• সাঁইথিয়ার ভবানীপুর ‘সপ্তপদী’ সংস্কৃতি সোসাইটি আয়োজিত গত ২৬-২৮ সেপ্টেম্বর নাট্যোৎসব হয়ে গেল। শেষ দিনে আয়োজক সংস্থার দু’টি নাটক মঞ্চস্থ হয়। বাকি দু’দিন নাটক মঞ্চস্থ করে সিউড়ির ‘আত্মজ’, সাঁইথিয়ার একটি নাট্য সংস্থা, লাভপুরের বীরভূম সংস্কৃতি বাহিনী এবং আমোদপুরের একটি নাট্য সংস্থা।
• সিউড়ি ‘চিরন্তন’ থিয়েটার বহু পুরষ্কার প্রাপ্ত ‘পরিক্রমা’ নাটকটি মঞ্চস্থ করল ২৮ সেপ্টেম্বর।
• সিউড়ির সিদো-কানহু মঞ্চে গত ২৪ সেপ্টেম্বর সিউড়ির ‘এখনই’ নাট্য সংস্থার ৩০ বর্ষ পদার্পণে স্থানীয় শ্রী রামকৃষ্ণ সভাগৃহে মঞ্চস্থ করেছে ‘আয়না’ নাটকটি।
• ইলামবাজার থানার দ্বারোন্দা এলাকার ‘প্রবাহ’ নামে একটি সাহিত্য সংস্কৃতি ও সমাজ বিকাশ মূলক প্রতিষ্ঠানের উদ্যোগে বিদ্যাসাগরের ১৯৪তম জন্মদিন পালিত হয়েছে। রবিবার সন্ধ্যায় এই উপলক্ষে প্রতিষ্ঠানের মুখপত্র ‘বনপাহাড়ী’ নামে একটি সাহিত্য পত্রিকা প্রকাশিত হয়। রামনগর প্রাথমিক স্কুলে অনুষ্ঠান হয়।
|