টুকরো খবর
হার্ট নিয়ে সচেতনতা-পদযাত্রা
‘বিশ্ব হার্ট দিবস’ উপলক্ষে রবিবার দুর্গাপুরের দ্য মিশন হাসপাতালের উদ্যোগে পদযাত্রা ও মোটরবাইক র‌্যালির আয়োজন করা হয়। হার্ট নিয়ে সচেতনতা গড়তেই এই আয়োজন বলে জানিয়েছেন উদ্যোক্তারা। এ দিন সকাল সাড়ে ৮টা নাগাদ পদযাত্রা শুরু হয় হাসপাতাল থেকে। ব্যাঙ্ক কলোনি, এডিডিএ বাজার ঘুরে পদযাত্রা শেষ হয় হাসপাতালে এসে। কয়েকশো মানুষ পদযাত্রায় যোগ দেন। ছিল কচিকাঁচারাও। উদ্যোক্তারা জানান, ধূমপান না করা, দৈনিক আধঘণ্টা ব্যায়াম করা, নিয়মিত যোগ-ব্যায়াম করলে হার্টের বহু সমস্যাই কমে যায়।
চলছে পদযাত্রা।—নিজস্ব চিত্র।
পদযাত্রার মাধ্যমে সেই বার্তাই দেওয়ার চেষ্টা করা হয়। মোটরবাইক র্যালি হাসপাতাল থেকে শুরু হয়ে ফুলঝোড়, সিটি সেন্টার বাসস্ট্যান্ড ঘুরে শেষ হয় হাসপাতালে। দুর্গাপুর ছাড়াও বর্ধমান, আসানসোল, পুরুলিয়া ও ধানবাদেও এ দিন এই ধরনের কর্মসূচি নেওয়া হয় বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। হাসপাতালের মেডিক্যাল ডিরেক্টর জয়দীপ ভাদুড়ি জানান, বিশ্ব হার্ট দিবসে এবার জোর দেওয়া হয়েছে মহিলা ও শিশুদের হার্টের সমস্যা দূর করার ব্যাপারে। পদযাত্রা ও মোটরবাইক র‌্যালিতেও সেই ভাবনা ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছিল। হাসপাতালের চেয়ারম্যান সত্যজিৎ বসু জানান, সচেতনতার মাধ্যমে হার্টের অনেক সমস্যাই নিয়ন্ত্রণ করা সম্ভব। জীবন যাপনে কিছু নিয়ম মানলে হার্টের সমস্যাও কমে যায়। হাসপাতালের পক্ষ থেকে সাধারণ মানুষকে হার্ট নিয়ে সচেতন করতেই এ দিনের পদযাত্রা ও মোটরবাইক র‌্যালির আয়োজন করা হয় বলে জানান তিনি।

বাঁকুড়ায় দূষিত জলে ছড়াচ্ছে ডায়েরিয়া
পুজোর আগে বাঁকুড়া জেলার একের পর এক এলাকায় ডায়েরিয়ার প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। বাঁকুড়া ১, ওন্দা ও বিষ্ণুপুর ব্লকের পরে এ বার বাঁকুড়া ২ ব্লকের জুনবেদিয়া গ্রাম পঞ্চায়েতের কেলাবেলা গ্রামে ডায়েরিয়া ছড়িয়েছে। সেখানে একশোর বেশি বাসিন্দা ডায়েরিয়ায় আক্রান্ত হয়েছেন। ইতিমধ্যেই ওন্দা ও বিষ্ণুপুরে জলবাহিত এই রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন দু’জন। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক শুভ্রাংশু চক্রবর্তী বলেন, “কেলাবেলা গ্রামে ১২৫ জন ডায়েরিয়ায় আক্রান্ত হয়েছেন।” বাঁকুড়া ২ ব্লকের স্বাস্থ্য আধিকারিক সুমন পাল জানান, রবিবার সন্ধ্যা পর্যন্ত ওই গ্রামের ১৩ জন বাঁকুড়া মেডিক্যালে চিকিৎসাধীন রয়েছেন। ওই গ্রামে স্বাস্থ্য শিবির চলছে। বাঁকুড়া ২ ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি আলোক সিংহ জানান, রবিবার থেকে ওই গ্রামে ডায়েরিয়া ছড়িয়েছে। পেটের গোলমালের সঙ্গে ঘনঘন বমিও হচ্ছে। তিনি বলেন, “আপাতত বাঁকুড়া পুরসভা থেকে ট্যাঙ্কারে করে জল এনে গ্রামবাসীদের সরবরাহ করা হচ্ছে।” সম্প্রতি এই জেলায় ডায়েরিয়ার প্রকোপ বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন জেলা স্বাস্থ্য দফতরও। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলেন, “বেশির ভাগ ক্ষেত্রেই দেখছি পরিশ্রুত নয় এমন জল পান করায় ডায়েরিয়া ছড়াচ্ছে। অনেকে আবার পুকুরের জলও পান করেন।” জেলা সভাধিপতি অরূপ চক্রবর্তী বলেন, “সকলেই যাতে পরিশ্রুত পানীয় জল খেতে পান, সে ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়েছে। পানীয় জলের উৎসগুলি পরিশুদ্ধ করায় নজর দেওয়া হচ্ছে।” জেলা স্বাস্থ্য দফতরকে সব রকম সাহায্য করার আশ্বাস দিয়েছেন তিনি।

পায়ে পায়ে
‘ওয়ার্ল্ড হার্ট ডে’ উপলক্ষে সচেতনতার প্রসারে মোহরকুঞ্জের সামনে রাজ্যপাল এম কে নারায়ণন।
অনুষ্ঠানটির আয়োজক ছিল ‘বি এম বিড়লা হার্ট রিসার্চ সেন্টার’। ছবি: সুমন বল্লভ।

ক্যানসার রুখতে র‌্যালি শিলচরে
ক্যানসার সচেতনতার জন্য মোটরসাইকেল র‌্যালির আয়োজন করল কাছাড় ক্যানসার হাসপাতাল। আজ তার সূচনা করেন হাসপাতাল সোসাইটির সভাপতি চিন্ময় চৌধুরী। সঙ্গে ছিলেন হাসপাতালে চিকিৎসাধীন গুয়াহাটির রামেশ্বর দাস। ড্রিমস, এনফিল্ড ক্লাব, অরুণোদয় সঙ্ঘ, তেরাপন্থ যুবক সঙ্ঘ, ইগনাইট-সহ নানা সংগঠনের বহু তরুণ-যুবক বরাক উপত্যকার তিন জেলায় ঘোরেন। তামাক বর্জনের আহ্বান জানিয়ে সমাবেশও করেন। তাঁদের বক্তব্য, অনেকেই ছাত্রাবস্থায় নেশায় আসক্ত হন। তাদের সচেতন করা হলে, ক্যানসার অনেকটাই ঠেকানো সম্ভব।

রোগীর পাশে পুলিশ
জনসংযোগ বাড়াতে স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে ফল ও মিষ্টি বিতরণ করল হিড়বাঁধ থানার পুলিশ। শনিবার হিড়বাঁধের আমঝুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে প্রায় ১২০ জন রোগীকে ফল ও মিষ্টি দেওয়া হয়। ছিলেন ইঁদপুরের সার্কেল ইনস্পেক্টর কালীপ্রসাদ গঙ্গোপাধ্যায়, হিড়বাঁধের ওসি সলিল পাল প্রমুখ।

সহৃদয়
ওয়ার্ল্ড হার্ট ডে উপলক্ষে বেলডাঙার এক স্বেচ্ছাসেবী সংস্থা ‘মে আই হেল্প ইউ’ ও দি মিশন
হাসপাতাল দুর্গাপুরের যৌথ উদ্যোগে আয়োজিত শিবিরে বিনা ব্যয়ে চলছে হার্টের রোগীদের
চিকিত্‌সা। সঙ্গে ইসিজি ও ইকো কালার ডপলার। ডাঃ সত্যজিত্‌ বসুর
তত্ত্বাবধানে ২৫০ রোগীর চিকিত্‌সা হয় ওই শিবিরে।—নিজস্ব চিত্র।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.