ছাই নিয়ে অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • গঙ্গাজলঘাটি |
ডিভিসি-র ছাই পরিবহণকারী গাড়ির দাপটে দুর্লভপুর-রানিগঞ্জ রাস্তার হাল শোচনীয় হচ্ছে। পাশাপাশি, ডিভিসি-র তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাইপুকুর থেকে ছাই উপচে লটিয়াবনি অঞ্চলের কয়েকটি গ্রামের চাষজমিও নষ্ট হয়েছে বলে অভিযোগ তুলল বিজেপি। দলের তরফ থেকে এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করে সোমবার গঙ্গাজলঘাটির বিডিওকে স্মারকলিপি দেওয়া হয়। বিজেপি-র বাঁকুড়া জেলা সাধারণ সম্পাদক অজয় ঘটক বলেন, “অতিরিক্ত মাত্রায় ছাই পরিবহণকারী গাড়িগুলির চলাচলে দুর্লভপুর-রানিগঞ্জ রাস্তার উপরে জামকুড়ি ও তারাপুরের মতো দুর্বল সেতুগুলি ভাঙতে বসেছে। যে কোনও দিন দুর্ঘটনা ঘটতে পারে। ছাই জমে জমি নষ্ট হচ্ছে। প্রশাসন এ বিষয়ে দৃষ্টি দিক।” ব্লক অফিসের এক আধিকারিক দাবি খতিয়ে দেখার আশ্বাস দেন।
|
শহিদ স্মরণ
নিজস্ব সংবাদদাতা • মানবাজার |
প্রতি বছরের মতো এ বারও মানবাজারে পালিত হল শহিদ দিবস। ১৯৪২ সালের ৩০ সেপ্টেম্বর মানবাজার থানা চত্বরে ব্রিটিশ পুলিশের গুলিতে গোবিন্দ মাহাতো ও চুনারাম মাহাতো নামে স্থানীয় দুই যুবক নিহত হন। দেশ স্বাধীন হওয়ার পরে ওই দুই শহিদের স্মৃতিরক্ষার্থে লোকসেবক সঙ্ঘ শহিদ বেদি স্থাপন এবং থানার যে অংশ থেকে গুলি চলেছিল, ওই কক্ষকে ‘হেরিটেজ’ ঘোষণার দাবিতে স্মরণসভা করছে। সঙ্ঘের সচিব সুশীল মাহাতো বলেন, “রাজ্যপাল-সহ প্রশাসনের সর্বস্তরে আমাদের দাবি জানানো হয়েছে।” সোমবার থানা চত্বরের বাইরে আর একটি সংস্থাও স্মরণ অনুষ্ঠান করে।
|
দোকানে চুরি
নিজস্ব সংবাদদাতা • বাঁকুড়া |
মোবাইল ফোনের দোকানের টিনের ছাউনি ভেঙে লক্ষাধিক টাকার মালপত্র চুরি করে পালাল দুষ্কৃতীরা। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়া শহরের লালবাজার এলাকায়। পুলিশ জানিয়েছে, বেশ কিছু মোবাইল, মেমরি কার্ড, দোকানের ল্যাপটপ এবং নগদ কয়েক হাজার টাকা চুরির অভিযোগ উঠেছে। ওই দোকানের মালিক সাগর গরাই বলেন, “রবিবার রাত ১২টার পর দোকান বন্ধ করে বাড়ি যাই। সকালে এসে দেখি, দোকানের টিনের ছাউনি ভাঙা। মালপত্র গায়েব। পুজোর মুখে আমার বিরাট ক্ষতি হয়ে গেল।”
|
দুর্ঘটনায় মৃত ২
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
মোটরবাইকে করে বাড়ি ফেরার পথে লরির ধাক্কায় মৃত্যু হল দুই যুবকের। সোমবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে পুরুলিয়ার মফস্সল থানার আইমণ্ডি মোড়ে, পুরুলিয়া-বোকারে ৩২ নম্বর জাতীয় সড়কে। মৃতেরা হলেন মুন্না বন্দ্যোপাধ্যায় (২৪) ও নিবারণ কুইরি (২২)। বাড়ি ঝালদার পাটঝালদায়। ঘটনায় বিষ্ণু চট্টোপাধ্যায় নামে আরও এক যুবক জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। লরি চালক পলাতক।
|
বিক্ষোভ কংগ্রেসের
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী তথা কংগ্রেস নেতা অধীর চৌধুরীকে রাজ্য সরকার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মিথ্যা মামলায় ফাঁসাচ্ছেএই অভিযোগে সোমবার সকালে পুরুলিয়া শহরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় শহর কংগ্রেস। এ দিন শহরের পোস্টঅফিস মোড়ে আধ ঘণ্টা রাস্তা অবরোধ করা হয়। পরে পুরুলিয়া সদর থানার সামনে বিক্ষোভ দেখান শতাধিক কংগ্রেস কর্মী-সমর্থক। |