানা গিয়েছে। জেলা পুলিশ সুপার অমিত জাভালগি বলেন, “অবরোধ শুরুর পরেই পুলিশ পৌঁছোয়। পরে অবরোধ হলে কড়া ব্যবস্থা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।”
|
ঝুড়ি আর বাটিতে অষ্টমীর মহাভোগ |
বাঁশের ঝুড়ির সংখ্যা ৬ হাজার। ২০ হাজারেরও বেশি শালপাতার বাটি। আলিপুরদুয়ারের দুর্গাবাড়ির পুজো উদ্যোক্তারা প্রসাদ বিলির প্রস্তুতিতে ব্যস্ত। আলিপুরদুয়ারের পুরানো এই পুজো প্রধানত প্রথা এবং নিষ্ঠার জন্য পরিচিত। দুর্গাবাড়ি এলাকার প্রতিষ্ঠিত ব্যবসায়ীরা ১১৭ বছর আগে পুজো শুরু করেন। অষ্টমীর দিন দুর্গাবাড়ির চাতালে অঞ্জলির ভিড় উপচে পড়ে। একই ভাবে ভোগের খিচুড়ি সংগ্রহের জন্যও লম্বা লাইন পড়ে। বাসিন্দাদের ভিড়ে পুজোর চারদিন মেলার চেহারা নেয় পুজো মণ্ডপ। উদ্যোক্তা প্রাণতোষ সাহা বলেন, “সাবেক প্রতিমা, নিষ্ঠার সঙ্গে পুজো দেখতে বাসিন্দাদের ভিড় উপচে পড়ে। সপ্তমী, অষ্টমী এবং নবমী সন্ধ্যা আরতির পর শালপাতার বাটিতে সকলকে প্রসাদ বিতরণ হবে। তা ছাড়া অষ্টমীর ভোগের জন্য বেশ কয়েক দিন আগে থেকেই কুপন সংগ্রহ করা হয়।” মূল্যবৃদ্ধির জেরে এ বারে কুপনের মূল্যও কিছুটা বাড়ানো হয়েছে। ৪০, ৬০, ১০০ টাকার কুপনে ভোগ বিলি করা হবে। এ বছরে ১২ কুইন্টাল চাল, সাড়ে ৩ কুইন্টাল ডালের খিচুড়ি ভোগ রান্না করা হবে বলে জানা গিয়েছে। সপ্তমী দুপর থেকে অষ্টমী ভোগের প্রস্তুতি শুরু হয়ে যাবে। খিচুড়ির সঙ্গে লুচি পায়েস, নানা ফল প্রসাদও থাকবে। পাশাপাশি পুজোর প্রতি দিন সন্ধ্যায় মণ্ডপে আসা সকলকেই শালপাতার বাটিতে প্রসাদ বিলির ব্যবস্থা থাকবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন।
|
মোর্চা থেকে তৃণমূলে যোগ দিলেন ৩৫০ কর্মী |
গোর্খা জনমুক্তি মোর্চাকে রাজনৈতিক ভাবে মোকাবিলা করতে দার্জিলিঙে দলের সংগঠন জোরদার করতে উদ্যোগী হয়েছেন পাহাড়ের তৃণমূল নেতারা। শুক্রবার গরুবাথানে সোমবারি বাজার এলাকার ৮০টি মোর্চা সমর্থক পরিবার-সহ প্রায় ৩৫০ জন তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। গরুবাথানের ডারাগাঁও এলাকায় দলবদল নিয়ে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দার্জিলিঙ পার্বত্য তৃণমূল কমিটির সহ-সভাপতি খুশনারায়ণ সুব্বা। দলবদলের পরেই সদ্য তৃণমূলে আসা কর্মীরা শহরের মূল সড়কের চারদিকে দলের পতাকা টাঙিয়ে দেন। তবে মোর্চার গরুবাথান ব্লক সম্পাদক পদম খাওয়াস দাবি করেছেন, এ দিন যাঁরা তৃণমূলে যোগ দিয়েছেন, তাঁরা কেউই মোর্চার সঙ্গে যুক্ত নন। উল্টো দিকে তৃণমূলের দাবি, সোমবারি বাজারের বেশ কয়েকজন মোর্চা নেতাও এ দিন দলবদল করেছেন। তাঁদের মধ্যে রাজু মোক্তান, চাঙমা তামাঙ্গ, রাজেশ দর্জি, বিশাল রাই উল্লেখযোগ্য। তাঁরা প্রত্যেকেই মোর্চার স্থানীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন। রাজু মোক্তান বলেন, “মোর্চা জিটিএ পেয়েও উন্নয়নের কাজ করতে পারছে না। তাই সকলে মিলে তৃণমূলে যোগ দিলাম।” স্থানীয় মহিলা মনোমায়া রাই সন্ধ্যা রাই, আশা রাইরা জানান, মোর্চার কাজকর্মে তাঁরা আশাহত। এলাকার উন্নয়নের স্বার্থে তাঁরা তৃণমূলে যোগ দিয়েছেন বলে জানান।
|
তিস্তায় গাড়ি পড়ে মৃত ১ |
পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি তিস্তায় পড়ে যাওয়ায় এক যাত্রীর মৃত্যু হয়েছে। গাড়িটিতে চালক সহ ১১ জন ছিলেন। তাঁদের মধ্যে চার জন নিখোঁজ। শুক্রবার বেলা ১১টা নাগাদ কালিম্পং থানার গেলখোলায় ৩১ (এ) জাতীয় সড়কে ওই দুর্ঘটনায় জখম হয়েছেন বাকি ছ’জন। চার জনকে প্রাথমিক চিকিৎসার পরে রাম্ভি হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। দু’জনকে শিলিগুড়িতে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করানো হয়েছে। কালিম্পং থানার পুলিশ, র্যাফটিং ক্লাবের সদস্য ও স্থানীয় বাসিন্দারা মিলে গাড়িটি নদী থেকে তুলেছেন। প্রাথমিক তদন্তে পুলিশের সন্দেহ, সিকিম থেকে শিলিগুড়ি যাওয়ার পথে গাড়িটি ‘ওভারটেক’ করতে গিয়ে উল্টো দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি পড়ে যায়। সংঘর্ষ এড়াতে গিয়ে গাড়িটি সোজা নদীতে গিয়ে পড়ে। দার্জিলিঙের পুলিশ সুপার কুণাল অগ্রবাল জানান, তদন্ত শুরু হয়েছে। মৃতের নাম রামকৃষ্ণ রাই। বাড়ি সিকিমে। বাকিরাও বেশিরভাগই সিকিমের বাসিন্দা। |