টুকরো খবর
গাড়ি চলাচলে হবে নতুন সেতু
এলাকায় বেলেঘাটা খালের উপর একটি সেতু তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের সেচ দফতর। শুক্রবার নারকেলডাঙা এলাকায় ওই সেতুর শিলান্যাস করেন সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। সেচ দফতর সূত্রের খবর, প্রায় ১৬ ফুট চওড়া ও ৪০ মিটার লম্বা ওই সেতু তৈরিতে খরচ ধরা হয়েছে পৌনে ২ কোটি টাকা। পুজোর পরেই সেতু তৈরির কাজ শুরু হবে। আগামী বছরের মে মাসে তা ব্যবহারের জন্য খুলে দেওয়া হবে। ওই সেতু চালু হলে রাজাবাজার, নারকেলডাঙা, ছাগলপট্টি, মানিকতলার বাসিন্দারা উপকৃত হবেন। পথচারীদের পাশাপাশি ছোট গাড়িও যাতায়াত করতে পারবে ওই সেতু দিয়ে। বেলেঘাটা খাল সংস্কার ও সৌন্দর্যায়নের পাশাপাশি মানুষের যাতায়াতের সুবিধার কথা ভেবেই এই সেতু তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান দফতরের আধিকারিকেরা। সেচমন্ত্রী বলেন, “ধীরে ধীরে বিভিন্ন জায়গাতেই কংক্রিটের সেতু তৈরি করা হবে। ইতিমধ্যেই রাজ্যে ২১টি সেতু তৈরি করেছে সেচ দফতর। আরও ৫৬টির কাজ শুরু হয়েছে।”

দু’টি ছিনতাই, গ্রেফতার ১
এক মহিলার হার ছিনতাই করে পালাল তিন দুষ্কৃতী। বৃহস্পতিবার, সল্টলেকের এটিআই মোড়ের কাছ থেকে। পুলিশ জানায়, ডিএল ব্লকের বাসিন্দা ওই মহিলা করুণাময়ী যাওয়ার অটোতে ওঠার সময়ে তিন দুষ্কৃতী মোটরবাইকে এসে তাঁর হার ছিনিয়ে পালায়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। এ দিকে, ছিনতাই করে ভিড়ের মধ্যে লুকিয়েও রেহাই পেল না এক ছিনতাইবাজ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোরে উত্তর বন্দর থানা এলাকার জগন্নাথ ঘাট ফুলবাজারের সামনে। ধৃত উত্তম মণ্ডলের বাড়ি উত্তর ২৪ পরগনায়। ছিনতাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই টহলদারি পুলিশের হাতে বমাল ধরা পড়ে সে। পুলিশ জানায়, হাওড়ার বাসিন্দা অনিল শুক্ল একটি ব্যাগে অফিসের এক লক্ষ টাকা নিয়ে বড়বাজার থেকে বাড়ি ফিরছিলেন। ফুলবাজারের সামনে উত্তম আচমকা তাঁর ব্যাগ ছিনিয়ে ভিড়ে মিশে যায়। টহলরত পুলিশকে ছিনতাইয়ের কথা জানান অনিল। পরে তল্লাশি চালিয়ে উত্তমকে ধরে পুলিশ।

আজ ও কাল বাড়তি মেট্রো
সেপ্টেম্বরের শেষ সপ্তাহে মেট্রোর ভিড় তাক লাগিয়ে দিয়েছিল কর্তাদের। শেষ রবিবার সেটাও ছাপিয়ে মেট্রোর যাত্রী-সংখ্যা ছিল সাড়ে সাত লক্ষের বেশি। সেই জন্য আজ, শনিবার এবং কাল, রবিবার মেট্রোয় ট্রেনের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন মেট্রো-কর্তারা। অন্যান্য কাজের দিনের মতোই আজ ২৭০ ট্রেন চালানো হবে। আর রবিবার বেলা ২টোর বদলে ১২টা থেকেই চালানো হবে মেট্রো। চলবে রাত ৯টা ৪৫ মিনিট পর্যন্ত। এ ছাড়া সপ্তমী, অষ্টমী ও নবমীতে সারা রাত ট্রেন মিলবে মেট্রোয়। ওই তিন দিন মেট্রো চলবে বেলা ২টো থেকে ভোর ৪টে পর্যন্ত। পুজোর আগেই যদি এত ভিড় হয়, পুজোয় কী হবে, সেটাই ভাবিয়ে তুলেছে মেট্রো-কর্তাদের। কলকাতা পুলিশের সঙ্গেও ইতিমধ্যে এ নিয়ে কয়েক বার বৈঠকও করেছেন তাঁরা।

পুজো অনুদান
মুখ্যমন্ত্রীর নির্দেশে ছোট পুজো ও মহিলা পরিচালিত পুজো সংগঠকদের আর্থিক সাহায্য দেওয়া শুরু করল রাজ্য ও কলকাতা পুলিশ। শুক্রবার পুলিশ কমিশনার সুরজিত্‌ করপুরকায়স্থ ওই চেক তুলে দেন কলকাতার কিছু পুজো উদ্যোক্তার হাতে। সিপি জানান, কলকাতা পুলিশের তরফে ১০টি ছোট পুজো আর্থিক সাহায্য পাচ্ছে। শহরে আরও ২০টি মহিলা পরিচালিত পুজোকে বাছা হয়েছে। যুবকল্যাণ দফতরের তরফে অনুদান পাচ্ছে তারা। প্রত্যেকেই ৫০০০ টাকা করে পাচ্ছে।

অস্ত্র-সহ ধৃত
বেআইনি অস্ত্র-সহ গ্রেফতার হল এক ব্যক্তি। বৃহস্পতিবার, টালিগঞ্জ থানা এলাকা থেকে। ধৃত সুকুমার নন্দী (৫০) স্থানীয় বাসিন্দা। পুলিশ জানিয়েছে, তাঁর কাছ থেকে একটি কার্তুজ ভরা ওয়ান শটার মিলেছে। অভিযুক্তকে এ দিন আদালতে তোলা হয়।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.