টুকরো খবর
আধার কার্ডে ভুল, ছবি তোলা ‘বয়কট’
গ্রাম ও পোস্ট অফিসের বানান ভুল থাকায় গ্রামবাসীদের একাংশ আধার কার্ডের ছবি তোলা বয়কট করলেন। শনিবার হরিণঘাটার খলসি গ্রামে আধার কার্ডে ছবি তোলার জন্য ছবি তোলা দিন ধার্য হয়েছিল। গ্রামবাসীরা দেখেন সেখানে গ্রামের নাম খলসির পরিবর্তে লেখা রয়েছে খালসি। সোমবার একদল গ্রামবাসী এ ব্যাপারে হরিণঘাটার বিডিও আব্দুল মান্নানের কাছে ডেপুটেশন দেন। বিডিও বলেন, “আমি কিছু দিন দায়িত্বে এসেছি। আধার কার্ড সংক্রান্ত কাগজপত্র তার আগেই তৈরি হয়েছিল। তাই বিষয়টি জানি না। তবে গ্রামের লোকজন বানান ভুলের জন্য অভিযোগ জানিয়েছি। বিষয়টি খতিয়ে দেখছি।” গ্রামের ব্যবসায়ী তাপস সাঁধুখা বলেন, “গ্রামের নাম খলসি। কিন্তু আধার কার্ডের জন্য তৈরি তালিকায় বাংলায় খালসি লেখা হয়েছে। ইংরেজি বানানের ক্ষেত্রেও ভুল রয়েছে। অনেকের পরিবারের কর্তা ও সদস্যদের নামও ভুল আছে। গোড়ায় গলদ থাকায় হাজার খানেক গ্রামবাসী আধার কার্ড তৈরিতে অনিচ্ছুক।” আধার কার্ড তৈরির দায়িত্বাধীন সংস্থার কাছেও বানান সংশোধনের জন্য আবেদন জানিয়েছেন গ্রামের মানুষ। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, ব্লক অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী নাম-ঠিকানা সফটওয়ারে লোড করা হয়েছে। বিষয়টি নিষ্পত্তির করার চেষ্টা চলছে। কিন্তু কবে হবে সেই সমাধান? জানেন না গ্রামবাসীরা। উৎকন্ঠায় রয়েছেন তাঁরা।

অস্ত্রের কোপে জখমের মৃত্যু
অস্ত্রের কোপে জখম শান্তিপুর কলেজের তৃতীয় বর্ষের ছাত্র সত্যজিৎ কর (২১)-এর মৃত্যু হল। রবিবার রাতে পুলিশ স্থানীয় রেল গেট থেকে ওই পড়ুয়াকে উদ্ধার করে। তাঁকে কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়। মঙ্গলবার সন্ধ্যায় সেখানে তাঁর মৃত্যু হয়। ওই ছাত্রের মৃত্যু নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। অভাবের তাড়নায় সত্যজিৎ পড়াশোনার পাশাপাশি স্থানীয় একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন। মৃতের বাবা স্বরজিৎ কর বলেন, “এক যুবককে টাকা ধার দিয়েছিল আমার ছেলে। ধার শোধ দেওয়া নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটিও হয়। রবিবার রাতে এক বন্ধুর সঙ্গে সত্যজিৎ ওই ছেলেটির বাড়ি যায়। তারপর কী হয়েছে কিছুই জানি না।” পুলিশ মৃতের মোবাইল থেকে দুই তরুণীর কথা জানতে পেরেছে। পুলিশ প্রাথমিকভাবে একজনকে জিজ্ঞাসাবাদও করেছে। খুনের পিছনে প্রেমঘটিত কোনও ব্যাপারও থাকতে পারে বলে পুলিশের ধারণা। জেলা পুলিশ সুপার সব্যসাচীরমণ মিশ্র বলেন, “খুনের পিছনে প্রেমঘটিত বিষয় থাকতে পারে। তবে টাকা লেনদেন সংক্রান্ত বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।”

সিপিএম উপ-প্রধানের জেল
তৃণমূল কর্মীদের মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগে সমশেরগঞ্জের তিন পাকুড়িয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সিপিএমের গোলাব হোসেনকে ১০ দিনের জেল হেফাজতের নির্দেশ দিলেন জঙ্গিপুর আদালতের অতিরিক্ত ফৌজদারি বিচারক সন্দীপ দারুকা। পুলিশ জানায়, সমশেরগঞ্জের ঘনশ্যামপুরে ২৩ অগস্ট সিপিএম-তৃণমূলের মধ্যে বোমাবাজিও হয়। ওই ঘটনায় দু’দলেরই শ’খানেক কর্মী-সমর্থকদের নামে মামলা দায়ের হয়। ওই উপ প্রধান ঘটনার পর থেকে বেপাত্তা থাকার পর মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করেন। সরকারি আইনজীবী সোমনাথ চৌধুরী বলেন, “লুঠপাট ও খুনের চেষ্টা-সহ বিভিন্ন ধারায় অভিযুক্ত গোলাব হোসেনকে বিচারক ৯ অক্টোবর পর্যন্ত জেলা হেফাজতের নির্দেশ দিয়েছেন।” সিপিএমের ধুলিয়ান লোকাল কমিটির সম্পাদক মহম্মদ আজাদ বলেন, “উপ-প্রধানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।”

শান্তিপুর কলেজের জখম ছাত্রের মৃত্যু নিয়ে ধোঁয়াশা
এলোপাথারি ধারালো অস্ত্রের কোপে জখম শান্তিপুর কলেজের তৃতীয় বর্ষের ছাত্র সত্যজিত্‌ কর (২১)-এর মৃত্যু হল। রবিবার রাতে পুলিশ স্থানীয় ৩ নম্বর রেল গেট থেকে রক্তাক্ত ওই পড়ুয়াকে উদ্ধার করে। তাঁকে কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়। দিন দু’য়েক মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মঙ্গলবার সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়। শান্তিপুরের নেতাজিপল্লির ওই ছাত্রের মৃত্যু নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। অভাবের তাড়নায় সত্যজিত্‌ পড়াশোনার পাশাপাশি স্থানীয় একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন। তাঁর সুদের কারবার ছিল বলেও পুলিশ জেনেছে। মৃতের বাবা স্বরজিত্‌ কর বলেন, “রেলগেট এলাকার এক যুবককে টাকা ধার দিয়েছিল আমার ছেলে। ধার শোধ দেওয়া নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটিও হয়। রবিবার রাতে এক বন্ধুর সঙ্গে সত্যজিত্‌ ওই ছেলেটির বাড়ি যায়। সে তখন বাড়ির অদূরে এক জায়গায় পিকনিকে ছিল। আমার ছেলে সেখানে যায়। তারপর কী হয়েছে কিছুই জানি না।” পুলিশ মৃতের মোবাইলের ‘মেসেজ বক্স’ ঘেঁটে দুই তরুণীর কথা জানতে পেরেছে। পুলিশ প্রাথমিক ভাবে একজনকে জিজ্ঞাসাবাদও করেছে। খুনের পিছনে প্রেমঘটিত কোনও ব্যাপারও থাকতে পারে বলে পুলিশের ধারনা। জেলা পুলিশ সুপার সব্যসাচীরমণ মিশ্র বলেন, “খুনের পিছনে প্রেমঘটিত বিষয় থাকতে পারে। তবে টাকা লেনদেন সংক্রান্ত বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।”

বধূকে ধর্ষণের অভিযোগে ধৃত
বাড়িতে ঢুকে এক বধূকে ধর্ষণের অভিযোগে চন্দননগরের সর্ষেপাড়ার এক যুবককে বুধবার গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম সমীর সাধুখাঁ। তিনি পেশায় অ্যাম্বুল্যান্স-চালক। পুলিশের কাছে অভিযোগে চন্দননগরের মহাডাঙা ৩ নম্বর কলোনির বাসিন্দা বছর তেইশের ওই বধূ জানিয়েছেন, মঙ্গলবার দুপুরে তিনি একাই বাড়িতে ছিলেন। সমীর গিয়ে তাঁর স্বামীর নির্দেশমতো তাঁকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়ার কথা বলেন। তার পরেই মুখে রুমাল গুঁজে সমীর তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগ। রাতেই থানায় এফআইআর করা হয়। চন্দননগর হাসপাতালে বধূর ডাক্তারি পরীক্ষা হয়। তদন্তকারীদের দাবি, জেরায় ধৃত জানিয়েছেন ওই মহিলার সঙ্গে তাঁর পূর্ব-পরিচয় ছিল।

জলে ডুবে মৃত্যু কিশোরের
জলে ডুবে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক ছাত্রের। বুধবার দুপুরে শান্তিপুরের বিবেকন্দনগরের এই ঘটনায় মৃতের নাম পলাশ সিকদার (১৩)। পুলিশ ও মৃতের পারিবারিক সূত্রে জানা গিয়েছে, অন্যন্য দিনের মতোই পুকুরে স্নান করতে নেমেছিল পলাশ। হঠাত্‌ই সে ডুবে যায়। ঘটনা জানাজানি হতে জল থেকে তুলে তাকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান স্থানীয় কিছু মানুষ। সেখানেই চিকিত্‌সক তাকে মৃত বলে ঘোষণা করেন। দেহ ময়না-তদন্তে গিয়েছে।

ডুবে মৃত্যু ছাত্রের
জলে ডুবে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক ছাত্রের। বুধবার দুপুরে শান্তিপুরের বিবেকন্দনগরের এই ঘটনায় মৃতের নাম পলাশ সিকদার (১৩)। মৃতের পারিবারিক সূত্রে জানা গিয়েছে, অন্যন্য দিনের মতোই পুকুরে স্নান করতে নেমেছিল পলাশ। হঠাৎই সে ডুবে যায়। ঘটনা জানাজানি হতে তাকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান মারা গিয়েছে ওই কিশোর।

দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু
বাড়িতে ঢুকে এলোপাথাড়ি গুলি করে সাত বছরের এক শিশু ও তার কাকাকে খুন করল দুষ্কৃতীরা। বুধবার নাকাশিপাড়ার ভবানীপুর গ্রামের এই ঘটনায় মৃতরা হল হাসিমা খাতুন (৭) ও মোজাপ আলি শেখ (৩৩)। পুলিশ সূত্রে খবর, হাসিনা বাড়ির বারান্দায় বসে পড়ছিল। পাশেই বসে ছিলেন শিশুটির কাকা মোজাপ আলি শেখ। সেই সময় কয়েকজন দুষ্কৃতী বাড়িতে ঢুকে গুলি ছুঁড়তে শুরু করে।

হেরোইন পাচার, ধৃত
হেরোইন পাচারের সময়ে ময়া পঞ্চায়েতের সদস্য কংগ্রেসের কলিমুদ্দিন শেখ-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে লালগোলা থানার ধানগড়া থেকে পুলিশ ওই তিন জনকে গ্রেফতার করে। ধপুলিশ জানায়, ধৃতদের কাছ থেকে আটশো গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে।

বিদ্যুৎস্পৃষ্ট, মৃত
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। মঙ্গলবার সন্ধ্যায় ধুবুলিয়ার এই ঘটনায় মৃত কাউসার শেখ (২৮) স্থানীয় নওপাড়া এলাকার বাসিন্দা।

সব খেলার সেরা
ছবি: গৌতম প্রামাণিক।
প্রাক্তন ফুটবলাদের নিয়ে গঠিত ‘মুর্শিদাবাদ জেলা ভেটারেন্স ক্লাব’ আয়োজিত ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলায় ‘জায়েদ আলি স্মৃতি চাম্পিয়ন ট্রফি’ জিতল বহরমপুর শহরের ‘মধুপুর বালার্ক সংঘ’। বুধবার বহরমপুর শহরের এফ ইউ সি মাঠের ওই খেলায় ‘মুর্শিদাবাদ জেলা ভেটারেন্স ক্লাব’ জেতে ‘জগন্নাথ বারিক রানার্স ট্রফি’। এ দিন প্রথমে ১-১ গোলে খেলা অমীমাংসিত অবস্থায় শেষ হয়। তারপর টাইব্রেকারে ‘ভেটারেন্স ক্লাব’-কে ৪-২ গোলে পরাজিত করে ‘বালার্ক সংঘ’।

দেহ উদ্ধার
জখম অবস্থায় এক ব্যক্তির দেহ উদ্ধার করল পুলিশ। বুধবার বেলডাঙার কালীতলা এলাকার এই ঘটনায় মৃতের নাম আব্দুল হালিম (৫৫)।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.