টুকরো খবর
শেষ চারে রাজস্থান
মহেন্দ্র সিংহ ধোনিদের চেন্নাই সুপার কিংসের পর রবিবার রাহুল দ্রাবিড়ের রাজস্থান রয়্যালসও চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির শেষ চারে উঠল। জয়পুরে আইপিএল সিক্সের অপরাজিত জয়ের দৌড় চ্যাম্পিয়ন্স লিগেও বজায় রেখে রবিবার রাজস্থান ৯ উইকেটে হারাল পারথ স্কর্চার্সকে। কেভন কুপারের (৪-১৮) দুরন্ত বোলিংয়ের সামনে স্কর্চার্স প্রথমে ব্যাট করে ১২০ রানে অলআউট হয়ে যায়। জেমস ফকনার (২-১৬) আর প্রবীণ তাম্বেও (২-১৭) স্কর্চার্সের ব্যাটসম্যানদের দাঁত ফোটাতে দেননি। জবাবে ব্যাট করতে নেমে দ্রাবিড় (০) প্রথম বলেই ফিরে যান। তবে অধিনায়ককে হতাশ করেননি তাঁর দলের তরুণ ব্যাটসম্যানরা। টুর্নামেন্টের শুরু থেকেই ঠান্ডা মাথার জন্য যাঁদের প্রশংসা করে আসছিলেন, সেই অজিঙ্ক রাহানে (৬২ ন.আ.) আর সঞ্জু স্যামসন (৫০ ন.আ) মিলে জেতান রাজস্থানকে। ১৬.৩ ওভারে রাজস্থান ১২১-১ রান তুলে সেমিফাইনালে যাওয়ার পথ পরিষ্কার করে ফেলে। এ দিনের প্রথম ম্যাচে ব্রেন্ডন ম্যাকালামের ওটাগো ভোল্টস সুপার ওভারে লায়ন্সকে হারিয়ে সেমিফাইনালে যাওয়ার পথে অনেকটাই এগিয়ে গেল। মঙ্গলবার ওটাগোর লড়াই রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। এই ম্যাচে দ্রাবিড়দের হারাতে পারলেই শেষ চারে চলে যাবেন ম্যাকালামরা। এই ম্যাচের উপর নিভর্র করছে মুম্বই ইন্ডিয়ান্সের ভাগ্যও। রাজস্থান ওটাগোকে হারাতে পারলে সচিন তেন্ডুলকরদের সেমিফাইনালে যাওয়ার পথ উজ্জ্বল হবে।

সুব্রত কাপে হার কালনার স্কুলের
সুব্রত কাপের অনূর্ধ্ব-১৪ বিভাগের জাতীয় স্তরের প্রতিযোগিতার দ্বিতীয় খেলায় হেরে গেল কালনার কৃষ্ণদেবপুর উচ্চবিদ্যালয়। শনিবার দিল্লির রেসকোর্স মাঠে গোয়ার একটি স্কুলের কাছে ২-৪ গোলে হেরে যায় বর্ধমানের এই স্কুল-দল। কালনা মহকুমা ক্রীড়া সংস্থার সম্পাদক অমরেন্দ্রনাথ সরকার জানান, এ দিন খেলার প্রথম ৪০ মিনিট পর্যন্ত ২ গোলে এগিয়েছিল কালনার স্কুলটি। এরপর আরও গোল করতে আক্রমণে জোর বাড়ায় কৃষ্ণদেবপুর উচ্চ বিদ্যালয়ের ছেলেরা। তাতেই বাঁধে বিপত্তি। প্রতি আক্রমণে এসে শেষ ২০ মিনিটে ৪ গোল করে যায় গোয়ার স্কুলের ছেলেরা। এ দিন কৃষ্ণদেবপুরের ১৬ জন ২ জন খেলোয়াড়কে ডাক্তারি পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারার কারণে মাঠে নামতে দেওয়া হয়নি। এই হারের পরে পরবর্তী পর্যায়ে যাওয়া কঠিন হয়ে গেল কালনার স্কুলটির কাছে। পরের ম্যাচে গোয়ার স্কুলটি যদি হারে ও কালনার স্কুলটি যদি বড় ব্যবধানে জেতে একমাত্র তাহলেই তাদের পক্ষে পরবর্তী পর্যায়ে যাওয়া সম্ভব। প্রসঙ্গত, ফাইনালে হুগলির একটি স্কুলকে হারিয়ে রাজ্য থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে দিল্লির টিকিট পেয়েছে কালনার কৃষ্ণদেবপুর উচ্চ বিদ্যালয়।

ডেম্পো আর পুণের ড্র, জিতল বেঙ্গালুরু
শিলং লাজংয়ের কাছে হারের পর এ বার মুম্বই এফসি-র সঙ্গে ড্র করল পাঁচ বারের আই লিগ জয়ী ক্লাব ডেম্পো। বিরতির ঠিক আগে ইনজুরি টাইমে জেজের গোলে এগিয়ে যায় ডেম্পো। অনেক চেষ্টা করেও শেষ পর্যন্ত গোল ধরে রাখতে পারেননি ক্লিফোর্ড-দেবব্রতরা। নির্ধারিত সময়ের চার মিনিট আগে সমতা ফেরান মুম্বই এফসি-র আনোয়ার আলি। অন্য দিকে শিলং লাজংয়ের ঘরের মাঠে মিলান, বৈথাংদের সঙ্গে গোলশূন্য ড্র করল পুণে এফসি। বেঙ্গালুরুতে আবার দুরন্ত ছন্দে সুনীল ছেত্রীরা। আই লিগের প্রথম ম্যাচে মোহনবাগানকে আটকে দেওয়ার পর রবিবার রাংদাজিদকে ৩-০ হারাল আই লিগের নতুন ফ্র্যাঞ্চাইজি দলটি। বেঙ্গালুরু এফসি-র তিনটি গোল জন জনসন, শন রুনি ও সুনীল ছেত্রীর।

বিসি রায় ট্রফি চ্যাম্পিয়ন মিজোরাম
৬-১ গোলে অসমকে হারিয়ে অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়ন হল মিজোরাম। ম্যাচের শুরুতে অবশ্য জে ভামার গোলে অসমই এগিয়ে গিয়েছিল। কিন্তু মাউইমিংথাঙ্গার হ্যাটট্রিক এবং ভানলালরেমকিমার জোড়া গোলে কার্যত উড়ে যায় অসম। এ ছাড়াও মিজোরামের ভানলাবিয়া ছাংতে একটি গোল করেছেন। উল্লেখ্য, ফুটবলারদের বয়স সংক্রান্ত জটিলতা মিটিয়ে শেষ মুহূর্তে দল পাঠানো হলেও এই টুর্নামেন্টের গ্রুপ লিগ থেকেই ছিটকে যায় বাংলা।

চ্যাম্পিয়ন দীপ্তায়ন
শঙ্কর রায়ের স্মৃতিতে আলেখিন চেস ক্লাবের উদ্যোগে তিন দিনের র্যাপিড দাবায় চ্যাম্পিয়ন হল দীপ্তায়ন ঘোষ। রানার্সের পুরস্কার জিতে নিল সায়ন্তন দাস। গোর্কি সদনে রবিবার শেষ হল এই প্রতিযোগিতা। বিভিন্ন বিভাগে সফল দাবাড়ুদের হাতে পুরস্কার তুলে দেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী মদন মিত্র।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.