আজকের শিরোনাম
বিতর্কিত অর্ডিন্যান্স প্রত্যাহার করল মন্ত্রিসভা
শেষ পর্যন্ত বিতর্কিত অর্ডিন্যান্স প্রত্যাহার করে নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। সংসদ থেকেও বিলটি প্রত্যাহার করে নেবে সরকার। আজ বিকেলে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রিসভার এই সিদ্ধান্ত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে জানিয়ে দেবে সরকার। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক শেষে কংগ্রেসের মুখপাত্র মণীশ তিওয়ারি সাংবাদিকদের জানান, বৈঠকে সর্বসম্মতভাবে অর্ডিন্যান্সটি প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কংগ্রেস বরাবর দলে যুবাদের মতামতকে গুরুত্ব দিয়ে এসেছে।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সেরে ৭ রেসকোর্স রোড থেকে বেরোচ্ছেন রাহুল গাধীঁ। ছবি: পিটিআই।
সে জন্য সহ-সভাপতি রাহুল গাঁধীর বক্তব্য ও মতামতকে গুরুত্ব-সহ বিবেচনা করে অর্ডিন্যান্স পাশ করার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হয়। যদিও বিজেপির মুখপাত্র রবিশঙ্কর প্রসাদের দাবি, এই অর্ডিন্যান্স প্রত্যাহার আসলে বিজেপি ও আরও কয়েকটি রাজনৈতিক দলের জয়। তবে এটা প্রমাণ হল, দল বা সরকার নয়, এটা আসলে পরিবারতন্ত্রেরই সিদ্ধান্ত। বস্তুত, আজ সকালে কংগ্রেস কোর গ্রুপের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, কেন্দ্রীয় সরকার এই অর্ডিন্যান্স আর আনবে না। এই বৈঠকের কিছু আগেই প্রধানমন্ত্রীর মনমোহন সিংহের সঙ্গে কংগ্রেস সহ-সভাপতি রাহুল গাঁধী একটি বৈঠক করেন। বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, বৈঠকে রাহুল বলেন, প্রধানমন্ত্রীকে বা তাঁর পদকে অপমান করা তাঁর উদ্দেশ্য ছিল না। তিনি শুধু জনসাধারণের ক্ষোভের কথাই তুলে ধরেছেন। পাশাপাশি রাহুল জানান, তাঁর বক্তব্যে তিনি অনড়। তবে মন্তব্যটি সঠিক সময় করা হয়নি বলে আক্ষেপ রয়েছে তাঁর। চাপের মুখে প্রধানমন্ত্রী যে ভাবে কাজ করছেন তার প্রশংসাও করেছেন রাহুল।
ক্যাবিনেট বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি মণীশ তিওয়ারি। ছবি: পিটিআই।
প্রধানমন্ত্রীও রাহুল গাঁধীর ব্যাখ্যায় সন্তোষ প্রকাশ করেছেন বলে জানা গিয়েছে। এর পরই কংগ্রেস কোর গ্রুপের বৈঠকে অর্ডিন্যান্সটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রী মনমোহন সিংহ রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করেন।
এই অর্ডিন্যান্সটি প্রত্যাহারের সম্ভাবনা নিয়ে আজ দিনভর রাজনৈতিক তত্পরতা ছিল তুঙ্গে।

মারা গেলেন হাওড়ার অগ্নিদগ্ধ মহিলা
তিন দিন লড়াইয়ের পর আজ সকালে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেলেন হাওড়ার অগ্নিদগ্ধ মহিলা কল্পনা সিংহ রায়। একটি জমি নিয়ে স্থানীয় দুই প্রোমোটারের সঙ্গে বচসার জেরে ঘটনার সূত্রপাত। পুলিশের কাছে মৃতার স্বামী নির্মলেন্দু সিংহ রায় অভিযোগ করেছিলেন, গোলাবাড়ি থানা এলাকার উপেন্দ্রনাথ মিত্র লেনে তাঁদের পারিবারিক জমিতে ওই দুই প্রোমোটার ফ্ল্যাট বানায়। কিন্তু প্রতিশ্রুতি মতো তারা তাঁর পরিবারকে কোনও ফ্ল্যাট বা টাকা দেয়নি। উপরন্তু তাঁদের পরিবারকে ক্রমাগত হুমকি দিচ্ছিল অভিযুক্তরা। গত রবিবার বাড়িতে স্বামী ও ছেলের অনুপস্থিতির সুযোগ নিয়ে প্রোমোটারের লোকজন বাড়িতে ঢুকে কল্পনাদেবীর গায়ে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ কল্পনাদেবীর ছেলে বিশ্বজিতের। গোলাবাড়ি থানা সূত্রে খবর, ঘটনার পর থেকে ওই দুই অভিযুক্ত পলাতক। তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

পুরনো খবর:

বাঁকুড়ায় দেওয়াল চাপা পড়ে মৃত ২
বাঁকুড়ার গঙ্গাজলঘাটির ভুইফোঁড় গ্রামে বাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে এক দম্পতির। মৃতদের নাম লক্ষ্মণ মাণ্ডি ও ক্ষীরি মাণ্ডি। পুলিশ সূত্রে খবর, গতকাল রাত ১টা নাগাদ মাটির দেওয়াল ভেঙে পড়ে চাপা পড়েন ঘরে ঘুমিয়ে থাকা ওই দম্পতি। ঘটনাস্থলেই মৃত্যু হয় লক্ষ্মণ মাণ্ডির। লক্ষ্মণবাবুর স্ত্রী ক্ষীরি মাণ্ডিকে আশঙ্কাজনক অবস্থায় বাঁকুড়া মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। আজ দুপুরে সেখানেই মৃত্যু হয় তাঁর। ঘটনায় মৃতদের পরিবারকে ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন স্থানীয় পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি জিতেন গরান।

খড়্গপুরে কারখানার বাঙ্কার ভেঙে মৃত ১, জখম ৩
আজ সকাল সাতটা নাগাদ খড়্গপুরের সাহাচকের কাছে একটি ডাম্পারে স্পঞ্জ আয়রন বোঝাই করার সময় একটি স্টোরেজ বাঙ্কার ভেঙে পড়ে। ঘটনায় মৃত্যু হয়েছে ডাম্পারের চালক শেখ ইমতিয়াজের। ঘটনায় তিন জনকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.