পঞ্চায়েতের ধারা বজায় থাকল স্কুলের পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনেও। পুরুলিয়ার স্কুল নির্বাচনে তৃণমূলের জয়ের রথ এগিয়ে চলেছে।
রবিবার রঘুনাথপুর মহকুমার দু’টি থানা ও পুরুলিয়া মফস্সল থানার সাতটি স্কুলে নির্বাচন হয়েছে। রঘুনাথপুরের চেলিয়মা বিজলীপ্রভা হাইস্কুল বাদ দিয়ে বাকি ছ’টি স্কুলেই জিতেছেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। ওই স্কুলগুলিতে একটি আসনও পায়নি বামফ্রন্ট। চেলিয়ামার স্কুলটিতে রবিবার রাতের দিকে গণনার শেষ সময়ে উপস্থিত সিপিএম এবং তৃণমূলের সমর্থকদের মধ্যে বিবাদ বাধে। সিপিএমের অভিযোগ, তৃণমূলের কর্মীরা তাদের সমর্থকদের কয়েকটি মোটরবাইক ভাঙচুর করে। তৃণমূলের পাল্টা দাবি, সিপিএম প্রথমে তাদের উপরে চড়াও হয়েছিল। পুলিশ মোতায়েন থাকায় গণ্ডগোল বেশি দূর গড়ায়নি। বিজলীপ্রভা হাইস্কুলে ফল অবশ্য অমীমাংসিত থেকেছে। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সঙ্গে জোট করে এখানে প্রার্থী দিয়েছিল তৃণমূল। ৬টি আসনের মধ্যে তিনটি পেয়েছে জোট। বাকি তিনটি সিপিএমের দখলে। অন্য দিকে, রঘুনাথপুরেরই মধুতটী ও আগুইবাড়ি হাইস্কুলে পরিচালন সমিতি পেয়েছে তৃণমূল। একই ছবি কাশীপুর থানার নতুনগ্রাম হাইস্কুল, হদলদা-উপড়রা হাইস্কুল, সোনাইজুড়ি আঞ্চলিক হাইস্কুলে। মফস্সল থানার কড়াডি-জেডিআর রাজগড়িয়া হাইস্কুলেও জিতেছেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। জেলায় এমন দাপটের মধ্যেও দক্ষিণ পুরুলিয়ার পুঞ্চায় বাগদা চন্দ্রকান্ত বিদ্যাপীঠের অভিভাবক প্রতিনিধি নির্বাচনে কোনও প্রার্থীই দিতে পারেনি শাসক দল। ছ’টি আসনেই কংগ্রেসকে হারিয়ে জিতেছেন সিপিএম সমর্থিত প্রার্থীরা। এই স্কুলের পরিচালন সমিতিতে এর আগে সিপিএমই ক্ষমতায় ছিল। মানবাজারের গোপালনগর আশুতোষ হাইস্কুলে অবশ্য তৃণমূল সমর্থিত প্রার্থীরা ৬টি আসনেই জিতেছেন। |