যান্ত্রিক ত্রুটিতে বিভ্রাট মেট্রোয়
নিজস্ব সংবাদদাতা |
যান্ত্রিক ত্রুটির জেরে বুধবার রাতে ফের ব্যাঘাত ঘটল মেট্রোয়। মেট্রো কর্তৃপক্ষ জানান, রাত সাড়ে আটটা নাগাদ কবি সুভাষমুখী একটি ট্রেন দমদম ও বেলগাছিয়া স্টেশনের মাঝে আটকে যায়। প্রায় ২২ মিনিট পর সেটিকে মেরামত করে ফের চালানো হয়। এর জেরে গড়িয়ার দিকে মেট্রো চলাচল বেশ কিছুক্ষণ বন্ধ থাকে। সমস্যায় পড়েন যাত্রীরা। ঘটনাচক্রে, গত কয়েক দিন নাগাড়ে বৃষ্টির পরে এ দিনই আকাশ পরিষ্কার হয়েছে। তার উপরে গাঁধী জয়ন্তী উপলক্ষে ছুটি থাকায় প্রচুর লোক কেনাকাটা করতে বেরিয়েছিলেন। পুলিশ সূত্রের খবর, গড়িয়াহাট, হাতিবাগান ও নিউ মার্কেট এলাকায় প্রচুর ভিড় হয়। মেট্রো সূত্রের খবর, সন্ধ্যার পর থেকে কেনাকাটা সেরে বাড়ি ফেরার জন্য মেট্রো স্টেশনে হাজির হয়েছিলেন অসংখ্য মানুষ। সে সময়েই পরিষেবা থমকে যাওয়ায় সমস্যায় পড়েন যাত্রীরা। যান্ত্রিক ত্রুটি সারিয়ে মেট্রো চলাচল শুরু হলে ব্যাপক ভিড় হয় ট্রেনগুলিতে। মেট্রোকর্তারা জানান, বিপত্তি এড়াতে মাইকে ঘোষণা শুরু হয়। মোতায়েন হয় আরপিএফ-পুলিশও। অতিরিক্ত ভিড়ের কারণে যাতে কোনও বিপদ না ঘটে, তা নিশ্চিত করতেই এই তত্পরতা বলে মেট্রো জানিয়েছে।
|
যুবকের বস্তাবন্দি দেহ উদ্ধার |
গত রবিবার থেকে নিখোঁজ ছিলেন দমদমের দত্তনগরের বাসিন্দা রমেশ সাহা (২৫)। বুধবার সকালে দমদমেরই বেদিয়াপাড়ার রেললাইনের ধারে খালপাড়ে মিলল তাঁর বস্তাবন্দি দেহ। স্থানীয় বাসিন্দারাই দেহটি দেখে পুলিশে খবর দেন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পরিজনদের অভিযোগ, রমেশের দুই বন্ধু সোনু ও কার্তিকই তাঁকে অপহরণ করে খুন করেছেন। ঘটনার পর থেকেই ওই দু’জন পলাতক। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি খুনের মামলা দায়ের করেছে। পুলিশ সূত্রে খবর, সোনু ও কার্তিক দমদম স্টেশনের রেললাইনের ধারে মদ কেনা-বেচার কাজ করতেন। দিন কয়েক আগে রমেশ সোনু ও কার্তিককে ১০ হাজার টাকা ধার দেন। রবিবার রাতে সেই টাকা চাইতে যান তিনি। রমেশের পরিবারের অভিযোগ, তার পর থেকেই তিনি আর বাড়ি ফেরেননি। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, রমেশের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। দেহটি ময়না-তদন্তের জন্য পাঠানো হয়েছে।
|
অন্যের ক্রেডিট কার্ড ব্যবহার করে জিনিস কেনার অভিযোগে দীপেন দত্ত নামে তথ্যপ্রযুক্তি সংস্থার এক কর্মীকে মঙ্গলবার গ্রেফতার করে গড়িয়াহাট থানার পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানায়, দিন কয়েক আগে এক ব্যক্তি থানায় অভিযোগ জানান, সম্প্রতি তাঁর ক্রেডিট কার্ড চুরি হয়। গড়িয়াহাটের একটি শপিং মল থেকে কেউ তাঁর কার্ড ব্যবহার করে জিনিস কিনেছে। ওই মলের সিসিটিভি-র ফুটেজ দেখে ধৃত যুবকের ছবি মেলে। মল কর্তৃপক্ষ পুলিশকে জানান, ওই যুবক প্রথমে নিজের ক্রেডিট কার্ড ব্যবহার করে, পরে ব্যবহার করে কুড়িয়ে পাওয়া ক্রেডিট কার্ডটি। দীপেনের কার্ড থেকে তার তিলজলার বাড়ির ঠিকানা পায় পুলিশ। সেখান থেকেই ধরা হয় তাকে।
|
এক প্রৌঢ়ের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। বুধবার, বেলঘরিয়ার নন্দননগরে তাঁর বাড়ি থেকে। মৃতের নাম প্রশান্ত দাস (৫০)। তিনি একটি অর্থলগ্নি সংস্থার এজেন্ট ছিলেন। পুলিশ জানায়, লগ্নিকারীদের টাকা ফেরত দিতে না পারায় মানসিক ভাবে ভেঙে পড়েন তিনি। তার উপরে মঙ্গলবার রাতে পরিজনেদের সঙ্গে বচসা হয় তাঁর। পুলিশের অনুমান, এর জেরেই তিনি আত্মঘাতী হন। বুধবার সন্ধ্যায় ওই এজেন্টের সহকর্মীরা তাঁর দেহ নিয়ে ভবানীপুরে ওই অর্থলগ্নি সংস্থার অফিসের সামনে বিক্ষোভ দেখান। শেষে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। |