দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল এক মোটরবাইক আরোহীর। ঘটনাটি ঘটেছে জামুড়িয়ার বিজয় নগরের কাছে জামুড়িয়া চাকদোলা রাস্তায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম বাউল দত্ত (৪৭)। তাঁর বাড়ি আসানসোলের মহিশীলায়। পুলিশ জানিয়েছে, মৃতদেহ ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন মোটরবাইকে সবার পিছনে বসেছিলেন বাউলবাবু। তাঁর বোনের বাড়ি জামুড়িয়ার বিজয় নগর থেকে নিজের বাড়ি ফিরছিলেন বাউলবাবু। মোটরবাইক চালাচ্ছিলেন তাঁর ২৫ বছরের ভাগ্নে। তাঁদের দু’জনের মাঝে বসেছিল তাঁর তিন বছরের নাতি। বোনের বাড়ি থেকে আধ কিলোমিটার যেতে না যেতেই পিছন দিক থেকে আসা একটি ডাম্পারের ধাক্কায় তাঁরা তিন জন লুটিয়ে পড়েন। ঘটনাস্থলেই বাউলবাবুর মৃত্যু হয়। বাকি দু’জন সুস্থ আছেন।
|
স্ত্রীকে খুনে যাবজ্জীবন
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
স্ত্রীকে খুনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড হল এক ব্যক্তির। মঙ্গলবার দুর্গাপুর আদালতের অতিরিক্ত দায়রা বিচারক কার্তিক রুইদাস নামে ওই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানার সাজা শোনান। জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা যায়, ২০০২ সালে হিরাপুরের রেখা রুইদাসের বিয়ে হয় অন্ডালের কাজোড়ার বাসিন্দা পেশায় রেলকর্মী কার্তিকের সঙ্গে। ২০১১ সালের ৪ জানুয়ারি রেখাদেবী ধারাল অস্ত্রের কোপে খুন হন। তাঁর বাবা অভিযোগে করেন, বিয়ের পর থেকেই মেয়ের উপর শারীরিক ও মানসিক অত্যাচার করত কার্তিক। তার বিবাহ-বহির্ভূত সম্পর্কও ছিল। প্রতিবাদ করায় ভোজালি দিয়ে তাঁর মেয়েকে কার্তিক খুন করে বলে অভিযোগ করেন তিনি।
পুরনো খবর: স্ত্রীকে খুনের অভিযোগ, ধৃত
|
জামুড়িয়ার বালানপুর যুব তৃণমূলের উদ্যোগে মাধ্যমিকে ৪০ জন কৃতী ছাত্রছাত্রীকে সংবর্ধনা জানানো হল। সামাজিক কর্মকাণ্ডে যুক্ত ২০ জন প্রবীণ বাসিন্দার হাতেও পুস্পস্তবক তুলে দেওয়া হয়। ছিলেন যুব জেলা সভাপতি অভিজিত ঘটক।
|
মঙ্গলবার সন্ধ্যায় জামুড়িয়া বাজারের বেনিয়াপট্টি এলাকার একটি টায়ারের গুদামে আগুন লাগল। রানিগঞ্জ থেকে দমকলের দু’টি ইঞ্জিন গিয়ে আগুন আয়ত্তে আনে। পুলিশ জানায়, প্রাথমিক ভাবে অনুমান, শটসার্কিট থেকে এই অগ্নিকাণ্ড। |