চোর সন্দেহে যুবককে গণধোলাই রেলশহরে
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
রেলশহরে ফের চোর সন্দেহে এক যুবককে মারধর করল জনতা। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে খড়্গপুরের গোলবাজার ভাণ্ডারিচকে। গুরুতর জখম অবস্থায় জাহিরুল হক নামে ওই যুবককে খড়্গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুজোর আগে এই সময়টায় গোলবাজার এলাকা খুব জমজমাট। মঙ্গলবার রাতে হঠাৎই এক মহিলা তাঁর গলার হার ছিনতাই হচ্ছে বলে ‘চোর’ ‘চোর’ চিৎকার শুরু করেন। উত্তেজিত জনতা ওই যুবককে ধরে ফেলে বেদম মারধর করেন। পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। জানা গিয়েছে, ওই যুবক একটি বেসরকারি সংস্থায় কর্মরত। গত সোমবারই নিউ সেটেলমেন্টে চোর সন্দেহে গণপিটুনিতে এক কিশোরের মৃত্যু হয়।
|
দুর্যোগে স্থগিত ভবন উদ্বোধন
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
টানা বৃষ্টির জেরে মেদিনীপুর শহরের কিছু এলাকায় জল জমতে শুরু করেছে। সমস্যায় পড়ছেন স্থানীয়রা। বুধবার সকাল থেকেই শহরে বৃষ্টি হয়। এ দিন মির্জাবাজার সুভাষ সঙ্ঘ ব্যায়ামাগারের নবনির্মিত ভবন ও আধুনিক ব্যায়ামাগারের উদ্বোধন হওয়ার কথা ছিল। মেদিনীপুরের বিধায়কের উদ্যোগে ও রাজ্য সরকারের আর্থিক সহায়তায় এটি নির্মিত হয়েছে। ঠিক ছিল, বিকেল ৫টায় উদ্বোধন অনুষ্ঠান হবে। কিন্তু, প্রাকৃতিক দুর্যোগের জন্য অনুষ্ঠান স্থগিত রাখতে বাধ্য হন উদ্যোক্তারা। ব্যায়ামাগারের সম্পাদক সুজয় হাজরার কথায়, “টানা বৃষ্টি চলছে। যেখানে অনুষ্ঠান হওয়ার কথা ছিল, সেখানে জল জমে গিয়েছে। দুর্যোগের জন্য অনুষ্ঠান করা সম্ভব হয়নি।” এদিন শহরে আরও কিছু কর্মসূচি ছিল। কিছু রাজনৈতিক, কিছু অরাজনৈতিক। টানা বৃষ্টির জন্য সব কর্মসূচিই কমবেশি বিঘ্নিত হয়েছে।
|
ভেঙে পড়ল ‘স্টোরেজ বাঙ্কার’
|
খড়্গপুরের রশ্মি মেটালিক্স কারখানায় স্পঞ্জ আয়রন বোঝাইয়ের সময় বুধবার সকালে ‘স্টোরেজ বাঙ্কার’ ভেঙে পড়ে। ওই ঘটনায় গুরুতর জখম হয়েছেন তিন জন। আরও কয়েকজন ভাঙা বাঙ্কারের নীচে চাপা পড়ে রয়েছেন বলে মৃত্যুর আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। রাত পর্যন্ত উদ্ধারকার্য চলছে। |