সালারে কংগ্রেস-তৃণমূল সংঘর্ষ
বিমান হাজরা • সালার |
স্কুল নির্বাচনের ফল ঘিরে সংঘর্ষে জড়াল তৃণমূল-কংগ্রেস। মঙ্গলবার সকালে সালারের মাধাইপুর গ্রামের এই ঘটনায় জখম হয়েছেন কংগ্রেসের চার সমর্থক। তাঁদের কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। কংগ্রেসের তরফে তৃণমূলের তিনজনের নামে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। গত রবিবার ছিল স্থানীয় মালিহাটি উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতির নির্বাচন। ওই নির্বাচনে ৬টি আসনের মধ্যে ৫টি আসন পেয়ে জয়ী হয় কংগ্রেস। মঙ্গলবার সকালে স্থানীয় একটি চায়ের দোকানে দাঁড়িয়ে ছিলেন কংগ্রেস প্রার্থী নজরুল শেখ। সেই সময় তৃণমূলের পরাজিত প্রার্থী নূর সাদেক ইসলামের সঙ্গে তাঁর কথা কাটাকাটি শুরু হয়। তা গড়ায় হাতাহাতিতে। কংগ্রেস নেতা মহম্মদ আজহারউদ্দিন বলেন, “তৃণমূল হেরে গিয়ে এই আক্রমণ ক রেছে।” তৃণমূলের সালার ব্লক সভাপতি গোলাম সালে খান বলেন, “মনে হচ্ছে পুরনো বিবাদ থেকেই এই সংঘর্ষ। এর সঙ্গে রাজনীতির যোগ নেই।”
|
নদিয়ায় স্থায়ী সমিতি তৃণমূলের
বিমান হাজরা • কৃষ্ণনগর |
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা পরিষদের সবগুলি স্থায়ী সমিতির দখল নিল শাসকদল। সাধারণ সভায় সদ্যস্যরা ছাড়াও জেলার বিধায়ক, সাংসদ, পঞ্চায়েত সমিতির সভাপতিরা পদাধিকার বলে ভোট দিতে পারেন। মোট ৮৩ জনের ভোটাধিকার রয়েছে। বামেদের ভোট রয়েছে ৩২টি। তৃণমূলের ভোটার সংখ্যা ৪৮। কংগ্রেসের ৩টি ভোট আছে। বামেরা প্রতিদ্বন্দ্বিতা না করায় ন’টি স্থায়ী সমিতিরই দখল নেয় তৃণমূল। চলতি মাসের ৯ তারিখে স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ নির্বাচন হবে। জেলা পরিষদের সভাধিপতি বানীকুমার রায় বলেন, “বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্থায়ী সমিতি গঠিত হয়েছে।” সিপিএমের পলাশিপাড়ার বিধায়ক এসএম সাদি বলেন, “ভালো কাজে পাশে থাকব, দুর্নীতির ইস্যুতে প্রতিবাদ করব।”
|
শিক্ষকের জেল
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক শিক্ষকের দশ বছর সশ্রম কারাদণ্ডের রায় দিয়েছেন বহরমপুর জজকোর্টের দ্বিতীয় ফাস্ট ট্র্যাক আদালতের বিচারক আতাউর রহমান। মঙ্গলবার তিনি ওই রায় দিয়েছেন। ৫০ হাজার টাকা জরিমানাও হয়েছে তার।
|
এক নাবালিকাকে অপহরণ করে খুনের অপরাধে দুই যুবকের সশ্রম কারাদণ্ড দিলেন বহরমপুরের দ্বিতীয় ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক আতাউর রহমান। সাজাপ্রাপ্তরা হল শিবু তালুকদার ও রতন হালদার। সরকার পক্ষের আইনজীবী উৎপলকুমার রায় বলেন, “আর এক জন অভিযুক্ত নাবালক। এ কারণে তার বিচার হবে জুভেনিয়াল আদালতে।” |