টুকরো খবর |
শ্লীলতাহানির অভিযোগ করে আক্রান্ত মহিলা
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
সন্তানের গৃহশিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছিলেন এক মহিলা। তাঁর অভিযোগের ভিত্তিতে সপ্তাহখানেক আগেই ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, তারই জেরে অভিযোগকারিণীকে রাস্তায় ঘিরে মারধর করল ধৃতের পরিজনরা। ছিঁড়ে দেওয়া হয় মহিলার কাপড়ও। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে। আজ গোলাঘাটের নোরা গ্রামে ঘটনাটি ঘটে। বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে রাজ্য মহিলা কমিশনও। স্বতঃপ্রণোদিত ভাবে ওই তদন্ত শুরু করেছে কমিশন।পুলিশ জানায়, সপ্তাহখানেক আগে সতপাল সিংহের নামে শ্লীলতাহানির অভিযোগ করেছিলেন বছর আটত্রিশের ওই মহিলা। গ্রেফতার করার পর আদালতের নির্দেশে অভিযুক্তকে জেল হেফাজতে পাঠানো হয়। গতকাল ধৃতের মায়ের মৃত্যু হয়। এরপরই অভিযোগকারিণীর বাড়িতে চড়াও হয় সতপালের আত্মীয়, বন্ধু, পড়শিরা। রাস্তায় টেনে নিয়ে গিয়ে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। কাপড় ছিঁড়ে দেওয়া হয়। কেটে দেওয়া হয় চুলও। পুলিশ সেখানে পৌঁছে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।পুলিশ জানিয়েছে, হামলাকারীদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। সবাইকেই গ্রেফতার করা হবে। তবে আজ রাত পর্যন্ত কেউ ধরা পড়েনি।
|
ব্ল্যাক ক্যাটও হারাবেন লালু
সংবাদ সংস্থা • নয়াদিল্লি |
‘ব্ল্যাক ক্যাট’ কম্যান্ডো বাহিনী আর ঘিরে থাকবে না লালুপ্রসাদ যাদবকে। পশুখাদ্য কেলেঙ্কারির মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর এমনই সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। জেড-প্লাস নিরাপত্তা পেতেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ। তাঁর নিরাপত্তার দায়িত্বে ছিলেন ন্যাশনাল সিকিউরিটি গার্ড কম্যান্ডোরা। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তাঁর ওই পর্যায়ের নিরাপত্তা প্রয়োজন হবে না বলেই মনে করা হচ্ছে।
|
ক্লিনিকাল ট্রায়াল নিয়ে
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
প্রয়োজনীয় সুরক্ষার ব্যবস্থা না করে মানুষের উপর কোনও নতুন ওষুধের ক্লিনিক্যাল ট্রায়াল করা যাবে না বলে সোমবার জানাল সুপ্রিম কোর্ট। এ দিন কোর্ট আরও বলে, সব ব্যবস্থা ঠিক মতো নেওয়া হচ্ছে কি না, তা দেখতে নজরদারির ব্যবস্থাও রাখতে হবে। বিচারপতি আর এম লোঢার বেঞ্চকে এ দিন কেন্দ্রও আশ্বস্ত করেছে সব ধরনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত সদ্য অনুমতি পাওয়া ১৬২টি ওষুধের ক্লিনিক্যাল ট্রায়াল করতে দেওয়া হবে না।
|
ভোট বয়কটের হুমকি কেদারে
নিজস্ব সংবাদদাতা • দেহরাদুন |
তিন মাস হয়ে গিয়েছে প্রকৃতির তাণ্ডবে ঘরছাড়া কেদারনাথের বাসিন্দারা। কিন্তু কেদারের মন্দির সারাতে তৎপর হলেও রাজ্য সরকার তাঁদের পুনর্বাসনের কোনও ব্যবস্থাই করেনি বলে অভিযোগ জানালেন ওই এলাকার বাসিন্দারা। পাশাপাশি, বহুগুণা সরকার তাঁদের জন্য উপযুক্ত পুনর্বাসনের ব্যবস্থা না করলে ২০১৪ সালে লোকসভা নির্বাচন বয়কট করার হুমকিও দিয়েছেন তাঁরা।
|
ট্রেনে কাটা ৬০
নিজস্ব সংবাদদাতা • মাদুরাই |
রেললাইন পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে মারা গেল ৬০টিরও বেশি গবাদি পশু। আহত হয়েছে আরও ২০টি। তামিলনাড়ুর মাদুরাই জেলার থেনুরের কাছে এই ঘটনাটি ঘটেছে। রেল সূত্রের খবর, ট্রেনটি একটি বাঁক নেওয়ার পরই এই ঘটনা ঘটে। বাঁকের আড়ালের জন্যই গবাদি পশুর ওই ঝাঁকটিকে দেখতে পাননি চালক।
|
ক্ষতিপূরণ ১ লাখ
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
এক মহিলা যাত্রীকে এক লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে রেলকে নির্দেশ দিল ক্রেতা সুরক্ষা আদালত। দিল্লি থেকে লুধিয়ানা যাওয়ার পথে ট্রেনের প্রথম শ্রেণি থেকে চুরি হয় মহিলার ব্যাগ। কোর্ট জানিয়েছে, রেলের গাফিলতিতেই এই ঘটনা ঘটেছে।
|
রাহুল-প্রিয়ঙ্কা
নিজস্ব সংবাদদাতা • অমেঠি |
অমেঠির দলীয় কর্মীদের সঙ্গে গোপন বৈঠক সারলেন রাহুল গাঁধী এবং প্রিয়ঙ্কা বঢরা। কংগ্রেস সূত্রের খবর, সদ্য নির্বাচিত ৩১ জন জেলা কমিটির সদস্য ওই বৈঠকে উপস্থিত ছিলেন।
|
দেহ উদ্ধার
নিজস্ব সংবাদাতা • শিলচর |
বাড়ির কাছেই উদ্ধার হল প্রাক্তন সেনাকর্মীর মৃতদেহ। নাম রফি আহমেদ। শিলচর থানার তোপখানার বাসিন্দা ছিলেন। গত রাতে দু’জন যুবক রফিকে ডেকে নিয়ে যায়। আজ সকালে তাঁর দেহ মেলে। দেহে ধারালো অস্ত্রে আঘাতের চিহ্ন ছিল।
|
মোদীকে জোটবার্তা জগনের |
|
মুম্বইয়ের জনসভায় মোদী-বন্দনা। সোমবার। ছবি: এএফপি। |
প্রায় ১৬ মাস পর জেল থেকে বেরিয়েই নরেন্দ্র মোদীকে জোট বার্তা পাঠালেন জগন্মোহন রেড্ডি। দক্ষ প্রশাসক হিসেবে মোদীর প্রশংসা করার পাশাপাশি জগন বলেন, দেশের স্বার্থে সব দলকে নিয়ে এক ধর্মনিরপেক্ষ মঞ্চ গড়ে গোটা ব্যবস্থাটাই বদলে দিতে উদ্যোগী হওয়া উচিত মোদীর। |
|