ইসলামি রীতি মেনে এনবিএফসি খোলায় অনুমতি সংস্থাকে |
কেরলের চেরামান ফিনান্সিয়াল সার্ভিসেসকে ইসলামি নীতি মেনে চলা ‘নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কর্পোরেশন’ (এনবিএফসি) খোলার অনুমতি দিল রিজার্ভ ব্যাঙ্ক। চেরামানের পক্ষ থেকে জানানো হয়েছে এ কথা। ইসলামি ব্যাঙ্কিংয়ের নিয়মে, কোনও আমানত সংগ্রহ করতে বা গ্রাহকদের সুদ দিতে পারবে না তারা। যে কারণে অন্য ধর্মের মানুষের কাছ থেকে কোনও অর্থ সংগ্রহ করবে না। বরং লিজ ও অন্যান্য মাধ্যমে গ্রাহকদের পরিষেবা দেবে। এ বিষয়ে অবশ্য মুখ খোলেনি শীর্ষ ব্যাঙ্ক। প্রসঙ্গত, সুদের বিকল্প হিসাবে সম্পদ পুনঃক্রয়, প্রতিনিধিত্ব চুক্তি ইত্যাদির মাধ্যমে গ্রাহকদের আয়ের পথ দেখায় এই সব এনবিএফসি। দেশের নিয়ম অনুসারে ঋণ ও জমায় সুদ নেওয়া বা দেওয়ার মাধ্যমেই ব্যাঙ্কিং শিল্প কাজ করে। কিন্তু ইসলাম ধর্মের নীতি অনুসারে এই সুদ দেওয়া-নেওয়া নিষিদ্ধ। অথচ কেরলের বহু মানুষই উপসাগরীয় অঞ্চলে কাজের সূত্রে আছেন এবং সেখান থেকে টাকা পাঠান। যে- কারণে সেখানকার বহু সংস্থা এই ধরনের পরিষেবা দিতে আগ্রহ প্রকাশ করেছে। সংশ্লিষ্ট মহলের মতে, চেরামান সায় পাওয়ায় ভবিষ্যতে আরও এনবিএফসি খোলার পথ তৈরি হবে।
|
উৎপাদন বাড়াতে লগ্নির পরিকল্পনা হিন্দুস্তান কপারের |
উৎপাদন বাড়ানোর জন্য বড় মাপের একটি পরিকল্পনা হাতে নিয়েছে হিন্দুস্তান কপার। ওই পরিকল্পনা রূপায়ণ করতে সংস্থাটি ৩৪৩৫ কোটি টাকা লগ্নি করবে। পরিকল্পনা রূপায়িত হলে আগামী পাঁচ বছরে তাদের মোট উৎপাদন ৩০ লক্ষ টন থেকে বেড়ে দাঁড়াবে ১ কোটি ২৪ লক্ষ টন। এ বার থেকে নতুন প্রযুক্তি ব্যবহার করা হবে বলে জানিয়েছেন হিন্দুস্তান কপারের সিএমডি কে ডি দিওয়ান। তাঁর দাবি, “আমরা যে-প্রযুক্তি ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছি, তাতে অর্থ লগ্নি করার পর ১ বছরের মধ্যেই খরচ উঠে আসবে।” এ ছাড়াও উৎপাদন বাড়াতে নতুন ৪টি খনিতে কাজ শুরু করা হবে বলে জানান দিওয়ান। এর মধ্যে ৩টি ঝাড়খণ্ডে, একটি রাজস্থানে। উৎপাদন বৃদ্ধির পরিকল্পনার জন্য নির্দিষ্ট করা অর্থ থেকে চলতি আর্থিক বছরে ৬৮৮ কোটি টাকা ঢালবে হিন্দুস্তান কপার।
|
বেলপাহাড়ি-কলকাতা রুটে নৈশ পরিষেবা |
বেলপাহাড়ি থেকে কলকাতাগামী সরকারি বাসের নৈশ পরিষেবা শুরু হল বুধবার। এদিন বেলপাহাড়ির থানা সংলগ্ন মাঠে বাসটির আনুষ্ঠানিক সূচনা করেন বেলপাহাড়ির বিডিও সর্বোদয় সাহা ও বেলপাহাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি বংশীবদন মাহাতো। ছিলেন সমাজসেবী অশোক মহাপাত্র, আইনজীবী অনিন্দ্য চট্টোপাধ্যায় প্রমুখ। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার এই বাসটি বেলপাহাড়ি থেকে ফুলকুসমা, বাঁকুড়া ও দুর্গাপুর বাইপাস হয়ে কলকাতার ধর্মতলায় যাবে। অনুরূপ ভাবে রাতে আর একটি বাস ধর্মতলা থেকে ছেড়ে ওই একই রুটে বেলপাহাড়িতে আসবে। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিষেবার ঘোষণা ও উদ্বোধন করেন। এদিন থেকে বাস চলাচল শুরু হল। |