|
|
|
|
লক্ষ্য সংস্কৃতি চর্চা... |
বিশ্ববিদ্যালয়ে হচ্ছে গান-সিনেমার ক্লাব
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
|
পড়াশোনা তো হবেই। সেই সঙ্গে ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক চেতনা বৃদ্ধির লক্ষ্যে ক্লাব তৈরির সিদ্ধান্ত নিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রথম ধাপে তিনটি ক্লাব তৈরি করা হয়েছে মিউজিক ক্লাব, ফিল্ম ক্লাব ও ডিবেট ক্লাব। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রঞ্জন চক্রবর্তী বলেন, “পড়াশোনার ফাঁকে যাতে উৎসাহী ছাত্রছাত্রীরা সঙ্গীতচর্চা করতে পারেন, শিক্ষামূলক চলচ্চিত্র দেখতে পারেন ও বিতর্কে অংশ নিতে পারেন সেই লক্ষ্যেই এই উদ্যোগ।” বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস ওয়েলফেয়ার বিভাগের ডিন জয়ন্ত কিশোর নন্দীর কথায়, “প্রয়োজনে আমরা ছাত্রছাত্রীদের এই সব ক্ষেত্রে প্রশিক্ষণেরও ব্যবস্থা করব। যাতে আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পড়াশোনার বাইরেও সাংস্কৃতিক জগতেও সুনাম অর্জন করতে পারে।”
পড়াশোনার বাইরে খেলাধূলা, সঙ্গীত চর্চা বা বিতর্ক সহ নানা বিষয়ে প্রতি বছরই প্রতিযোগিতা হয়। এই প্রতিযোগিতা কখনও বিশ্ববিদ্যালয়ে অন্তর্গত কলেজগুলির মধ্যে হয় আবার কখনও রাজ্য বা সর্বভারতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গেও হয়। বিভিন্ন সময়ে ওই সব প্রতিযোগিতাতেও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সুনাম অর্জনও করেছেন। কিন্তু বেশিরভাগ ছাত্রছাত্রীদের মধ্যেই এখনও এই সব বিষয়ে অনেক জড়তা রয়েছে বলে কর্তৃপক্ষের অভিমত। আর আত্মবিশ্বাস না থাকলে ভাল কিছু করে দেখানোও কঠিন। আত্মবিশ্বাস অর্জন করতে হলে সবার আগে প্রয়োজন তালিম, আর প্রতিযোগিতায় অংশগ্রহন। সম্পন্ন পরিবারের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে অবশ্য এ ব্যাপারে সমস্যা নেই। কারণ, তাঁদের পরিবারই এ ব্যাপারে উদ্যোগী হয়ে বিশিষ্ট ব্যক্তিদের কাছে তালিম নেওয়ার জন্য ব্যবস্থা করেন। কিন্তু সবার ক্ষেত্রে তো তা সম্ভব হয় না। বিশ্ববিদ্যালয়ে অনেক প্রত্যন্ত এলাকার গরিব পরিবারের ছাত্রছাত্রীরাও পড়েন। যাঁদের মধ্যেও প্রতিভা রয়েছে। সামান্য কিছু ভুল ত্রুটি শুধরে নিলেই হয়তো তাঁরাও নিজেদের তুলে ধরতে পারবেন। কিন্তু অর্থাভাবে সেই সূযোগ থেকে বঞ্চিত হন। এবার বিশ্ববিদ্যালয় থেকেই সেই সূযোগ দেওয়া হচ্ছে।
কারা এই তিন ধরনের ক্লাবের সদস্য হতে পারবেন?
কর্তৃপক্ষ জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক, শিক্ষাকর্মী সহ সকলেই ক্লাবের সদস্য হতে পারবেন। এমনকি অভিভাবকেরাও ক্লাবে আসতে পারেন। সদস্য চাঁদাও করা হয়েছে ন্যূনতম। বছরে মাত্র ১০ টাকা। তাতেই শিক্ষামূলক চলচ্চিত্র দেখতে পাবেন। কোনও মাসে ১টি বা ২টি। ডিবেট ক্লাবে গিয়ে বিতর্কে অংশ নিতে পারবেন। বিতর্কের সময় কোন দিকে বেশি মনোযোগ রাখতে হয়, বলার ভঙ্গি কী হবে, সে বিষয়েও বিশেষজ্ঞদের দিয়ে প্রশিক্ষণ দেওয়ারও ব্যবস্থা থাকবে। আর মিউজিক ক্লাবে গান, বাজনার সব সরঞ্জামই রাখা হবে। যেখানে উৎসাহী ছাত্রছাত্রীরা পড়ার ফাঁকে গিয়ে গান গাইবেন। নিজেদের মধ্যে প্রতিযোগিতায় অংশ নেবেন। আবার মাঝে মধ্যেই বিশিষ্ট শিল্পীদের দিয়ে প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হবে। কারও মনে কোনও প্রশ্ন থাকলে, কারও কোনও ত্রুটি থাকলে তা সংশোধন করারও সূযোগ মিলবে। এতদিন বিভিন্ন প্রতিযোগিতা হলেও এই সুযোগ ছিল না ছাত্রছাত্রীদের কাছে। এ বার সেই সুযোগ আসতে চলেছে।
ক্লাব তৈরি হয়ে গেলেও ক্লাবগুলির কমিটি তৈরির কাজ অবশ্য এখনও চূড়ান্ত হয়নি। শীঘ্রই কমিটি তৈরি করা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। তারপরই পুরো দমে চলবে ক্লাব। এর ফলে পড়ার ফাঁকে সাংস্কৃতিক চর্চার বিকাশ ঘটবে বলেও কর্তৃপক্ষের আশা।
|
অ্যাঞ্জেলিনার আংটি রহস্য |
একটা নয়, দু’দু’টো আংটি অনামিকায়! রবিবার অস্ট্রেলিয়ার বন্ডি সৈকতে ছবি-শিকারিদের ক্যামেরায় ধরা পড়লেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। সঙ্গে সঙ্গেই জল্পনা তুঙ্গে। তবে কি গোপনেই বিয়ে সেরে ফেললেন ব্র্যাঞ্জেলিনা? শুরু হয়ে গিয়েছে সমলোচনাও। সোনা নয়, অ্যাঞ্জেলিনার আংটি তুলনায় কম দামি। গত মার্চে ছয় সন্তানের জননী ৩৮ বছরের অ্যাঞ্জেলিনা কঙ্গোয় গিয়েছিলেন। ৫ লাখ ডলারের এনগেজমেন্ট রিংয়ের বদলে সোনার রিস্ট ব্যান্ড পরতে দেখা গিয়েছিল তাঁকে। ব্র্যাড পিটের সঙ্গে বিয়ের খবরটা উস্কেছিলেন তখনই। জুনে শোনা যায়, বিয়ের দিন স্থির হয়েছে। তাই এ বারের জল্পনাটা বেশ জোরদার প্রভাব ফেলেছে।
|
|
|
মঞ্চে মহিষাসুরমর্দিনী। দুর্গা রূপে ডোনা গঙ্গোপাধ্যায়। বুধবার, শহরের এক মঞ্চে। ছবি: সুদীপ আচার্য। |
|
|
|
|
|