টুকরো খবর
বৃষ্টিতে সঙ্কটে চ্যালেঞ্জার
লাগাতার বৃষ্টিতে মহাসঙ্কটে স্নেহাংশু আচার্য চ্যালেঞ্জার ট্রফি। পরিস্থিতি যে দিকে, তাতে টুর্নামেন্ট বন্ধ করে দেওয়ার সম্ভাবনাও উঠে পড়ছে। বৃষ্টির চোটে চ্যালেঞ্জারের প্রথম ম্যাচ হয়নি। সোমবার দ্বিতীয় ম্যাচ ছিল ঝাড়খণ্ড বনাম বাংলা ‘এ’। কিন্তু বৃষ্টির চোটে একটা বলও করা যায়নি। মাঠে এসেও ফিরে যায় ঝাড়খণ্ড। টুর্নামেন্টে রিজার্ভ ডে থাকায় আরও দু’দিন আছে এই ম্যাচের জন্য। কিন্তু প্রশ্ন হচ্ছে, ম্যাচ আদৌ হবে কি না। সিএবি কর্তারা বলছেন, মঙ্গলবার খুব রোদ উঠলে ম্যাচ চালু করা গেলেও যেতে পারে। নইলে সম্ভাবনা কম। সেক্ষেত্রে দ্বিতীয় ম্যাচও বন্ধ করতে হবে। কারণ রিজার্ভ ডে থাকলেও এক দিনে ১২০ ওভার খেলা সম্ভব নয়। দ্বিতীয় ম্যাচ করতে গেলে মঙ্গলবার অন্তত ২৪ ওভার করতেই হবে। সিএবি এখনই টুর্নামেন্ট বন্ধ করে দিতে রাজি নয়। কিন্তু টুর্নামেন্ট যে সঙ্কটে, সেটা মেনে নেওয়া হচ্ছে। যে কোনও উপায়ে চ্যালেঞ্জার শেষ করার আশ্চর্য ফর্মুলাও শোনা গেল। চলতি ম্যাচটা ছাড়া আরও একটা ম্যাচ বাকি চ্যালেঞ্জারে। বৃষ্টি ধরলে যদি সেটা হয়, তা হলে জয়ী দল চলে যাবে ফাইনালে। পরাজিত টিম টুর্নামেন্টের বাইরে। আর ফাইনালে দু’নম্বর হিসেবে যারা থাকবে, থাকবে একটাও ম্যাচ না জিতে, স্রেফ বৃষ্টিতে পণ্ড ম্যাচের পয়েন্ট ভাগাভাগির দাক্ষিণ্যে!

মঙ্গলবার কলকাতা লিগে
মহমেডান : কালীঘাট এমএস


শ্রীরামপুরে সারা বাংলা র্যাপিড দাবা
রিষড়ার মডার্ন চেজ অ্যাকাডেমি পরিচালিত পঞ্চদশ সারা বাংলা র্যাপিড দাবা প্রতিযোগিতা হয়ে গেল সম্প্রতি। শ্রীরামপুরের বটতলার একটি ভবনে দাবার আসর বসে। অ্যাকাডেমির কর্ণধার রুদ্রাণীচরণ চট্টোপাধ্যায় জানান, বিভিন্ন জেলার ২২১ জন নানা বয়সের প্রতিযোগী যোগদান করেন। সাড়ে ৮ পয়েন্ট পেয়ে সাধারণ বিভাগে চ্যাম্পিয়ন হন কলকাতার প্রান্তিক রায়। এ ছাড়াও অনূর্ধ্ব ৬, ৮, ১০, ১২ এবং ১৪ বছরের বালক ও বালিকা বিভাগে খেলা হয়। দৃষ্টিহীন এবং অন্য শারীরিক প্রতিবন্ধীরাও খেলায় যোগ দেন। সফল প্রতিযোগীদের হাতে নগদ অর্থ এবং ট্রফি তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন গ্র্যান্ডমাস্টার দীপ সেনগুপ্ত। স্মরণিকা প্রকাশ। সম্প্রতি সাহিত্য সভা ও স্মরণিকা প্রকাশ অনুষ্ঠান হয়ে গেল বাগনানে। সমসংহতি পত্রিকার উদ্যোগে গীতাঞ্জলি ভবনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহিত্যিক অম্লান সাঁতরা, সৌরেন্দুশেখর বিশ্বাস প্রমুখ।

রাজ্যের লড়াইয়ে নামছেন না জয়দীপ
অলিম্পিকে চতুর্থ হওয়া জয়দীপ কর্মকার নামছেন না। তবে দেশের অন্যতম নামী শ্যুটার মাম্পি দাস এ বারের রাজ্য শ্যুটিং চ্যাম্পিয়নশিপে নামছেন। মাম্পি ছাড়াও জাতীয় দলের চেনা মুখ জয়শ্রী দাস, শুভঙ্কর প্রামাণিকরাও থাকছেন লড়াইয়ে। রাজ্য প্রতিযোগিতার সঙ্গে পূর্বাঞ্চলের শ্যুটিং চ্যাম্পিয়নশিপও হবে ২-৬ অক্টোবর। আসানসোলে। প্রায় তিনশো শ্যুটার অংশ নিচ্ছেন রাজ্য চ্যাম্পিয়নশিপে। বাংলা-সহ মোট সাত রাজ্য থেকে প্রায় দুশো কুড়ি জন অংশ নেবেন পূর্বাঞ্চলীয় মিটে। রাজ্য প্রতিযোগিতায় না নামলেও সোমবার সাংবাদিক সম্মেলনে ছিলেন জয়দীপ। শ্যুটিংকে আরও জনপ্রিয় করতে নতুন উদ্যোগ নিচ্ছেন তিনি। জানুয়ারিতে আইপিএলের মতোই শ্যুটিংয়ের একটি টুর্নামেন্ট চালু করার প্রস্তুতি নিচ্ছেন জয়দীপ। তবে কোনও পেশাদার শ্যুটার এই টুর্নামেন্টে অংশ নিতে পারবেন না। জয়দীপ বলছিলেন, “আমি চেষ্টা করছি শ্যুটিং-কে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে।”

অ্যাথলিট তুলে আনার উদ্যোগ
স্কুল ও তৃণমূল স্তর থেকে অ্যাথলিট তুলে আনার চেষ্টা শুরু হয়েছে সর্বভারতীয় স্তরে। এ বার তা শুরু হচ্ছে বাংলায়। সোদপুরে দ্রোণাচার্য কুন্তল রায়ের অ্যাকাডেমির মাঠেই হবে আইএএএফ কিডস অ্যাথলেটিক্স। ৫ অক্টোবর থেকে। ৭ থেকে ১২ বছর বয়সী অ্যাথলিটদের নিয়ে শুরু হচ্ছে ছোটদের এই ওয়ার্কশপ ও ট্রেনিং। অংশ নেবে ১০ টি স্কুল ও ক্লাবের ছেলে, মেয়েরা। বিহার ও রাজস্থানে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে কিডস অ্যাথলেটিক্স প্রোগ্রাম।

বৃষ্টি ছিটকে দিল সানরাইজার্সকে
ব্রিসবেন হিটকে হারালে শেষ চারে যাওয়ার একটা ক্ষীণ আসা থাকত। কিন্তু মোতেরায় প্রবল বৃষ্টি সে সুযোগও দিল না সানরাইজার্স হায়দরাবাদকে। ম্যাচ ভেস্তে গেল। চার ম্যাচে ছ’পয়েন্ট থাকায় শিখর ধবনরা চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি থেকে ছিটকে গেলেন। তাদের একটা ম্যাচে জয়। হার দু’ম্যাচে। হিট প্রথম তিন ম্যাচে হারায় আগেই ছিটকে গিয়েছিল। গ্রুপ ‘বি’ থেকে চেন্নাই আগেই শেষ চারে যাওয়া নিশ্চিত করেছে। এখন দ্বিতীয় টিম হিসেবে সেমিফাইনালে যাওয়ার লড়াই টাইটানস আর ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো টিমের। তবে শেষ ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে বিরাট ব্যবধানে হারলে ক্যারিবিয়ান টিম ছিটকে যাবে। এ দিনের প্রথম ম্যাচে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো ছ’রানে (ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে) হারায় টাইটানসকে।

রাজ্য বডি বিল্ডিংয়ে
হাওড়া জেলা বডি বিল্ডিং সংস্থার পরিচালনায় রাজ্য বডি বিল্ডিংয়ে মহিলাদের দু’টি বিভাগে চ্যাম্পিয়ন তনুকা সরকার ও পূজা নস্কর। ৭০ কেজিতে চ্যাম্পিয়ন হুগলির বিজয় কুণ্ডু। দ্বিতীয় উত্তর ২৪ পরগণার গোপাল সাহা। সত্তর কেজি উর্দ্ধে চ্যাম্পিয়ন মিঠু ঘোষ, দ্বিতীয় আর্য ঘোষ (হাওড়া)। প্রতিবন্ধীদের বিভাগে সেরা শাকির হুসেন। ৬৫ কেজিতে চ্যাম্পিয়ন ডিএস ঠাকুর।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.