গণতান্ত্রিক ব্যবস্থায় ভোটপত্রে না-ভোটের বন্দোবস্তও রাখা দরকার বলে সুপ্রিম কোর্ট সম্প্রতি জানিয়ে দিয়েছে। সেই নির্দেশ মেনে নির্বাচন কমিশন আগামী লোকসভা ভোটেই ব্যবস্থা নিচ্ছে। ডেপুটি নির্বাচন কমিশনার বিনোদ জুৎসি সোমবার কলকাতায় জানান, লোকসভা নির্বাচনে বৈদ্যুতিন ভোটযন্ত্রে ‘কাউকেই পছন্দ নয়’ বোতামও থাকবে। এখনও পর্যন্ত যা পরিস্থিতি, তাতে ওই ভোট নির্ধারিত সময়েই হবে, মনে করছেন তিনি।
২০১৪ সালের লোকসভা ভোটের জন্য এ রাজ্যের প্রস্তুতি খতিয়ে দেখতে জুৎসি কলকাতায় এসেছেন। তিনি এ দিন জেলা নির্বাচনী অফিসারদের সঙ্গে বৈঠক করেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, এখনই তাঁরা রাজ্যের আইনশৃঙ্খলা সংক্রান্ত আলোচনায় যাচ্ছেন না। প্রশাসনিক সূত্রের খবর, গত লোকসভা নির্বাচনের সময় কমিশনের কাজের প্রশংসা করে এ রাজ্যের বিভিন্ন সংবাদপত্রে যে-সব খবর প্রকাশিত হয়েছিল, এ দিনের বৈঠকের শুরুতেই সেগুলির প্রতিলিপি দেখান জুৎসি। তিনি জেলাশাসকদের বলেন, ২০১৪-র ভোটও যাতে অবাধ ও শান্তিপূর্ণ হতে পারে, তার জন্য উপযুক্ত ব্যবস্থা তাঁদেরই নিতে হবে।
রাজ্যের চলতি ভোটার তালিকা সংশোধন এবং আগামী লোকসভা ভোট সংক্রান্ত কাজের অগ্রগতি খতিয়ে দেখেন ডেপুটি নির্বাচন কমিশনার। তিনি জানান, ২০১৪ সালের ১ জানুয়ারি যাঁদের বয়স ১৮ বছর হবে, তাঁদের সকলের নাম এ বারের ভোটার তালিকায় তুলতে হবে। রাজ্যের সীমান্তবর্তী কয়েকটি জেলার ডিএম-রা তাঁকে জানান, জনগণনায় পাওয়া তথ্য অনুযায়ী ওই সব জেলায় যত তরুণ-তরুণীর বয়স ১৮ বছর হওয়ার কথা, বাস্তবে রয়েছেন তার চেয়ে বেশি। এই ব্যাপারে তাঁদের কী করণীয়, জুৎসির কাছে জানতে চান ওই জেলাশাসকেরা। জুৎসির জবাব, নাগরিকত্বের প্রমাণ ছাড়া কারও নাম ভোটার তালিকায় তোলা যাবে না।
কোথা থেকে কত নির্বাচনকর্মী মিলবে, তার তালিকা তৈরি নিয়েও এ দিন আলোচনা হয়। যাঁরা ভোটকর্মীদের প্রশিক্ষণ দেবেন (রিসোর্স পার্সন), তাঁদের প্রশিক্ষণ কেমন চলছে, তারও খোঁজ নেন জুৎসি। রাজ্যে যে-সব বৈদ্যুতিন ভোটযন্ত্র রয়েছে, সেগুলির অবস্থা খতিয়ে দেখার কাজ চলছে বলে জানান রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার সুনীল গুপ্ত। |