শিল্পাঞ্চলে পালিত হল গাঁধী জয়ন্তী। |
শিল্পাঞ্চলে ও খনি এলাকায় নানা অনুষ্ঠানে পালিত হল মহাত্মা গাঁধীর ১৪৫তম জন্মদিবস। আসানসোল পুরসভার উদ্যোগে শহরের গাঁধী মোড়ে তাঁর মূর্তিতে মালা দেন ডেপুটি মেয়র অমরনাথ চট্টোপাধ্যায়। রানিগঞ্জের জেকে নগরে আইএনটিইউসি-র নেতৃত্বে বসে আঁকো প্রতিযোগিতা আয়োজিত হয় বুধবার।
|
কলিং বেল বাজিয়ে লুঠ
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
রীতিমতো কলিং বেল বাজিয়ে ঘরে ঢুকে সোনার গয়না ও নগদ টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। তাদের বাধা দিতে গিয়ে জখম হয়েছেন এক মহিলাও। মঙ্গলবার গভীর রাতে অন্ডালের শ্যামসুন্দরপুর কোলিয়ারির কর্মী আবাসনে ঘটনাটি ঘটে। খনি কর্মী শঙ্কর আহিরের অভিযোগ, রাত সাড়ে বারোটা নাগাদ তিনি কাজ থেকে ফেরার আধ ঘণ্টা আগে দুই দুষ্কৃতী তাঁর বাড়ির কলিং বেল বাজায়। শঙ্করবাবু এসেছেন ভেবে দরজাও খুলে দেন তাঁর স্ত্রী আশালতা। মুহূর্তে ঘরে ঢুকে সুটকেস খুলে নগদ টাকা ও সোনার গয়না নিয়ে পালায় দুষ্কৃতীরা। আশালতাদেবী বাধা দিতে গেলে তাঁকে ছুরি দিয়ে আঘাত করা হয় বলেও অভিযোগ। তাঁর চিৎকারে ছুটে আসেন পড়শিরা। ইসিএলের বাঁকোলা হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। প্রাথমিক চিকিৎসার পরে অবশ্য ছেড়ে দেন চিকিৎসকেরা। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তেরা শীঘ্রই ধরা পড়বে।
|
টাকা ফেরত চেয়ে ধর্না
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
আমানতের টাকা ফেরত দিচ্ছে না লগ্নি সংস্থা, এই অভিযোগে দুর্গাপুর সিটি সেন্টারে বর্ধমান সানমার্গের কার্যালয়ের সামনে ধর্নায় বসেছেন শ’খানের এজেন্ট। বুধবার থেকে ধর্নায় বসেছেন তাঁরা। তাঁদের অভিযোগ, ফেব্রুয়ারি থেকে আমানতের টাকা ফেরত দেওয়া বন্ধ করে দিয়েছে ওই সংস্থা। ফলে গ্রাহকদের সামনে বিড়ম্বনায় পড়ছেন তাঁরা। গ্রাহকদের কেউ কেউ হুমকি দিচ্ছেন বলেও তাঁদের অভিযোগ। এ দিনই সিটি সেন্টার ফাঁড়িতে সংস্থার তিন কর্তা সৌম্যরূপ ভৌমিক, সঞ্জয় সিংহ ও কল্যাণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তাঁরা। সৌম্যরূপবাবুর মোবাইল বন্ধ থাকায় অবশ্য যোগাযোগ করা যায়নি। পুলিশ জানিয়েছে, অভিযোগের তদন্ত শুরু হয়েছে।
|
নবজাতক উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
বন্ধ এমএএমসি হাসপাতালের পিছনের জঙ্গল থেকে একটি নবজাতক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে শিশুটিকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে শিশুটিকে। চিকিৎসকেরা জানিয়েছেন, শিশুপুত্রটি আপাতত সুস্থ আছে। |