সিরিয়ায় অস্ত্রাগার পরিদর্শন ও নথিভুক্তির কাজ শুরু |
সিরিয়ার সংগ্রহে থাকা রাসায়নিক অস্ত্রের তালিকা তৈরির কাজ শুরু করল আন্তর্জাতিক নিরস্ত্রীকরণ বিশেষজ্ঞ দল। একই সঙ্গে দামাস্কাস সূত্রে মেলা বিভিন্ন রাসায়নিক অস্ত্রাগার পর্যবেক্ষণের কাজও শুরু করতে চলেছেন তাঁরা। অক্টোবরের শেষ বা নভেম্বরের শুরুতে যে সমস্ত রাসায়নিক অস্ত্রাগার ধ্বংস করার কথা, সেগুলিই তালিকায় সর্বাগ্রে জায়গা পাবে। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী, ২০১৪ সালের মাঝামাঝি সিরিয়ার সব রাসায়নিক অস্ত্রাগার ধ্বংস করতে হবে। সিরিয়ার কর্তৃপক্ষের দেওয়া রাসায়নিক অস্ত্র সংক্রান্ত তথ্য যাচাই করা এবং সেগুলি ধ্বংসের প্রাথমিক পরিকল্পনাই হবে ওই দলের মূল লক্ষ্য। এবং তা শেষ করতে ১ নভেম্বর পর্যন্ত সময় রয়েছে। তথ্য অনুযায়ী, প্রায় ১০০০ টন সারিন গ্যাস, সালফার গ্যাস এবং অন্যান্য নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র রয়েছে দেশের প্রায় ৪৫টি অস্ত্রাগারে। তা ছাড়া, ২১ অগস্ট সিরিয়ায় রাসায়নিক হামলা চলেছিল কি না, তা নিয়েও চলতি মাসের শেষের দিকে চূড়ান্ত রিপোর্ট পেশ করবে ওই দল।
|
নোবেল শান্তিতে মনোনীত পুতিন |
নোবেল শান্তি পুরস্কারের জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নাম মনোনয়ন করল রাশিয়ার একটি বিশেষ সংগঠন। তাদের দাবি, সিরিয়াকে রাসায়নিক অস্ত্র সমর্পণ করতে রাজি করানো থেকে সে দেশের উপর আমেরিকার সামরিক হানা কার্যত বন্ধ করানোর পিছনে কৃতিত্ব পুতিনের। যদিও বহু মহলে ইতিমধ্যেই বিতর্কের ঝড়। উঠে এসেছে চেচনিয়া প্রসঙ্গ, সীমান্ত সমস্যা নিয়ে জর্জিয়ার উপর রাশিয়ার আক্রমণ। আমেরিকার অভিযোগ, মুয়াম্মর গদ্দাফি যখন লিবিয়ায় একের পর এক মানুষ মেরে চলেছিলেন, ন্যাটো হানার বিরোধিতা করেছিলেন পুতিন। এমনকী এখনও সিরিয়ার আসাদ সরকারকে অস্ত্র সরবরাহ করছে তারা। রাশিয়ার ওই সংগঠনটি অবশ্য এ বিষয়ে এক ধাপ এগিয়ে বলেছে, ২০০৯-এ বারাক ওবামাকে শান্তি পুরস্কার দেওয়া হয়েছিল। পুতিন তাঁর থেকে অনেক যোগ্য বক্তি।
|
আমেরিকায় থাকাকালীন ১৪ বছরের এক ছাত্রীকে ধর্ষণ করে ভারতে পালিয়ে যান অমিত সিংহ। বুধবার বিচারের জন্য আমেরিকার হাতে তাঁকে প্রত্যর্পণ করল ভারত। ২০০৯ সালের সালের মার্চ মাসে এক স্কুলছাত্রীকে বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন অমিত। গ্রেফতারি এড়াতে ভারতে চলে আসেন অমিত। |