টুকরো খবর
দুর্ঘটনার জেরে যানজট, দুর্ভোগ জাতীয় সড়কে
একের পর এক দুঘর্টনায় জাতীয় সড়কে তীব্র যানজটে দুর্ভোগে পড়তে হল সাধারণ মানুষকে। মালবোঝাই ট্রাক ও দু’টি মোটরবাইক উল্টে যাওয়ায় শুক্রবার বেলা ১২টা নাগাদ খড়্গপুরের মাদপুরে কলকাতা-মুম্বই ৬ নম্বর জাতীয় সড়কে ক্ষুব্ধ মানুষেরা পথ অবরোধ করে। ফলে যানজট হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে খড়্গপুরগামী একটি প্লাস্টিক বোঝাই ট্রাক রাস্তার ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়। তখন জাতীয় সড়কের কলকাতাগামী লেন দিয়ে গাড়ি চলাচল করছিল। ওই লেনেও শুক্রবার বেলা ১১টা নাগাদ একটি ট্যাঙ্কার থেকে পড়ে যাওয়া মোবিলে পরপর দু’টি মোটরবাইক পিছলে গেলে দু’জন জখম হন। তাঁদের একজন বসন্তপুরের নার্সিংহোমে ভর্তি। মেদিনীপুরে যাওয়ার পথে বেশ কিছুক্ষণ যানজটে আটকে পড়ে মন্ত্রী জলসম্পদ উন্নয়ন মন্ত্রী সৌমেন মহাপাত্রের কনভয়ও সৌমেনবাবু বলেন, “জাতীয় সড়কে দুর্ঘটনার জন্য সাধারণ মানুষের ক্ষোভে প্রায় আধ ঘণ্টা আমার গাড়ি যানজটে আটকে ছিল।” খড়্গপুর লোকাল থানার পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করে। এ দিন দুপুরে উল্টে যাওয়া ট্রাকটিকেও সরানো হয়েছে।

রশ্মির কারখানায় ফের দুর্ঘটনা, জখম শ্রমিক
ফের দুর্ঘটনা রশ্মি মেটালিক্সে। শুক্রবার খড়্গপুরের সাদাতপুরে রশ্মির প্রথম কারখানায় স্ল্যাগ চেম্বারে’র গরম জলে পড়ে জখম হয়েছেন এক ঠিকাশ্রমিক। বুধবারই মথুরাকিসমত এলাকায় রশ্মি গোষ্ঠীর দ্বিতীয় কারখানায় ‘স্টোরেজ বাঙ্কার’ ভেঙে এক ডাম্পার চালকের মৃত্যু হয়েছিল। এর আগেও রশ্মির পিগ আয়রনের প্রথম প্রকল্পে বিভিন্ন সময়ে ৭ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ দিন ফের দুর্ঘটনা ঘটল রশ্মির প্রথম প্রকল্পেই। পিগ আয়রনের ‘ব্লাস্ট ফার্নেস’ থেকে বেরিয়ে যাওয়া গরম জল জমা হয় ‘স্ল্যাগ চেম্বারে’। এ দিন হলদিয়া থেকে আসা এক ঠিকাশ্রমিক কাজ করার সময় পা পিছলে গরম জলে পড়ে যান। তাঁর পা পুড়ে যায়। তাঁকে মেদিনীপুর মেডিক্যালে নিয়ে গিয়ে চিকিৎসার করানো হয়। রশ্মির প্রথম প্রকল্পের প্রধান সুরেন্দ্রনাথ ঝাঁ বলেন, “এলাকাটি ঘেরা থাকে। বাইরে থেকে নির্মাণকাজে আসা ওই ঠিকা সংস্থার শ্রমিক অসাবধানে পড়ে গিয়েছেন। ক্ষতিপূরণের বিষয়টি ঠিকদারই ভাববেন।”

উৎসব নির্বিঘ্ন করতে বৈঠক
পুজো এবং ঈদ নির্বিঘ্নে করতে বৈঠক করল পুলিশ-প্রশাসন। শুক্রবার দুপুরে জেলা কালেক্টরেটের সভাঘরে এই বৈঠকে পুজোর উদ্যোক্তারা ছিলেন। ছিলেন জেলাশাসক গুলাম আলি আনসারি, জেলা পুলিশ সুপার ভারতী ঘোষ। রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের নিয়েও বৈঠক হয়। সকলের কাছেই উৎসবের দিনগুলোতে শান্তিশৃঙ্খলা বজায় রাখার আবেদন জানানো হয়। জেলার বিভিন্ন প্রান্তের উদ্যোক্তারা এসেছিন। কিন্তু, সভাঘরে একসঙ্গে সকলকে বসতে দেওয়ার পরিস্থিতি ছিল না। অনেকে বাইরে দাঁড়িয়ে ছিলেন। তাঁরা ক্ষুব্ধ হয়ে বৈঠকে থাকেননি।

বিভিন্ন প্রতিযোগিতা
শিশু সংগঠন ‘বঙ্কিম স্মৃতি সব পেয়েছির আসর’ সাংস্কৃতিক প্রতিযোগিতা করল শুক্রবার। মেদিনীপুর বিদ্যাসাগর বিদ্যাপীঠ (বালক) স্কুল ক্যাম্পাসে অঙ্কন, সঙ্গীত, নৃত্য-সহ বিভিন্ন বিভাগে প্রায় ৬০০ জন ছাত্রছাত্রী যোগ দেয়। এই প্রতিযোগিতার এ বার ৩৩ তম বর্ষ।

পাম্পে চুরি
শহরের বটতলা চকের পেট্রোল পাম্প থেকে ১৩ ব্যারেল মোবিল নিয়ে পালাল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে। প্রতিটি ব্যারেলে ২১০ লিটার করে মোবিল ছিল। সব মিলিয়ে ১৫ ব্যারেল মোবিল ছিল পাম্পে।

দুঃস্থদের বস্ত্রদান
ভারত সেবাশ্রম সঙ্ঘের মেদিনীপুর শাখা দুঃস্থদের বস্ত্র বিতরণ করল শুক্রবার। অনুষ্ঠানে ছিলেন বিধায়ক মৃগেন মাইতি, সঙ্ঘের অধ্যক্ষ স্বামী মিলনানন্দ প্রমুখ।

উদ্বোধন
মির্জাবাজার সুভাষ সঙ্ঘ ব্যায়ামাগারের নবনির্মিত ভবন ও আধুনিক ব্যায়ামাগার উদ্বোধন হল শুক্রবার। উদ্বোধন করেন বিধায়ক মৃগেন মাইতি। তাঁর উদ্যোগে ও রাজ্য সরকারের আর্থিক সহায়তায় এটি নির্মিত।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.