কাজ না দেওয়ার অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • মাড়গ্রাম |
১০০ দিন প্রকল্পে কাজ না দেওয়ার অভিযোগ উঠল কংগ্রেস পরিচালিত হাঁসন ২ পঞ্চায়েতের বিরুদ্ধে। শ্রীকৃষ্ণপুর গ্রামের বাসিন্দাদের একাংশ এ ব্যাপারে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। অভিযোগ, সম্প্রতি ছোট কার্তিকচুংড়ি গ্রামে একটি পুকুর পাড়ের মাটি সমান করার কাজ হয়। গত অগস্ট কাজ চেয়ে পঞ্চায়েতে আবেদন করলেও প্রধান তা গ্রহণ করেননি। ফের ডাকযোগে কাজ চেয়ে আবেদন পাঠানো হলেও সাড়া মেলেনি। আরও অভিযোগ, ১০ অক্টোবর পর্যন্ত ওই পুকুর পাড়ের মাটি কাটার কথা থাকলেও আগেই কাজ শেষ হয়ে গিয়েছে। পঞ্চায়েত প্রধান দীপেন মালের দাবি, “কাজ দেওয়া যাবে না বা কাজ দেব না, এ কথা আমি বলার কেউ নই। কাজটা ছোট ছিল। কাজ সম্পূর্ণ হওয়ার পরে ওরা কাজের জায়গায় এসেছিল।” রামপুরহাট ২ বিডিও অর্নিবাণ সাহু বলেন, “শ্রমিকেরা যাতে কাজ পান, তার জন্য প্রধানকে বলা হয়েছে।”
|
র্যাগিং রুখতে প্রতিযোগিতা
নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
শিক্ষা প্রতিষ্ঠানে র্যাগিং রুখতে সোমবার বোলপুরের একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে হয়ে গেল প্রশ্নোত্তর-সহ বিভিন্ন বিষয়ের উপরে প্রতিযোগিতা। ওই কলেজের সিনিয়র ছাত্রছাত্রীরা প্রতিযোগিতার আয়োজন করেছিলেন। শুধু বোলপুরের ওই কলেজটি একটি বেসরকারি সংস্থার অধীনে। ৬টি কলজে এই প্রতিযোগিতা হয়েছে। বোলপুরের ওই প্রতিষ্ঠানের রেজিস্টার অমিতাভ চৌধুরী বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানে প্রায়ই র্যাগিং নিয়ে হইচই হয়। সিনিয়ারদের এ রকম অভিনব উদ্যোগ সাড়া ফেলবে।” সিনিয়র ছাত্র গৌরব সিংহ, অয়ন প্রজাপ্রতির কথায়, “উদ্দেশ্য সফল হলে আর ভাল লাগবে।”
|
স্কুল নির্বাচন
নিজস্ব সংবাদদাতা • ময়ূরেশ্বর ও রাজনগর |
বিজেপির হাত থেকে ময়ূরেশ্বরের দাসপলশা উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতি ছিনিয়ে নিল তৃণমূল। রবিবার ছিল ওই স্কুলের নির্বাচন। এই স্কুলে বিজেপি জিততে না পারলেও ব্রাহ্মণবহড়া উচ্চ বিদ্যালয়ের ক্ষমতা পুনর্দখল করল তারা। পদ্ধতিগত ত্রুটির অভিযোগে ময়ূরেশ্বর বালিকা বিদ্যালয়ের ফলাফল ঘোষণা করা হয়নি। রাজনগরের তাঁতিপাড়া আইটি গার্লস ও রাজনগর বালিকা বিদ্যালয়ে ক্ষমতা ধরে রেখেছে তৃণমূল।
|
পাথর বোঝাই করা শ্রমিকেরা কাজ পাচ্ছেন না। অথচ প্রশাসন কোনও নজর দিচ্ছে না। শ্রমিকদের কাজ দেওয়ার দাবিতে সোমবার নলহাটি ১ বিডিও-র দ্বারস্থ হল আইএনটিইউসি এবং টিইউসিসি প্রভাবিত শ্রমিক সংগঠনের সদস্যেরা। বিডিও তাপস বিশ্বাস বলেন, “শ্রম দফতরকে বিষয়টি দেখতে বলা হবে।” মালিক সমিতির একটি সংগঠনের সভাপতি আনন্দ যাদব বলেন, “শ্রমিকেরা ক্রাশারে এলেই মালিকেরা কাজ দেবেন।” |