টুকরো খবর
বাক্সবন্দি হয়েই পড়ে চিকিৎসার সরঞ্জাম
মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন বিভাগের জন্য কেনা ৫০ লক্ষাধিক টাকার মেশিন পাঁচ মাসের বেশি সময় ধরে বাক্স বন্দি হয়ে পড়ে রয়েছে। ঘরের অভাবে সেই মেশিন এক বাসানোই হয়নি। তা ছাত্রদের হস্টেলের চারতলায় রাখা আছে। মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ উচ্ছল ভদ্র বলেন, “সমস্ত মেশিন বসাতে ২ থেকে ৩ হাজার বর্গফুট ঘরের প্রয়োজন। ঘর না মেলায় মেশিন এখনও বসানো সম্ভব হয়নি। আশা করছি, শীঘ্রই বসানোর কাজ শুরু করা হবে। মার্চ মাসে এই মেশিন গুলি না কিনলে টাকা ফিরে যেত।” পাশাপাশি, ১৫ লক্ষাধিক টাকার অর্থোপেডিক বিভাগের সি-আর্ম মেশিনও পাঁচ মাস ধরে বাক্সবন্দি হয়ে রয়েছে। অস্থি-শল্য বিভাগের প্রধান দেবব্রত বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, “সি-আর্ম মেশিন বসানোর জন্য ৪০০ বর্গফুট ঘরের প্রয়োজন। কিন্তু মেডিক্যাল কলেজের অধ্যক্ষ সেই ঘর আমাকে দিতে পারছেন না।” অন্যদিকে অধ্যক্ষের দাবি, “১৫ ফুট বাই ১৫ ফুট ঘরে সি-আর্ম মেশিন বসানো যায়। কিন্তু অর্থোপেডিক বিভাগের প্রধানকে সেই জায়গা দেওয়ার পরেও তিনি সি-আর্ম মেশিন বসাচ্ছেন না।” ফিজিক্যাল মেডিসিনের বিভাগীয় প্রধান অঞ্জন ঘোষ বলেন, “ঘরের সমস্যার জন্য মেশিনগুলি বসানো যাচ্ছে না। ধীরে ধীরে মেশিন বসানোর চেষ্টা চলছে।”

ইটাহার ব্লকে উপ স্বাস্থ্যকেন্দ্র চালু
প্রসূতি ও সদ্যোজাতদের অপুষ্টিজনিত রোগ ও মৃত্যু ঠেকাতে ইটাহার ব্লকে একটি উপ স্বাস্থ্যকেন্দ্র চালু হল বুধবার। এ দিন দুপুরে স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করেন রাজ্যের পরিষদীয় সচিব তথা স্থানীয় বিধায়ক অমল আচার্য। রাজ্য সরকারের ১২ লক্ষ টাকা বরাদ্দে ইটাহার গ্রাম পঞ্চায়েত এলাকায় স্বাস্থ্যকেন্দ্রটি তৈরি হয়েছে। অমলবাবু বলেন, “প্রতি বছরই ব্লকের বিভিন্ন পঞ্চায়েত এলাকায় বহু প্রসূতি ও সদ্যোজাত অপুষ্টিজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হন। অনেকের মৃত্যুও হয়। সেদিকে লক্ষ্য রেখেই উপ স্বাস্থ্যকেন্দ্রটি তৈরি হয়।”

উদ্যোগী দফতর
বালুরঘাট জেলা হাসপাতালে পিপিপি মডেলে কিডনি রোগের চিকিৎসায় ডায়ালেসিস ইউনিট চালু করতে উদ্যোগী হল স্বাস্থ্য দফতর। পাশাপাশি, রোগীদের ডিজিটাল এক্সরে পরিষেবা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। হাসপাতালের সুপার অসিত দেওয়ান জানান, রামকৃষ্ণ মিশন এবং একটি বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি চলছে। পুজোর পরই ওই দুটি বিভাগ চালু করা হবে। বুধবার থেকে চালু হয়েছে ডেঙ্গি এবং এনসেফেলাইটিস রোগ নির্ণয় কেন্দ্র। এতে জেলার মানুষকে বাইরের জেলায় যেতে হবে না।

স্কুলে রক্তদান
শালবনি থানা এলাকারা জয়পুর এসসি, এসটি ও বিসি স্কুলে রক্তদান শিবির হল বুধবার। স্কুলের ক্যুইজ ক্লাব ‘ক্যুইজিয়াম’এর উদ্যোগে এই আয়োজন। ছাত্র, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দা মিলিয়ে ৪৩ জন রক্ত দিয়েছেন। এই উদ্যোগের এ বার দ্বিতীয় বর্ষ।

চিকিৎসায় ত্রুটি, বাড়ল জরিমানা
চিকিৎসায় গাফিলতির দায়ে পশ্চিমবঙ্গের এক ডাক্তারের ৫৫ হাজার টাকা জরিমানা করেছিল রাজ্য ক্রেতা সুরক্ষা কমিশন। কিন্তু রোগীর পরিবার পুনরাবেদন করায় ক্ষতিপূরণের অঙ্ক প্রায় ১০ গুণ বাড়িয়ে ৫ লক্ষ টাকা করল জাতীয় ক্রেতা সুরক্ষা কমিশন। বিচারপতি অশোক ভানের নেতৃত্বাধীন বেঞ্চ বুধবার রায় দেয়, রোগীর যে ক্ষতি হয়েছে, তার নিরিখে ৫৫ হাজার টাকা খুবই কম। তাই জরিমানা বাড়ানো হল।

স্বাস্থ্য শিবির
এক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ও সেনর‍্যালে রোডের এক বেসরকারি হাসপাতালের সাহায্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির হয়ে গেল বুধবার। আসানসোল আদালত লাগোয়া ওই সংগঠনের কার্যালয়ে শিবিরটি হয়। সেখানে চোখ, ডায়াবেটিস পরীক্ষা ও রক্তের শ্রেণি নির্ণয় করেন চিকিৎসকেরা। হাজির ছিলেন মেয়র তাপস বন্দ্যোপাধ্যায়, চ্যাটার্ড আক্যাউনটেন্ট প্রদীপ ঘটক প্রমুখ।

ছানি পরীক্ষা
মহাত্মা গাঁধীর জন্মদিন উপলক্ষে বুধবার বসিরহাটের ধান্যকুড়িয়া পঞ্চায়েত এবং একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে তিনশোরও বেশি গ্রামবাসীর ছানি পরীক্ষা এবং তাঁদের চশমার ব্যবস্থা করা হল। পঞ্চায়েত ভবনের মাঠে ওই অনুষ্ঠান হয়। সাহিত্যিক মজিদ আলির বই প্রকাশ হয়। বিধায়ক এ টি এম আবদুল্লা রনি-সহ ছিলেন অনেকে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.