পুজোয় তিন দমকল কেন্দ্র
নিজস্ব সংবাদদাতা |
সতর্কতামূলক ব্যবস্থা নিতে পুজোর সময়ে শহরে আরও তিনটি অস্থায়ী দমকল কেন্দ্র খোলা হবে। মঙ্গলবার এ কথা জানালেন দমকলমন্ত্রী জাভেদ খান। এতদিন পুজোর সময়ে শহরের ন’টি জায়গায় অস্থায়ী দমকল কেন্দ্র খোলা হত। দমকলের এক কর্তা জানান, গড়িয়াহাট, নিউ আলিপুর ও বাগুইআটি থানার ভিতরে নতুন অস্থায়ী কেন্দ্রগুলি হবে। দমকলের গাড়ি রাখা থাকবে থানার ভিতরেই। মন্ত্রী জানান, বিভিন্ন থানা এলাকায় একাধিক মণ্ডপ হয়। আগুন লাগলে নির্দিষ্ট দমকল কেন্দ্র থেকে গাড়ি পাঠাতে দেরি হতে পারে বলেই অস্থায়ী কেন্দ্র খোলা হয়। |
মির্জা গালিব স্ট্রিটে দমকলের সদর দফতরে এ দিন অত্যাধুনিক কন্ট্রোল রুমের উদ্বোধন করেন মন্ত্রী। কন্ট্রোল রুমে ‘গ্লোবাল পজিশনিং সিস্টেম’ (জিপিএস) সম্প্রতি চালু হয়েছে। মন্ত্রী জানান, শহরের ১৩০টি দমকলের গাড়িতে ‘জিপিএস’ লাগানোর কাজ শেষ। কয়েক মাসের মধ্যেই রাজ্য জুড়ে দমকলের ৫০০টি গাড়িতে ‘জিপিএস’ লাগিয়ে দেওয়া হবে। শহরের সরু গলিতে অনেক সময়েই দমকলের বড় গাড়ি ঢুকতে পারে না। তাই এ বার মোটরসাইকেল বাহিনী গড়া হল। মন্ত্রী জানান, আপাতত ৩৬টি মোটরবাইক রয়েছে। তাতে থাকবে অগ্নি-নির্বাপক যন্ত্র। অপরিসর জায়গায় আগুন লাগলে মোটরসাইকেলে চেপে ঘটনাস্থলে দ্রুত পৌঁছনো যাবে।
|
দশ বছরের এক কিশোরীর উপর যৌন নিগ্রহ করার অপরাধে শম্ভু দাস নামে প্রতিবেশী এক যুবককে মঙ্গলবার যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিল আলিপুর আদালত। এ দিন তৃতীয় ফাস্ট ট্র্যাক কোর্টে বিচারক মুকুল কুমার কুণ্ডু এই রায় দেন। সরকারি আইনজীবী কবিতা সেন জানান, ২০০৯-এর ২৫ ফেব্রুয়ারি কালীঘাট থানা এলাকায় বাড়ির সামনে খেলছিল মেয়েটি। শম্ভু তাকে ঘরে ডেকে যৌন নিগ্রহ চালায়। মেয়েটি সব জানালে ভবানীপুর থানায় শম্ভুর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। এ দিকে, ছ’বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে সোমবার গ্রেফতার হল লরির এক খালাসি। ঘটনাটি ঘটে বৌবাজার থানা এলাকায়। ধৃতের নাম মহম্মদ ইরশাদ। পুলিশ জানায়, খেলনা দেওয়ার নামে প্রতিবেশী ওই শিশুকে বাড়িতে নিয়ে যায় ইরশাদ। অভিযোগ, শৌচাগারের ভিতর শিশুটির উপর যৌন নির্যাতন চালায় সে। শিশুটির চিৎকারে লোকজন ছুটে এলে পালায় ইরশাদ। রাতে সে ধরা পড়ে। এ দিনই আট বছরের একটি শিশুকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার হয় এক যুবক। ধৃত সানি সাউয়ের বাড়ি এন্টালি থানা এলাকায়। পুলিশ জানায়, শিশুটি সানির আত্মীয়। রবিবার তাকে নিজের বাড়িতে ডেকে ধর্ষণ করে সানি। সোমবার শিশুটি সব জানালে থানায় অভিযোগ হয়। রাতেই ধরা হয় সানিকে।
|
বান্ধবীর মোবাইল ঘাঁটতে ঘাঁটতে হঠাত্ই চোখে পড়ল একগুচ্ছ এসএমএস। তা নিয়ে শুরু হল বচসা। আর তাতেই হল কাল! তরুণী বান্ধবীর গায়ে হাত তোলার অভিযোগে ওই যুবককে গ্রেফতার করল পুলিশ। সোমবার রাতে, শেক্সপিয়র সরণি থানা এলাকায়। ধৃত রাজেরেস কারলো ওরফে রাজ কারলো পার্ক স্ট্রিট এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকারই একটি হোটেলে কাজ করতেন। হাওড়ার বাসিন্দা ওই তরুণী এজেসি বসু রোডের কাছে এক হোটেলে কাজ করেন। পুলিশ জানায়, সোমবার ওই এসএমএসগুলিকে ঘিরে বচসা বাধে। তরুণীর অভিযোগ, কথা কাটাকাটির সময়ে ওই যুবক তাঁর গায়ে হাত তোলেন। পুলিশ সূত্রের খবর, জেরার মুখে ওই যুবক জানায়, বান্ধবীর ফোনে অন্য ব্যক্তির এসএমএস দেখে তিনি রাগের মাথায় ওই তরুণীর গায়ে হাত তোলেন। অভিযুক্তকে মঙ্গলবার আদালতে তোলা হয়।
|
বাসের ধাক্কায় জখম হলেন এক মহিলা। মঙ্গলবার সকালে, বেহালা ট্রাম ডিপোর কাছে। পুলিশ জানায়, অরুণা চক্রবর্তী নামে ওই মহিলা বিদ্যাসাগর হাসপাতালে ভর্তি। বাসটি আটক হয়েছে। অন্য দিকে, সোমবার রাত সাড়ে ন’টা নাগাদ দক্ষিণ বন্দর থানার বাবুবাজার মোড়ের কাছে ধর্মতলাগামী ট্রামের সামনে পড়ে গিয়ে চোট পান এক ব্যক্তি। কৈলাস দাস নামে ওই ব্যক্তি এসএসকেএম-এ ভর্তি।
|
রাসবিহারী মোড়ের কাছে মঙ্গলবার দুপুরে আচমকা আগুন লেগে যায় এই ট্যাক্সিটিতে। পুলিশ জানায়, যাত্রী নিয়ে ট্যাক্সিটি চেতলার দিকে যাচ্ছিল। রাসবিহারী মোড়ের কাছে ইঞ্জিন থেকে কালো ধোঁয়া বেরোতে দেখে গাড়ি থামিয়ে দেন চালক। ট্যাক্সি খালি করে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই সেটি দাউদাউ করে জ্বলতে শুরু করে। দমকলের ইঞ্জিন পৌঁছনোর আগেই কলকাতা পুরসভার একটি পানীয় জলের ট্যাঙ্কারকে আগুন নেভানোর কাজে লাগানো হয়। ছবিটি তুলেছেন পরশ লিম্বু। |