পুলিশি হেফাজতে টানা চার দিনের জেরায় সব কথা কবুল করেছিল আসমিনার স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন। তার পরেও নদিয়ার নাকাশিপাড়ার বাদবিল্বগ্রামের আসমিনার দেহ উদ্ধার করতে পুলিশের সময় লাগল প্রায় একমাস। শনিবার দুপুরে গ্রামের বিলের ধারের ঝোঁপের মধ্যে একটি কঙ্কাল দেখতে পেয়ে পুলিশে খবর দেন এলাকার লোকজন। পরে আসমিনা বিবির বাবা কানুউদ্দিন সেখ হাতের চুড়ি ও আংটি দেখে মেয়েকে সনাক্ত করেন। জেলার পুলিশ সুপার সব্যসাচীরমণ মিশ্র বলেন, “ধৃতরা জেরার সময় ওই জায়গাটির কথা বলেছিল। কিন্তু জলের তলায় মাটির নিচে মৃতদেহটি পোঁতা থাকায় সেই সময় জায়গাটি ঠিকমতো চিহ্নিত করা যায়নি।” বাদবিল্বগ্রামের আসমিনা বিবি দুই সন্তানের জন্ম দেওয়ার পর শ্বশুরবাড়ির অমতে বন্ধ্যাকরণ করিয়েছিলেন। সম্প্রতি তাঁর ছেলে সপর্দষ্ট হয়ে মারা যায়। তার পর থেকেই আসমিনার উপর অত্যাচার শুরু হয়। ৩১ অগস্ট নিখোঁজ হয়ে যান ওই মহিলা। পরে খুনের উদ্দেশে অপহরণের অভিযোগে আসমিনার স্বামী সহ মোট ছ’জনকে গ্রেফতার করে পুলিশ।
|
স্থায়ীকরণ ও সাম্মানিক ভাতা বৃদ্ধির দাবিতে মুর্শিদাবাদের বড়ঞা ব্লকের পার্শ্বশিক্ষকরা বাহাদুরপুর নিমা উচ্চ বিদ্যালয়ে সম্মেলন করে। সন্মেলন শেষে সংগঠনের বড়ঞা ব্লক শাখার সম্পাদক কল্যান ঘোষ বলেন, “বাম আসলে মাসে প্রাথমিক পার্শ্বশিক্ষকদের ৫২০০ টাকা ও হাই স্কুলের পার্শ্বশিক্ষকদের ৭২০০ টাকা করে সাম্মানিক ভাতা দেওয়া নিয়ম চালু হয়। কিন্তু বর্তমান সরকার এখনও পর্যন্ত মাইনে বাড়াচ্ছে না। বিষয়টি রাজ্যপালকে জানিয়েছি। পরে শিক্ষামন্ত্রীকেও জানানো হবে।”
|
বাসে করে গণতান্ত্রিক মহিলা সমিতির সভায় যোগ দিতে বহরমপুর যাওয়ার পথে পথ দুর্ঘটনায় কুড়ি জন জখম হয়েছেন। তাঁদের মধ্যে ৬ জনকে জঙ্গিপুর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। রবিবার দুপুরে সাগরদিঘির জনসীর কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি একটি লরিটিকে ধাক্কা দিতেই এই বিপত্তি। অন্য দিকে এ দিনই বহরমপুরগামী একটি ট্রেলারের ধাক্কায় বেথুয়াডহরী অভয়ারণ্যের কাছে অজ্ঞাত পরিচয় মাঝবয়সী এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। |