বেআইনি বাজি তৈরিতে ধৃত
নিজস্ব সংবাদদাতা • কালনা |
অবৈধভাবে বাজি তৈরি করার অভিযোগে বাজি ও বাজির উপকরণ-সহ এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম তাপস দাম বলে পুলিশ জানিয়েছে। ধৃতের বাড়ি স্থানীয় বাঘনাপাড়া পঞ্চায়েতের সিংরাইল গ্রামে। ধৃতকে শনিবার কালনা মহকুমা আদালতে তোলা হবে। প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন বেলা বারোটা নাগাদ কালনার মহকুমা শাসক শশাঙ্ক শেঠি, এসডিপিও ইন্দ্রজিৎ সরকার, কালনা থানার ওসি অমিত কুমার মিত্র-সহ প্রশাসনের একটি দল অবৈধ বাজি কারখানার খোঁজে অভিযান চালায়। শুধু বামনাপাড়া পঞ্চায়েতেই নয়, সুলতানপুর পঞ্চায়েতের নানা জায়গাতেও হানা দেয় প্রশাসনের দলটি। সম্প্রতি, কালনা-২ ব্লকের আলুখাল গ্রামের বামুমপাড়ার একটি বাড়িতে অবৈধ বাজি কারখানায় আগুন লেগে মৃত্যু হয় এক দম্পতি-সহ তিনজনের। এরপরেই অবৈধ বাজি কারখানা বন্ধে উদ্যোগী হয় প্রশাসন। শুক্রবার পর্যন্ত অবৈধ বাজি তৈরির অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
|
আসছে দু’টি তুষার চিতাবাঘ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
পোল্যান্ডের ওয়ারশ থেকে দু’টি মাদি তুষার চিতাবাঘ আজ, শনিবার এমিরেটসের বিমানে কলকাতা বিমানবন্দরে পৌঁছবে। সেখান থেকে সড়কপথে তাদের দার্জিলিঙের পদ্মজা নায়ডু চিড়িয়াখানায় নিয়ে যাওয়া হবে। ওই চিড়িয়াখানার সাইটে বলা হয়েছে, ১৯৮৩ সালে দার্জিলিঙে প্রজনন প্রকল্পের সূচনা হয়। চোরাশিকারের ফলে সারা বিশ্বেই এই প্রাণীটি বিপন্ন হয়ে পড়েছে। তাই বিভিন্ন চিড়িয়াখানায় তাদের বংশবৃদ্ধির চেষ্টা চলছে।
|
গাছ বোমা উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • বিষ্ণুপুর |
নিষিদ্ধ শব্দবাজি মজুত করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। উদ্ধার করা হয় ১৫০টি গাছ বোমা। বৃহস্পতিবার রাতে বিষ্ণুপুরের ষষ্ঠীবটতলা এলাকায় বাজিগুলি উদ্ধার হয়। ধরা পড়েন কালোসোনা পাল। তাঁর জামিন মঞ্জুর করে আদালত।
|
বিশ্ব প্রাণী দিবস পালিত হল শিলিগুড়িতে। শুক্রবার মাটিগাড়ার বিজ্ঞান কেন্দ্রে তা পালন করল উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্র এবং একটি পশুপ্রেমী সংস্থা। ছিলেন দার্জিলিঙের অতিরিক্ত জেলাশাসক গোপাল লামা, মহকুমাশাসক দীপপ্রিয়া, রাজ্য পর্যটন বিভাগের যুগ্ম নির্দেশক সুনীল অগ্রবাল, পুলিশ কমিশনার কে জয়রামন প্রমুখ। |