সংযুক্ত টেলিকম লাইসেন্স পেল সিস্টেমা শ্যাম টেলি সার্ভিসেস
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
যে কোনও ধরনের মোবাইল পরিষেবা দেওয়ার জন্য সংযুক্ত (ইউনিফায়েড) টেলিকম লাইসেন্স পেল সিস্টেমা শ্যাম টেলি সার্ভিসেস। এমটিএস ব্র্যান্ডের মাধ্যমে সংস্থাটি এ দেশে পরিষেবা দেয়। এই লাইসেন্স মেলায় তাদের মোবাইলে ইন্টারনেট পরিষেবা আরও জোরদার হবে বলে দাবি সংস্থার।
আগে প্রতিটি পরিষেবার জন্য আলাদা লাইসেন্স লাগত। কিন্তু সম্প্রতি সংযুক্ত পরিষেবার ছাড়পত্র দিতে সিদ্ধান্ত নেয় কেন্দ্র। সিস্টেমা শ্যাম টেলি-র দাবি, তারাই প্রথম এই লাইসেন্স পেল। সময়সীমা ২০ বছর।
সংস্থা জানিয়েছে, এই লাইসেন্স পাওয়ায় ‘রেভবি-ফেজ-২’ প্রযুক্তির পরিষেবা দেওয়া যাবে। তবে তার জন্য চাই নতুন স্পেকট্রাম। সিস্টেমা শ্যাম টেলির সিইও জিমিত্রি সুকভ জানান, গত মার্চের নিলামে যে স্পেকট্রাম জিতেছিলেন, তা বরাদ্দ হওয়ার দিকেই তাকিয়ে সংস্থা। নয়া প্রযুক্তিতে মোবাইলে নেটের সর্বোচ্চ গতি হবে ৯.৮ এমবিপিএস। যা এখন ৩.২ এমবিপিএস। সংস্থার মুখপাত্র অবশ্য বলেন, এখনই জিএসএম পরিষেবা চালুর ভাবনা নেই। তবে ভবিষ্যতে ফোর-জি পরিষেবা চালুর পথ এতে সহজ হবে বলে সংশ্লিষ্ট সূত্রে দাবি।
|
পর্যটন উৎসবের সূচনা বিশ্বসুন্দরীর
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
রাজ্যে পর্যটক টানতে বিশ্বসুন্দরীর সাহায্য চেয়েছিল অরুণাচল সরকার। সাড়া দিলেন বিশ্বসুন্দরী। ১৮ অক্টোবর অরুণাচলের তাওয়াং-এ শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন সমাবেশ। আজ তার সূচনা করলেন বিশ্বসুন্দরী খেতাব জয়ী অলিভিয়া ফ্রান্সেস কালপো। ২০১২ সালের মিস আমেরিকা ও চলতি বছরের মিস ইউনিভার্স কালপো এখন দেশের বিভিন্ন রাজ্যে সফর করছেন। সুযোগটা হাতছাড়া করতে চায়নি অরুণাচল সরকার। আন্তর্জাতিক পর্যটন মেলাকে আরও আন্তর্জাতিক করে তুলতে তাঁরা কালপোর দ্বারস্থ হন। কালপো অরুণাচলের মুখ্যমন্ত্রী নাবাম টুকি, পর্যটন মন্ত্রী পেমা খাণ্ডুকে বিমুখ করেননি। আজ সন্ধ্যায় ইটানগরের ইন্দিরা গাঁধী উদ্যানে, অরুণাচলের প্রথাগত পোষাকে সজ্জিত বিশ্বসুন্দরী কেবল অরুণাচলকেই বিশ্বের দরবারে তুলে ধরলেন না, অংশ নিলেন অরুণাচলের দেশীয় পোশাকের ‘ফ্যাশন শো’তেও। অরুণাচলের পর্যটন সচিব সোনম চম্বে জানান, রাজ্যে আরও পর্যটক টানতেই পর্যটন মেলায় ২৬টি দেশের অন্তত ১৫০ অতিথি, লেখক, ব্যবসায়ী, পর্যটন সংস্থার কর্তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। অরুণাচল থেকে কালপো আগামী কাল গুয়াহাটি আসছেন। উত্তর-পূর্ব সীমান্ত রেলের রং ভবন প্রেক্ষাগৃহে ‘শিশু কন্যা বাঁচাও অভিযান’-এ অংশ নেবেন তিনি।
|
টাকা ফেরাতে নির্দেশ কোর্টের
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
এ বার সহারা ও বাজার নিয়ন্ত্রক সেবিকে একসঙ্গে বসে লগ্নিকারীদের টাকা ফেরানোর উপায় বার করতে বলল সুপ্রিম কোর্ট। শুক্রবার তারা জানিয়েছে, বেআইনি ভাবে সহারার দুই সংস্থার বাজার থেকে তোলা প্রায় ১৯ হাজার কোটি টাকা ফিরিয়ে দিতে দু’পক্ষের কাছেই গ্রহণযোগ্য পথ খুঁজে বার করুক তারা। পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ২৮ অক্টোবর। এ দিন সহারা কর্তা সুব্রত রায়ের আইনজীবী আদালতে জানান, গোষ্ঠী তাদের স্থাবর সম্পত্তি জমা রেখে টাকা মেটাতে রাজি ছিল। সে কথা সহারা সেবিকে বলেওছিল। কিন্তু সেবি জানায়, ওই সম্পত্তি বিক্রি করে, সেই টাকা তাদের হাতে দিতে হবে সংস্থাকেই। এই বিষয়টি জানার পরই দু’পক্ষকে সামনাসামনি বসে টাকা ফেরতের রাস্তা বাতলানোর নির্দেশ দেয় শীর্ষ আদালত।
|
ফের বাড়ল টাকা
সংবাদসংস্থা • মুম্বই |
এই নিয়ে টানা ৩ দিন ডলারের সাপেক্ষে বাড়ল টাকা। শুক্রবার তা ২৯ পয়সা বাড়ায় ডলারের দর নেমে হল ৬১.৪৪ টাকা। ৭ সপ্তাহে টাকায় ডলারের এই দরই সবচেয়ে কম। বিশেষজ্ঞদের মতে, মার্কিন প্রশাসনে তালা পড়ার কারণে এখন আমেরিকার শীর্ষ ব্যাঙ্কের পক্ষে ত্রাণ প্রকল্প গোটাতে শুরু করা কঠিন হবে। মূলত সেই আশাতেই চাঙ্গা হচ্ছে টাকা।
|
উৎসবের মরসুমে নয়া পণ্য আনল গোদরেজ সিকিউরিটি সলিউশন্স। বাড়িতে ব্যবহারের জন্য স্টিলো, ফোর্টে ইত্যাদি নামে ৪টি লকার এনেছে সংস্থা। দাম ৭,৫০০ -১১,৫০০ টাকা। ৩০ নভেম্বর পর্যন্ত হোম সেফ লকার ও ‘ডোর ফোন’ কিনলে ৫,০০০ টাকা পর্যন্ত ছাড়ও দেবে। |