মার্কিন কূটনীতিকদের ভেনেজুয়েলা ছাড়ার নির্দেশ
|
মার্কিন কূটনীতিকদের দেশ ছাড়ার জন্য ৪৮ ঘণ্টা সময় দিলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। দশ বছর ধরেই দু’দেশের মধ্যে সম্পর্ক ক্রমশ খারাপ হয়েছে। সম্প্রতি মাদুরো জানিয়েছেন, তাঁর কাছে প্রমাণ আছে যে তিন মার্কিন কূটনীতিক ভেনেজুয়েলার কয়েকটি পণ্য উৎপাদক সংস্থাকে ঘুষ দিয়েছে, যাতে সংস্থাগুলি তাদের উৎপাদনের হার কমিয়ে দেয়। মার্কিন রাষ্ট্রদূতের তরফে অবশ্য এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তারা এ-ও জানিয়েছে, যে তাদের তরফের কূটনীতিকরা এখনও কেউ সরকারি ভাবে দেশ ছাড়ার নির্দেশ পাননি।
|
সম্মান মুক্তিযুদ্ধের সহযোগীদের |
মুক্তিযুদ্ধের সময় বাঙালি ও বাংলাদেশের সমর্থনে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণের স্বীকৃতিস্বরূপ ৫৯ জন বিদেশি নাগরিককে বিশেষ সম্মানসূচক পদক দিল বাংলাদেশ। ঢাকায় বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে মঙ্গলবারের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের রাষ্ট্রপতি আব্দুল হামিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাম্মানিক পদকপ্রাপ্ত ৫৯ জনের তালিকায় রয়েছেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলি আহমেদ ও প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দ্র কুমার গুজরাল।
|
রাজনৈতিক কারণেই বন্ধ হতে চলেছে প্রাক্তন মার্কিন বিদেশসচিব হিলারি ক্লিন্টনের জীবন অবলম্বনে তৈরি তথ্যচিত্রটি। নিজের ব্লগে এমনটাই জানিয়েছেন পরিচালক চার্লস ফার্গুসন। তিনি আরও বলেন, “প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের স্ত্রী হিলারি ক্লিন্টন আগামী নির্বাচনে প্রেসিডেন্ট পদের জন্য লড়তে পারেন। তাই তথ্য জোগাড় করতে গিয়ে খুব সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।”
|
একশো টনেরও বেশি রাসায়নিক অস্ত্র ধ্বংস করতে বিশেষজ্ঞদের একটি আন্তর্জাতিক দলের সিরিয়া পৌঁছনোর কথা মঙ্গলবার। ‘অরগানাইজেশন ফর দ্য প্রহিবিশন অব কেমিক্যাল ওয়েপন’-এর তরফে পাঠানো ওই দলটি এক মাসের মধ্যেই সব অস্ত্র নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে ফেলতে পারবে বলে আশাবাদী তারা।
|
বছর বাষট্টির এক ভারতীয়ের দেহ উদ্ধার করা হল আবু ধাবির এক আবাসনের ধার থেকে। পুলিশ জানায়, সোমবার সকালে প্রতিবেশীরা দেহটি পড়ে থাকতে দেখেছিলেন। তাঁরাই পুলিশকে খবর দেন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, তিনি উত্তরপ্রদেশের লোক। জিবি নামেই পরিচিত ছিলেন স্থানীয় বাসিন্দাদের কাছে। গত এক বছর ধরে তিনি তাঁর স্ত্রীকে নিয়ে আবু ধাবিতে ছিলেন। স্ত্রী পেশায় স্কুল শিক্ষিকা। |