টুকরো খবর
খুন করে দেহ লোপাট, ধৃত স্বামী
সাইকেলের পিছনে বাঁধা মাছের পেটির মধ্যে প্লাসটিকে মোড়া এক যুবতীর দেহ উদ্ধার হয়েছিল গত ১৪ সেপ্টেম্বর সকালে। পুড়শুড়ার পাটশ্যামপুরে ওই ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, নিহত যুবতীর নাম সরিফা বেগম (২২)। তাঁকে খুনের অভিযোগে স্বামী শেখ সইদুলকে গ্রেফতার করল পুলিশ। সাইকেলটি পুড়শুড়ার-ডিহিভুরসুট রাস্তার উপরে পাটশ্যামপুরে পিচ রাস্তার গায়ে বিদ্যুতের খুঁটিতে ঠেস দিয়ে রাখা ছিল। বেওয়ারিশ সাইকেলটি দেখে সন্দেহ হওয়ায় স্থানীয় মানুষই পুলিশে খবর দেন। পুলিশ জানায়, সইদুলের বাড়ি হাওড়ার উদয়নারায়ণপুর থানার খড়গপুর গ্রামের কাজিপাড়ায়। দু’দিন ধরে তাঁকে নজরবন্দি করে রেখেছিল পুলিশ। পরে বাড়ি থেকেই গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, জেরায় খুনের কথা স্বীকার করেছেন ওই ব্যক্তি। নিজের বিবাহ বহির্ভূত সম্পর্কে বাধা দেওয়ার জেরেই সইদুল তাঁর রুগ্ন স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করে দেহ অন্যত্র পাচার করে দিতে চেয়েছিলেন বলে পুলিশের অনুমান।

ফেরিঘাট সংস্কার
নতুন সচিবালয় হাওড়ার এইচআরবিসি ভবনে জলপথে পৌঁছতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ৯টি ফেরিঘাট সংস্কারের সিদ্ধান্ত হয় আগেই। ৩টির কাজ সোমবার থেকে শুরু করল রাজ্য সেচ দফতর। সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় রামকৃষ্ণপুর ঘাট থেকে তার সূচনা করে জানান, রামকৃষ্ণপুর, শিবপুর ও চাঁদপাল ঘাটের কাজ শুরু হল। চাঁদপাল ঘাট সংস্কারে ২ কোটি ১৩ লক্ষ, রামকৃষ্ণপুরের জন্য ১ কোটি ৩২ লক্ষ, শিবপুরের জন্য ১ কোটি ৯৮ লক্ষ টাকা বরাদ্দ। মন্ত্রী বলেন, “আড়াই মাসে কাজ শেষ হবে।”

চিপস্ তৈরির কারখানা বন্ধ
পুজোর মুখে ফের একটি কারখানা বন্ধ হল হুগলিতে। দু’দিন আগে বন্ধ হয়েছিল চন্দননগরের গোন্দলপাড়া জুটমিল। সোমবার এই তালিকায় ঢুকল গুড়াপের আলুর চিপস্ তৈরির একটি কারখানা। আর্থিক সংকটের কারণ দেখিয়ে এ দিন কারখানার গেটে ‘সাসপেনশন অফ ওয়ার্ক’-এর নোটিস ঝুলিয়ে দেন কর্তৃপক্ষ। তাঁদের এই সিদ্ধান্তে সেখানকার শ’দেড়েক শ্রমিক সঙ্কটে পড়লেন। প্রশাসন সূত্রের খবর, পৈলান গোষ্ঠীর ওই কারখানায় চিপস্-সহ আলুর বিভিন্ন খাদ্য তৈরি হত। কর্তৃপক্ষের দাবি, ব্যবসায় লাভ হচ্ছিল না।

কোর্ট লক-আপে মারপিট নেপুর
কোর্টের লক-আপে মারপিটে জড়িয়ে পড়ল হুব্বা শ্যামল খুনের মামলার অন্যতম প্রধান অভিযুক্ত, শ্রীরামপুর শিল্পাঞ্চলের কুখ্যাত দুষ্কৃতী নেপু গিরি। পরিস্থিতি সামলাতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। সোমবার ঘটনাটি ঘটেছে চুঁচুড়া কোর্ট লক-আপে। পুলিশ জানায়, এ দিন প্রেসিডেন্সি জেল থেকে নেপুকে ওই আদালতে একটি মামলায় হাজির করার জন্য আনা হয়। আদালতে তোলার আগে কোর্ট লক-আপে অন্য বন্দিদের সঙ্গে মারপিটে জড়িয়ে পড়ে সে। পুলিশ লাইন থেকে অতিরিক্ত বাহিনী পাঠানো হয় ঘটনাস্থলে।

রবীন্দ্র-স্মরণ
সম্প্রতি রবীন্দ্র স্মরণ অনুষ্ঠান হয়ে গেল উলুবেড়িয়ায়। উলুবেড়িয়া তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে এবং ‘প্রয়াস’ সংস্থার ব্যবস্থাপনায় কৈজুড়ি বোর্ড প্রাথমিক বিদ্যালয় ভবনে এই অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন কৈজুড়ি হাইস্কুলের প্রাক্তন শিক্ষক বিজয়কৃষ্ণ মুখোপাধ্যায়।

যুব সম্মেলন
বিবেকানন্দ যুব সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল ধুলাগড়িতে। উদ্যোক্তা, বিবেকানন্দ কেন্দ্র, কন্যাকুমারীর হাওড়া জেলা শাখা।

ট্রেন চলাচল ব্যাহত
ট্রেনের যান্ত্রিক গোলযোগের কারণে সোমবার রাতে ব্যান্ডেল-হাওড়া শাখায় ট্রেন চলাচল ব্যাহত হল। পূর্ব রেল সূত্রের খবর, রাত সওয়া ৮টা নাগাদ ডাউন ব্যান্ডেল লোকাল বৈদ্যবাটি স্টেশনে ঢোকার কিছুটা আগে মাঝের একটি কামরার ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোতে দেখেন যাত্রীরা। সঙ্গে সঙ্গেই অবশ্য তা বন্ধ হয়ে যায়। তবে ট্রেনটি বেশ কিছু ক্ষণ দাঁড়িয়ে থাকে। ডাউন লাইনের অন্য কয়েকটি ট্রেনও দাঁড়িয়ে যায়। মিনিট চল্লিশ পরে ট্রেনটিকে ধীরে ধীরে স্টেশনে ঢোকানো হয়।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.