বাবার বিধবা কাকিমাকে বিয়ে করে ফাঁপরে পড়েছেন এক যুবক। গ্রামবাসীরা এই সম্পর্ক মেনে না নেওয়ায় পুলিশের দ্বারস্থ হন নবদম্পতি। তাঁদের উদ্ধার করে নিয়ে আসা হয় থানায়। পর দিন এলাকা ছেড়েছেন ওই যুবক ও তাঁর স্ত্রী। ঘটনাটি গোঘাটের বালি পঞ্চায়েতের কালতা গ্রামের। ওই যুবকের বাবার কাকুর দ্বিতীয় স্ত্রী এই মহিলা। যুবকের বয়স বছর চব্বিশ। মহিলা বছর বেয়াল্লিশের। অভিযোগ, শুক্রবার দু’জনে বিয়ে করার পর থেকেই তাঁদের উপরে শারীরিক-মানসিক নির্যাতন শুরু হয়। যুবক থানায় ফোন করলে পুলিশ শনিবার রাতে নবদম্পতিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। রবিবার সকালে এলাকা ছেড়ে অন্য জেলায় চলে গিয়েছেন দু’জন। পুলিশ জানায়, দুজনেই প্রাপ্তবয়স্ক। নিরাপত্তার অভাববোধ করায় থানায় জানিয়েছিলেন। তাঁদের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। যুবক বলেন, “অনেক ভেবেচিন্তেই ওঁকে বিয়ে করেছি।” কী বলছেন সম্পর্কে যুবকের ঠাকুমা এবং অধুনা স্ত্রী? তিনি বলেন, “আট বছর আগে স্বামী মারা যাওয়ার পরে অনেক অপবাদ সহ্য করেছি। এ বার নতুন করে বাঁচাব।” তাঁর ন’বছরের একটি ছেলে আছে। তাকেও এ বার সুস্থ ভাবে বড় করতে পারবেন বলে আশা মহিলার। যদিও যুবকের বাবা বিষয়টি মেনে নিতে পারছেন না। তাঁর কথায়, “ছেলে কাজটা ভাল করল না। অনেক বুঝিয়েছি। শুনল না।” প্রতিবেশীরা জানান, বিয়ে করে গ্রামে থাকা চলবে না। অন্যত্র গিয়ে নবদম্পতি সুখে থাকলে আপত্তি নেই।
|
নাবালিকা ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে প্রতিবেশী গৃহশিক্ষককে গ্রেফতার করল পুলিশ। শনিবার ঘটনাটি ঘটেছে তারকেশ্বরের বিনোগ্রামে। পুলিশ গ্রেফতার করে বদ্যিনাথ বেরা নামে ওই যুবককে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর নয়ের ওই বালিকা শনিবার বিকেলে পড়তে গিয়েছিল বদ্যিনাথের বাড়িতে। অন্য ছাত্র-ছাত্রীদের ছুটি দিয়ে মেয়েটিকে অঙ্ক শেখাবে বলে বাড়িতে রেখে দেন ওই গৃহশিক্ষক। অভিযোগ, ঘরে আটকে মেয়েটির উপরে যৌন নির্যাতন চালান তিনি। মেয়েটি বাড়ি ফিরে অসুস্থ বোধ করে। ঘটনার কথা জানায় মাকে। তারকেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা হয় ওই নাবালিকার। পরে অভিযোগ দায়ের হয় থানায়।
|
সিঙ্গুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাপাসহাড়িয়া হাইস্কুলে অভিভাবক প্রতিনিধি নির্বাচনে এ বারেও জিততে পারল না তৃণমূল। ৬টি আসনের প্রত্যেকটিতেই সিপিএম প্রার্থীদের কাছে পরাজিত তারা। গত বারও ক্ষমতায় ছিল বামেরা। তবে হুগলির আরও কিছু স্কুলের ভোটে তৃণমূলই জিতেছে। যেমন, পোলবার জারোরা শিক্ষানিকেতন, উত্তরপাড়ার ইউনিয়ন হাইস্কুল (বয়েজ), অমরেন্দ্র বিদ্যাপীঠ (বয়েজ), চুঁচুড়ার বঙ্গ বিদ্যালয়, এবং সুগন্ধ্যা হাইস্কুলের ভোটেও জয়ী হয়েছেন তৃণমূলের প্রার্থীরা।
|
বিবাদের জেরে গোঘাটের সাতবেড়িয়া গ্রামের এক বধূকে মারধর করে গলায় শাড়ির ফাঁস দিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল চার প্রতিবেশীর বিরুদ্ধে। প্রতিবাদ করতে গিয়ে প্রহৃত হন বধূর মা। শনিবারের ঘটনা। মুনমুন চক্রবর্তী নামে ওই বধূ আরামবাগ হাসপাতালে ভর্তি। তাঁর স্বামী সুজিত চক্রবর্তী থানায় পুষ্প সর্দার, প্রতিমা বাজ, বীণা মল্লিক ও সাধন বাজের বিরুদ্ধে অভিযোগ করেছেন। |