পুজো মণ্ডপের মধ্যে এক মাছ ব্যবসায়ীকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার রাতে মানকুণ্ডুর নতুনপাড়া এলাকার ঘটনা। নিহতের নাম বিশ্বনাথ সাহা (৪৫) ওরফে বিশু। বাড়ি কানাইলাল পল্লিতে। খুনের অভিযোগে শুক্রবার সন্ধ্যায় মহাডাঙা কলোনির বাসিন্দা বিপ্লব দেবনাথ ওরফে সন্টু নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে অসামাজিক কাজকর্মের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সুপার সুনীল চৌধুরী বলেন, “ব্যবসায়িক কারণে পুরনো শত্রুতার জেরেই এই খুন বলে মনে হচ্ছে। মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় জড়িত বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।”
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ব্যবসা সংক্রান্ত কাজে এ দিন রাত সাড়ে ১০টা নাগাদ বিশ্বনাথবাবু নিজোর মোটরবাইক চালিয়ে নতুনপাড়ায় এসেছিলেন। তাঁর মোবাইলের সূত্র ধরে পুলিশ জানতে পেরেছে, সেই সময়ে বিপ্লব তাঁকে ফোন করে। রাত ১১টা নাগাদ বিশ্বনাথবাবু নতুনপাড়ার একটি পূজো মণ্ডপে গিয়ে অপেক্ষা করছিলেন। সেই সময়ে একটি মোটরবাইকে তিন দুষ্কৃতী সেখানে আসে। পিছন থেকে বিশ্বনাথবাবুকে পর পর দু’টি গুলি করা হয়। ঘটনাস্থলেই বিশ্বনাথবাবুর মৃত্যু হয়। পরে এসডিপিও (চন্দননগর) সৈকত ঘোষ এবং ওসি কিশোর সিংহ চৌধুরীর নেতৃত্বে বিরাট পুলিশবাহিনী গিয়ে দেহ উদ্ধার করে। উদ্ধার করা হয় বিশ্বনাথবাবুর মোটরবাইকটিও। বিশ্বনাথবাবুর স্ত্রী শুভ্রাদেবী পুলিশের কাছে বিপ্লবের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন। পুলিশকে তিনি জানান, বিপ্লবের সঙ্গে তাঁর স্বামীর বেশ কিছু দিন ধরেই আর্থিক কারণে গোলমাল চলছিল। |